খবর
৩১/০৫/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে মহাকরণে দেখা করেন এভারেস্ট জয়ী পাঁচ বাঙালি পর্বতারোহী উজ্জ্বল রায়, টুসি দাস, ছন্দা গায়েন, দেবদাস নন্দী এবং পূর্বা শেরপা।
৩০/০৫/২০১৩
•  বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের অকাল প্রয়াণে তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এরপর মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রয়াত পরিচালকের মরদেহ নন্দনে নিয়ে যাওয়া হয়। সেখানে হাজার হাজার মানুষ ফুলে-মালায়-চোখের জলে তাঁদের প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। এদিন মহাকরণে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় রাজ্য সরকারের তরফে।
২৯/০৫/২০১৩
•  মহাকরণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে বিভিন্ন হোটেল ও বিমান সংস্থার প্রতিনিধিরা দেখা করেন। এদিন রাজ্যে পর্যটন বানিজ্যে বিনিয়োগ, জেলা ভিত্তিক উড়ান চালু করার পরিকল্পনা সহ রাজ্যের সার্বিক আর্থিক উন্নয়ন পরিকল্পনার বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা হয়।
২৭/০৫/২০১৩
•  পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও সি বি এস ই-র সব সফল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৫/০৫/২০১৩
•  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকীতে ও ভারতের আধুনিক ভাস্কর্যের অন্যতম পথিকৃত রামকিঙ্কর বেইজ -এর ১০৩তম জন্মবার্ষিকীতে মহাকরণে রাজ্য সরকারের তরফ থেকে শ্রদ্ধা জানানো হয় ।

•  নজরুল মঞ্চে নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী কল্যাণী, জয় গোস্বামী, যোগেন চৌধুরি, বিভাস চক্রবর্তী প্রমুখ।
২৪/০৫/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ভবানীভবনে চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের সঙ্গে বৈঠক করেন।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বিধাননগরের সৌন্দর্য্যায়নের পরিকল্পনার কাজ খতিয়ে দেখতে সেক্টর ফাইভ পার্কোম্যাট, নলবন ফুড পার্ক, ওরিয়েন্টাল ফিস মার্কেট ও রবীন্দ্র নিকেতন পরিদর্শনে যান।
২৩/০৫/২০১৩
•  সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ্‌ রাজা রামমোহন রায়ের ২৪১তম জন্মদিবসে মহাকরণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মহাকরণে বলেন যে, ভুঁইফোড় চিটফান্ডে টাকা রেখে যে সব বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন, তাদের টাকা ফেরত পাওয়ার বিষয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
২১/০৫/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মহাকরণে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত জগতের শিল্পী ও কলাকুশলীদের জন্য স্বাস্থ্য বিমা পরিকল্পনার কথা ঘোষণা করেন।

•   অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নেতাদের সঙ্গে মহাকরণে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। আদিবাসী বিকাশ পরিষদের প্রতিনিধিদের উপস্থিতিতেই তিনি বলেন ডুয়ার্সে আদিবাসীদের উন্নয়নের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ তৈরি করা হবে।
২০/০৫/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের গৌরবোজ্জ্বল দু-বছর পূর্ণ হল।

•   কলকাতায় এই দিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে বঙ্গবিভূষণ/বঙ্গভূষণ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় রাজ্যপাল শ্রী এম কে নারায়ণন। সম্মাননা জ্ঞাপন করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান গনতন্ত্রের হাত ধরেই বাংলায় পরিবর্তনের সরকারের জন্ম হয়। এবারের সম্মান প্রাপকেরা হলেন- বঙ্গবিভূষণ:- শ্রী অমিতাভ চৌধুরী, শ্রী শক্তিনাথ মুখোপাধ্যায়, শ্রী কাশীকান্ত মৈত্র, শ্রী নারায়ণ দেবনাথ, শ্রী সুবীর সেন, শ্রী পূর্ণদাস বাউল, শ্রী প্রদীপকুমার ব্যানার্জ্জী , শ্রী চুণী গোস্বামী, শ্রী গুরবক্স সিং, শ্রী তুলসীদাস বলরাম, শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়, শ্রীমতি সাবিত্রী চট্টোপাধ্যায়, শ্রী মিঠুন চক্রবর্তী, শ্রী ঋতুপর্ণ ঘোষ, জনাব হোসেনুর রহমান, শ্রীমতি নির্মলা মিশ্র, শ্রীমতি সন্ধ্যা রায়, শ্রী মনোজ মিত্র, শ্রীমতি থাঙ্কোমনি কুট্টি, শ্রী প্রতুল মুখোপাধ্যায়, শ্রী শুভাপ্রসন্ন, ডাঃ সমীর ব্রহ্মচারী, শ্রী বসন্তকুমার বিড়লা, শ্রী আং নরভু শেরপা। বঙ্গভূষণ:- শ্রী লিয়েন্ডার পেজ, শ্রী দিব্যেন্দু বড়ুয়া, শ্রীমতি মান্তু ঘোষ, শ্রীমতি পৌলমী ঘটক, শ্রীমতি ঝুলন গোস্বামী ও শ্রী দখিন চন্দ্র মুর্মু।
১৮/০৫/২০১৩
•  বোরো চাষে সারা দেশের মধ্যে প্রথম হওয়ায় রাজ্যের কৃষকদের অভিনন্দন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সেই সঙ্গে তিনি সেচ বিভাগ, কৃষি বিভাগ এবং বিশেষ করে ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের সাফল্যে কৃষকদের অভিনন্দন জানান।

•   এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের অস্থায়ী ও চুক্তিভিক্তিক কর্মীদের ভাতা বৃদ্ধির কথাও ঘোষণা করেন।
১৬/০৫/২০১৩
•  মহাকরণে রাজ্য সরকারের গত দু’বছরের উন্নয়ন কর্মসূচীর সাফল্যের তথ্য সমৃদ্ধ বাংলা ও ইংরেজী ভাষায় দুটি বই প্রকাশ করেন রাজ্য সরকারের পক্ষে মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র।

•   দার্জিলিং –এ ভগিনী নিবেদিতার স্মৃতি বিজরিত ‘রায় ভিলা’ পরিদর্শনে যান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই ঐতিহাসিক বাড়িটিতে ভগিনী নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লেবং কার্ট রোডের ‘রায় ভিলা’ ভবনটি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরকে হস্তান্তর করে জিটিএ। জিটিএ, রামকৃষ্ণ মিশন ও রাজ্য সরকারের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়, এই বাড়িটি স্থানীয়দের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে ব্যবহার করবে রামকৃষ্ণ মিশন। পরিকাঠামোগত উন্নয়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১ কোটি টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে তেনজিং নোরগে যুবআবাস-কে জিটিএ -র হাতে তুলে দেওয়া হয়। এই যুবআবাসটির পরিকাঠামো উন্নয়নেও ১ কোটি টাকা বরাদ্দ করা হয়।
১৫/০৫/২০১৩
•  দার্জিলিং-এর গোর্খা রঙ্গমঞ্চ ভবনে এক সরকারি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী, জিটিএ প্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন। পেডং গভর্নমেন্ট কলেজ, কালিম্পং পলিটেকনিক কলেজ, মংপু, গরুবাথান ও কালিম্পং-এ তিনটি আই টি আই, টাইগার হিল গলফ্‌ কোর্স, দার্জিলিং রিসার্ভ স্টোর, দাফায় মুনাল ট্যুরিস্ট লজ্‌, মিরিকে দমকল কেন্দ্র ও মিরিক পলিটেকনিক কলেজের শিলান্যাস করেন তিনি। এর পাশাপাশি তিনি কালিম্পং তাশি ডিং লজ্‌ এবং দার্জিলিং জেলা হাসপাতালে একটি ন্যায্যমূল্যের ওষুধের দোকানের উদ্বোধন করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী নিজে কিছুক্ষণের জন্য মাল স্ট্রিট ঘুরে দেখেন এবং দেশী-বিদেশী পর্যটকসহ সেখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে কথাও বলেন।
১৪/০৫/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তিনদিনের পাহাড় সফরে দার্জিলিং-এ পৌছান। এই দিন সন্ধ্যেয় জিটিএ প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
১৩/০৫/২০১৩
•  রাজ্যের পরিবহণ ও পর্যটনকে মিলিয়ে দেওয়ার লক্ষ্যে কলকাতার মিলেনিয়াম পার্ক জেটিতে তিনটি জলযানের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এর মধ্যে গঙ্গাবক্ষে পর্যটনের জন্য বিলাসবহুল বজরা ‘মৎস্যকন্যা-নব অহল্যা’ এবং যাত্রীবাহী লঞ্চ ‘হেমলতা’-র চালকদের হাতে ইঞ্জিনের চাবি তুলে দেন তিনি। এছাড়া বিপর্যয় মোকাবিলায় ‘হংস’ নামক একটি লঞ্চের চাবিও মুখ্যমন্ত্রী তুলে দেন কলকাতা পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থর হাতে।
০৯/০৫/২০১৩
•  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২ তম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসদনে ২৫ শে বৈশাখ অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, সুমিত্রা সেন, পন্ডিত অজয় চক্রবর্তী, যোগেন চৌধুরি, ইন্দ্রনীল সেন, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এবং প্রমিতা মল্লিক প্রমুখ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
০৮/০৫/২০১৩
•  ডেঙ্গু প্রতিরোধে কলকাতা, হাওড়া ও বিধাননগরের কাজের অগ্রগতি সম্পর্কে মহাকরণে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সভাপতিত্বে মহাকরণে ইন্ডাস্ট্রি কোর কমিটির বৈঠক হল । ভুঁইফোড় লগ্নিসংস্থার হাতে মানুষ যাতে প্রতারিত না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষে একটি ‘ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প’ গড়ে তোলার কথা ঘোষণা করেন তিনি। আমানতকারীদের সুরক্ষার জন্য মানুষের মতামত নিয়ে এই ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৭/০৫/২০১৩
•  মহাকরণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে দেখা করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসু। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
০৬/০৫/২০১৩
•  রাজভবনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় –এর সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন ও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী পশ্চিমবঙ্গের উন্নয়ন কর্মসূচী/ প্রকল্প সম্পর্কে আলোচনা করেন।
০৫/০৫/২০১৩
•  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা হাইকোর্টের সার্ধ শতবর্ষ পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, দেশের প্রধান বিচারপতি আলতামাস কবীর, সুপ্রিম কোর্টের বিচারপতি সুরিন্দর সিং নিজ্জর, হাইকোর্টের প্রধান বিচারপতি অরুন মিশ্র সহ বেশ কয়েকজন বর্তমান ও প্রাক্তন বিচারপতি। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, সুবিচার আমাদের সকলের দায়িত্ব।
০৩/০৫/২০১৩
•  মহাকরণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী-র সঙ্গে দেখা করলেন আই টি সি-র চেয়ারম্যান। রাজ্যে শিল্প বিনিয়োগ নিয়ে দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়।
০২/০৫/২০১৩
•  বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৯২তম জন্মদিনে মাননীয়া মুখ্যমন্ত্রী মহাকরণে শ্রদ্ধা জানান।

•  পাকিস্তানের জেলে ভারতীয় বন্দি সরবজিৎ সিং –এর মৃতুতে গভীর শোক জ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০১/০৫/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের, মর্যাদা অধিকার কর্তব্য-অঙ্গীকার, ধ্বনিত হোক।