খবর
২৭/১১/২০১৪
•  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূর্ব মেদিনীপুরের পর এবার বর্ধমান। আসানসোলে বর্ধমানের জেলা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন আসানসোল পুলিশ লাইন গ্রাউন্ডে এক সরকারি অনুষ্ঠানে বেশকয়েটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এছাড়াও বেশ কিছু জরুরী পরিষেবা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৬/১১/২০১৪
•  হলদিয়ার বাণেশ্বর চকে সিইএসসি-এর ৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শিল্পক্ষেত্রে শ্রমবিরোধ নিরসনে আলাপ আলোচনাকেই একমাত্র রাস্তা হিসাবে উল্লেখ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন হলদিয়া সিটি সেন্টারের উদ্বোধনও করেন তিনি।
২৫/১১/২০১৪
•  উন্নয়নের কাজ খতিয়ে দেখতে মাননীয়া মুখ্যমন্ত্রী এবার পূর্ব মেদিনীপুরে। দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে নির্মিত দীঘা প্রবেশের সুদৃশ্য তোরণের উদ্বোধন করেন তিনি। তিনি দীঘায় পুলিশ হলিডে হোমের মাঠে একটি সরকারি অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। এছাড়া এদিন কিছু জরুরী পরিষেবা প্রদান করেন তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রী মন্দারমণি থেকে দীঘা পর্যন্ত মেরিন ড্রাইভ তৈরি করার পরিকল্পনার কথাও জানান।
২৪/১১/২০১৪
•   বনগাঁয় উত্তর ২৪ পরগণার জেলা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে জেলার উন্নয়নমূলক কাজের গতি-প্রকৃতি খতিয়ে দেখা হয়। এদিন দুপুর একটায় বনগাঁ স্টেডিয়ামে এক সরকারি অনুষ্ঠানে বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়াও কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী সহ বেশ কিছু জরুরী পরিষেবা প্রদান করেন তিনি।
২২/১১/২০১৪
•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করল বাংলাদেশের সাংসদদের একটি প্রতিনিধি দল। তাঁরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ওই দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান।
১৮/১১/২০১৪
•  রাষ্ট্রপতি ভবনে গিয়ে মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জ্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৭/১১/২০১৪
•  পণ্ডিত জওহরলাল নেহেরুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হল নয়া দিল্লীতে। এই অনুষ্ঠানে যোগদান করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   নজরুল মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হল ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অস্ট্রেলীয় চিত্রপরিচালক পল কক্সসহ মাননীয় অতিথিদের তালিকায় ছিলেন মুম্বাইয়ের জনপ্রিয় চিত্রপরিচালক ফারহা খান, প্রখ্যাত চিত্র ও নাট্যব্যক্তিত্ব অমল পালেকর, বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখার্জী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এই প্রথম সংযোজিত হল প্রতিযোগিতা বিভাগ। বেশ কয়েকটি চলচ্চিত্রকে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার’ স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়।
১৬/১১/২০১৪
•   স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধান মন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে নয়া দিল্লীতে। এই অনুষ্ঠানে যোগদান করতে নয়া দিল্লীর উদ্দেশ্যে রওনা হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৪/১১/২০১৪
•  শিশুদিবসে জাতির ভবিষ্যতদের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   শিশুদিবসে বিধানসভায় নিজের ঘরে স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময় কাটালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন বিধানসভায় মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতির আবরণ উন্মোচন করেন তিনি।

•   বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করতে এবং আইনি সচেতনতা বাড়াতে চালু হল 'চেতনা সাথী' নামে মোবাইল পরিষেবা। এদিন বিধান সভা ভবনের সামনে এরকমই ২০ টি মোবাইল ভ্যানের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচেতক শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভার সদস্যবৃন্দ।
১৩/১১/২০১৪
•   খুচরো বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি রুখতে বদ্ধপরিকর রাজ্যসরকার। আলু, কাঁচা সব্জি এবং মুরগি ন্যায্য মূল্যে বিক্রির জন্য আগেই সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এবার কলকাতা ও সংলগ্ন এলাকায় গড়ে উঠতে চলেছে ন্যায্য মূল্যের মৎস্য বিপণন কেন্দ্র। এদিন নবান্নে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
১১/১১/২০১৪
•   রাজারহাটে বিবেকানন্দ সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স এন্ড সোসাল সায়েন্স-' বিবেকতীর্থ'-এর শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রামকৃষ্ণ মিশনের এই প্রকল্পের জন্য রাজ্যসরকার চার একর জমি বরাদ্দ করেছে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুস্থিতানন্দ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক-এর সম্পাদক স্বামী সুপর্ণানন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ।

•   রাজারহাটে মাদার টেরেসার নামাঙ্কিত মাদার্স ওয়াক্স মিউজিয়াম পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, কলকাতায় পর্যটনের অন্যতম আকর্ষণ এই মিউজিয়ামে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি খুব শীঘ্রই মাদার টেরেসা এবং ভগিনী নিবেদিতার মোমের ভাষ্কর্যও প্রদর্শিত হবে।

•   বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং দেশের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে । তাঁকে শ্রদ্ধা জানিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই সম্প্রসারণের ফলে আলিয়া বিশ্ববিদ্যালয়ে এখন থেকে ১০ হাজারেরও বেশী সংখ্যক ছাত্রছাত্রী ডিজিটাল লাইব্রেরী, গবেষণাগার, গেট/নেট/স্লেট-এর প্রশিক্ষণসহ উচ্চমানের শিক্ষালাভ এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, মহান এই শিক্ষাবিদের অবদানকে স্মরণে রেখে পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার।
১০/১১/২০১৪
•  নভেম্বরের ১১ তারিখ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে রাজারহাট নিউটাউনে গড়ে ওঠা বহুপ্রতীক্ষীত মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দরজা। এ দিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মিউজিয়ামটির উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের আদলে গড়ে ওঠা এই সংগ্রহশালায় রয়েছে বহু কিংবদন্তি ব্যক্তিত্বের মোমের ভাস্কর্য।

•   শুরু হল ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই উৎসবের সূচনা করলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক পল কক্স। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, তনুজা, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন এবং ইরফান খান। চলচ্চিত্র উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। ৬০টি দেশের মোট ১৪০টি ছবি দেখানো হবে। ১৩টি বাংলা ছবিসহ ৩১টি ভারতীয় ছবি দেখা যাবে এই চলচ্চিত্র উৎসবে। এই প্রথম চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বিশ্বের সেরা মহিলা পরিচালককে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার স্মারক’ দিয়ে পুরস্কৃত করা হবে। বাছাই করা ১৫টি ছবির মধ্যে হবে এই প্রতিযোগিতা। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হল আলেসিয়া স্কার্সো-র পরিচালনায় ‘ইতালীয় বরোক্ক’।
০৭/১১/২০১৪
•   ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-র জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি এদিন তাঁর সংক্ষিপ্ত ভাষণে তথ্য সহযোগে জানান,কৃষি, শিল্প এবং পরিষেবা এই তিন ক্ষেত্রেই রাজ্যের বার্ষিক গড় উৎপাদন( জিএসডিপি) জাতীয় গড়ের তুলনায় বেশি। এদিন তিনি উপস্থিত শিল্পপতিদের বাংলায় আরও বেশি করে বিনিয়গ করার আহবান জানান। আসন্ন গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট-এ যোগদান করার আমন্ত্রণও জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।

•   এখন থেকে কোন সরকারি কাজে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রর ফোটোকপির প্রত্যয়ীকরণ (অ্যাটাস্টেসন)-এর জন্য গেজেটেড অফিসারদের স্বাক্ষর আর আবশ্যিক থাকছে না, এ দিন ক্যাবিনেট বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। আবেদনকারী নিজেই নথির ফোটোকপিতে স্বাক্ষর করে স্বপ্রত্যয়িত(সেলফ অ্যাটাস্টেড) করতে পারবেন। এছাড়া বিশেষ বিশেষ আইনি ক্ষেত্র ছাড়া আবশ্যিক থাকছে না এফিডেফিট-ও। এফিডেফিট-এর পরিবর্তে স্ব-স্বীকারোক্তি (সেলফ ডিক্লারেশন) দিলেই হবে। এই বৈপ্লবিক সিদ্ধান্তের ফলে এ রাজ্যের ছাত্র-ছাত্রী সহ সকল স্তরের মানুষ উপকৃত হবেন। এ দিন নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ২০১৪-র পয়লা ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকরী হবে।

•   নজরুল মঞ্চে বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ, কলকাতা পুরনিগম এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।