খবর
৩১/০৭/২০১৫
•  গুরুপূর্ণিমায় সকল শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, বহু প্রতীক্ষিত ছিট মহল বিনিময় আজ মধ্যরাত থেকে কার্যকরী হবে।

•   রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে নবান্নে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, ঝাড়খণ্ডে অবস্থিত ডিভিসি থেকে মাত্রাতিরিক্ত জল ছাড়া, অতিবৃষ্টি এবং ভরা কোটালের কারণেই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘন্টার ভারি বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, বন্যায় মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে
৩০/০৭/২০১৫
•  ঘূর্ণীঝড় কবলিত রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অতিবর্ষণ এবং ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটজনক। তাই বিদেশ সফর কাটছাঁট করে দ্রুত কলকাতায় পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর তিনি জানান, ইতিমধ্যেই ২৬ হাজার মানুষকে ত্রাণশিবিরে স্থানান্তরিত করা হয়েছে। উদ্ধারকার্য এবং বিপন্ন মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। একটি আপতকালীন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। বন্যা পরিস্থিতি ও ত্রাণকাজ সম্পর্কিত যেকোনও খবরাখবর নেওয়া যাবে ‘১০৭০’ নম্বরে।
২৯/০৭/২০১৫
•   ঘূর্ণীঝড়ের পূর্বাভাস পশ্চিমবঙ্গে। রাজ্যবাসীর বিপদে পাশে থাকতে নির্ধারিত সময়ের এক দিন আগেই লন্ডন ছাড়ার সিদ্ধান্ত নিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেন। এছাড়া রাজ্য প্রশাসনকে সবরকম সতর্কতা নেওয়ার নির্দেশ দেন তিনি।
২৮/০৭/২০১৫
•  ব্রিটিশ প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক সাক্ষাতকারে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁকে আরও একবার কলকাতা ভ্রমণের আমন্ত্রণ জানান। কলকাতাকে তিনি ‘প্রাচ্যের প্রকৃত প্রবেশদ্বার’ হিসাবে উল্লেখ করেন।

•   লন্ডনের এশিয়া হাউজে আয়োজিত ‘প্রাইভেট ব্রিফিং’ নামক বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পশ্চিমবাংলার শিল্পে বিনিয়োগে উৎসাহী শিল্পপতিদের এ রাজ্যে আমন্ত্রণ জানান তিনি। ব্রিটেনের শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত চার বছরে পশ্চিমবঙ্গে শিল্প ও বাণিজ্য পরিকাঠামো পূর্বের তুলনায় অনেক বেশী সুসংহত।

•   লন্ডনের গর্ডন স্কোয়্যারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ব্রিটেনের টেগোর সেন্টারকে কালিঘাটের পটচিত্র উপহার দেন তিনি। ওই দিনই পার্লামেন্ট স্কোয়্যারে গান্ধীজীর মূর্তিতেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। ১৯১২ সালে লন্ডন সফরকালে কবিগুরু কিছুদিন কাটিয়েছিলেন হ্যাম্পস্টেড –এর ‘৩ নং ভেল অফ হিথ’ ঠিকানায়। বাড়িটি সংরক্ষণের জন্য প্রয়োজনে কিনতে আগ্রহ প্রকাশ করেছে রাজ্য সরকার। এ বিষয়ে বিশদে খোঁজখবর নেওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী ব্রিটেনের ভারতীয় হাই কমিশনারকে অনুরোধ করেন। এছাড়া লন্ডনে সিস্টার নিবেদিতার বাড়িটিও চিহ্নিত করে ‘ব্লু প্লেক’ লাগানোর কথা বলেন তিনি ভারতীয় হাই কমিশনারকে।
২৭/০৭/২০১৫
•  ডিউক অফ ইয়র্ক প্রিন্স অ্যানড্রুজ –এর আমন্ত্রণে লন্ডনের ঐতিহ্যময় বাকিংহাম প্যালেসে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভ্যর্থনায় উপস্থিত ছিলেন লর্ড স্পীকার ব্যারোনেস ডি’সুজাও। রাজপরিবারের আমন্ত্রণ এবং উষ্ণ আতিথেয়তায় মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুবরাজ অ্যানড্রুজের সঙ্গে বৈঠকে, রাজ্যের শিশুকন্যাদের স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের অভিনব প্রয়াস ‘কন্যাশ্রী’ প্রকল্পের সম্পর্কে বিশদে জানান। এছাড়াও সমাজের অপেক্ষাকৃত দুর্বল ও অসহায় মানুষদের পরিস্থিতি উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা বলেন তিনি। বৈঠকের পর মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, বাংলা-ব্রিটেন সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হওয়ার ইতিবাচক ইঙ্গিত বহন করছে এই বৈঠক।

•   বিভিন্ন শিল্পক্ষেত্রে ‘মউ’ স্বাক্ষরিত হল রাজ্য ও ব্রিটেনের শিল্পপতিদের মধ্যে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নেতৃত্বে বাংলার শিল্প প্রতিনিধিদল তাঁদের লন্ডন সফরে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও নগরোন্নয়ন ক্ষেত্রে মোট ২১টি ‘মউ’-এ স্বাক্ষর করেছেন। লন্ডনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ দফতরের ( FCO ) ঐতিহাসিক লোকার্নো স্যুইটে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী, ব্রিটেনের কর্মসংস্থান মন্ত্রী প্রীতি প্যাটেল, ইউকেআইবিসি প্রধান প্যাট্রিশিয়া হেউইট এবং ব্রিটেন ও রাজ্যের বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা।

•   ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৬/০৭/২০১৫
•  আগামী ৪৮ ঘন্টায় ভারী বর্ষণের সতর্কবার্তা দিল রাজ্যের আবহাওয়া দফতর। লন্ডন রওনা হওয়ার আগে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান সম্ভাব্য সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাজ্য প্রশাসন।

•   রাজ্যে শিল্পে বিনিয়োগের সন্ধানে পাঁচ দিনের সফরে লন্ডন পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণেই মুখমন্ত্রীর এই লন্ডন সফর। বৃটিশ শিল্পপতিদের পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগের প্রস্তাব রাখাই ছিল তাঁর এই সফরের মূল উদ্দেশ্য।
২৫/০৭/২০১৫
•  ভারতের রাষ্ট্রপতি পদে কর্মজীবনের তিন বছর পূর্তিতে মাননীয় রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৪/০৭/২০১৫
•  প্রয়াত কিংবদন্তী নায়ক উত্তমকুমারের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি চলচ্চিত্র জগতের কৃতীদের পুরস্কার প্রদান করেন। স্বনামধন্য শিল্পী সব্যসাচী চক্রবর্তী পেলেন মহানায়ক সম্মান এবং ঋতুপর্ণা সেনগুপ্ত পেলেন মহানায়িকা সম্মান। সারা জীবনের অবদানের স্বীকৃতি হিসাবে পুরস্কারপেলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অঞ্জন দত্ত, সন্ধ্যা রায়, চিরঞ্জিত চক্রবর্তী এবং পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। বিশেষ সম্মান প্রদান করা হল শিল্পী দেবলীনা রায়, রজতাভ দত্ত, দুলাল সরকার, দুলাল লাহিড়ী, রাহুল বন্দ্যোপাধ্যায়, অভিষেক চ্যাটার্জী, তনুশ্রী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, বিশ্বনাথ বসু। সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র, চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সিনেমাটোগ্রাফার গোপী ভগত ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। শিল্প নির্দেশক ইন্দ্রনীল ঘোষকেও সংবর্ধনা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে।
২৩/০৭/২০১৫
•  রাজ্যের উচ্চশিক্ষার উন্নতিকল্পে যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্যসরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ঘোষণা করেন, পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ-এ দুটি স্নাতকোত্তর এবং একটি পিএইচ.ডি স্তরের বার্ষিক বৃত্তি চালু করা হচ্ছে। তিনি জানান , বৃত্তিগুলির নাম হবে ‘বিশ্ববাংলা বৃত্তি’।

•   নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে সাক্ষাৎ করলেন লন্ডনগামী সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যবৃন্দ।
২৩/০৭/২০১৫
•  কলকাতার সেন্ট জন চার্চে সিস্টার নির্মলাকে শেষ শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। গত কাল রাতে ৮১ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। ২০০৯ সাল থেকে মিশনারি অফ চ্যারিটির প্রধান ছিলেন সিস্টার নির্মলা।

•   স্বাস্থ্যবিধি সম্মত শৌচাগার নির্মাণ প্রকল্পে শীর্ষ স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। রাজ্যগুলির সঙ্গে এক ভিডিও কনফারেন্সে কেন্দ্রের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, গত বছর ৮ লক্ষ ৪৭ হাজার শৌচাগার নির্মাণ করে দেশের মধ্যে প্রথম হয়েছে রাজ্য। এ বছর এখনও পর্যন্ত ৩ লক্ষ ২২ হাজার শৌচাগার নির্মাণ করে ফের দেশের মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ। মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান, ২০১৪-১৫ অর্থবর্ষে ৪ হাজার ৯ কোটি ৭৬ লক্ষ টাকা খরচ করা হয়েছে। এর ফলে ১৬ কোটি ৭ লক্ষ শ্রমদিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে। শ্রম দিবস সৃষ্টিতে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ।
২২/০৭/২০১৫
•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রো কবাডি লিগের কলকাতা পর্বের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি এই প্রতিযোগিতা আয়োজনের জন্য আন্তর্জাতিক কবাডি ফেডারেশন(আইকেএফ), এশিয়ান কবাডি ফেডারেশন(একেএফ) এবং অ্যামেচার কবাডি ফেডারেশন(একেএফআই) কে ধন্যবাদ জানান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৮/০৭/২০১৫
•  রাজ্যবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন সকালে রেড রোডে ঈদের নমাজে যোগদান করেন তিনি।

•   রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানের শুভসূচনা করেন তিনি।
১৭/০৭/২০১৫
•  গার্ডেনরিচে জলশোধন প্রকল্প, ‘জলসাথী’-র উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কলকাতা পুরসভা আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, গার্ডেনরিচ এলাকায় একটি গার্মেনটস হাব গড়ে তোলা হবে। এই হাব তৈরি হলে ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

•   রাজ্যসরকারের মহিলা কর্মচারীদের ২বছর (৭৩০ দিন) মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছিল সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক সরকারি সংস্থা, পুরসভা, অন্যান্য সরকারি সংস্থা এবং সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরত এক লক্ষ মহিলা এই সুবিধা পাবেন।
১৬/০৭/২০১৫
•  কলকাতায় প্রতিষ্ঠিত হল মহিলাদের জন্য আরও একটি সরকারি কলেজ। আলিপুরের হেস্টিংস হাউসে এই কলেজের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত লেডি ব্রেবোর্ন কলেজের পর মহিলাদের জন্য এটিই প্রথম জেনারেল ডিগ্রী কলেজ। তিনি এই কলেজের নামকরণ করেন ‘সিস্টার নিবেদিতা’। বর্তমান সরকারের আমলে এই নিয়ে অনুমোদন পেল ৪৫টি ডিগ্রী কলেজ ও ১৩টি নতুন বিশ্ববিদ্যালয়। এগুলির মধ্যে বেশ কয়েকটিতে নিয়মিত পঠন পাঠনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এদিন রিমোট কন্ট্রোলের মাধ্যমে উত্তর ২৪ পরগণার গাইঘাটায় ঠাকুরনগরে পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজের উদ্বোধনও করেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের অতিথি নিবাস ‘সৌজন্য’এর শিলান্যাস এবং রাজ্য স্বাস্থ্য পরিবহণ সংস্থার শুভ উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৫/০৭/২০১৫
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নেতৃত্বে বর্ধমানের শরৎ সদনে অনুষ্ঠিত হল শততম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। ঐতিহাসিক এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রীসভার সদস্যরা এবং মুখ্যসচিব ও রাজ্যের বিভিন্ন দফতরের সচিবরা। ২০১১ সালে ক্ষমতায় আসার পর জেলায় জেলায় উন্নয়নের কাজ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে ব্লক উন্নয়ন আধিকারিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এই বৈঠক চালু হয়। রাজ্যজুড়ে উন্নত মানের জনকল্যাণমুখী পরিষেবা সুনিশ্চিত করতে বিশেষ কার্যকরী ভূমিকা নিয়েছে এই প্রক্রিয়া। ঐতিহাসিক শততম প্রশাসনিক বৈঠকের সাক্ষী হতে উপস্থিত ছিলেন রাজ্য স্তরে এবং জাতীয় ক্ষেত্রে কৃতী সম্মাননীয় অতিথিবর্গ।

•   বর্ধমানের পুলিশ লাইন গ্রাউন্ডে একটি জনসভায় উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন শতাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন তিনি। পাশাপাশি এই অনুষ্ঠানে বেশ কিছু পরিষেবাও প্রদান করা হয়।
১৪/০৭/২০১৫
•  এসএসকেএম হাসপাতালের ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রিতে পূর্ব ভারতের প্রথম পেডিয়াট্রিক ক্যাথল্যাব ইউনিট এবং স্লিপ ল্যাব ইউনিট উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রির নতুন ভবনের উদ্বোধনও করেন তিনি।
১১/০৭/২০১৫
•  পবিত্র রমজান উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সকলকে হার্দিক শুভেচ্ছা জানালেন।
১০/০৭/২০১৫
•  কলকাতা পুরসভা আয়োজিত ইফতারে যোগদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৭/০৭/২০১৫
•  বীরভূমের বোলপুরে ৯৯তম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মুখ্যসচিব ও বিভিন্ন দফতরের সচিবেরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিডিও এবং বিডিও থেকে তৃণমূল স্তরে সাধারণ মানুষের কাছে পৌঁছনোই সরকারের লক্ষ্য। এইভাবেই দ্রুততার সঙ্গে সর্বসাধারণের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, অন্য কোনও রাজ্যেই তৃণমূল স্তরে নিয়মিত এই রকম বৈঠক হয় না। এদিন তিনি জানান ১৫ই জুলাই, ২০১৫-য় বর্ধমানে অনুষ্ঠিত হবে শততম প্রশাসনিক বৈঠক।
০৩/০৭/২০১৫
•  ধসবিধ্বস্ত দার্জিলিং পরিদর্শনের দ্বিতীয় দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, পাহাড়ে যত্রতত্র নির্মাণকাজ রুখতে জিটিএ-কে যথাযথ ব্যবস্থা নিতে বলেন তিনি। তিনি জানান, পাহাড়ের ক্ষতিগ্রস্ত এলাকায় জল, বিদ্যুৎসরবরাহের মত প্রাথমিক চাহিদাগুলি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
০২/০৭/২০১৫
•  ত্রাণকাজ খতিয়ে দেখতে পাহাড়ের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রবল বৃষ্টি ও ধসে ক্ষতিগ্রস্ত দুর্গম পথ পার হয়ে গন্তব্যে পৌঁছতে দীর্ঘ সময় অতিবাহিত হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন। দুর্গতদের খাদ্য সরবরাহের জন্য তিনটি রন্ধনশালা তৈরি করা হয়েছে। সুখিয়াপোখরির ত্রাণশিবিরে গিয়ে উদ্ধার ও ত্রাণকার্যের খতিয়ান নেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০২/০৭/২০১৫
•  ত্রাণকাজ খতিয়ে দেখতে পাহাড়ের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রবল বৃষ্টি ও ধসে ক্ষতিগ্রস্ত দুর্গম পথ পার হয়ে গন্তব্যে পৌঁছতে দীর্ঘ সময় অতিবাহিত হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন। দুর্গতদের খাদ্য সরবরাহের জন্য তিনটি রন্ধনশালা তৈরি করা হয়েছে। সুখিয়াপোখরির ত্রাণশিবিরে গিয়ে উদ্ধার ও ত্রাণকার্যের খতিয়ান নেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০১/০৭/২০১৫
•  মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জেলা আধিকারিকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং জেলার জনজীবন। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নদীগুলির জলস্তর হঠাৎ বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চল। বীরভূমের পূর্ব নির্ধারিত প্রশাসনিক বৈঠক বাতিল করে মুর্শিদাবাদ থেকেই দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তাঁর নির্দেশে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আগেই পৌঁছে যান বিধ্বস্ত এলাকায়।

•   দার্জিলিং জেলায় প্রবল বৃষ্টি ও ধসে মৃত ব্যক্তিদের পরিবার পিছু চার লক্ষ টাকা রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া দুর্যোগে আহতদের জন্যও ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।