খবর
২৮/১২/২০১৮
•  দক্ষিণ ২৪ পরগণা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন গঙ্গাসাগরে সুন্দরবন কাপ ২০১৮-১৯-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রাম বাংলার কিশোর কিশোরীদের খেলাধূলায় উৎসাহিত করতে ২০১২ সালে এই সুন্দরবন কাপ-এর সূচনা হয়। এ বছর ৪টি পুলিশ জেলার ৪০টি থানার অন্তর্গত প্রায় ২০৪২টি ক্লাব থেকে রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ নিঃসন্দেহে প্রমাণ করে যে এই উদ্যোগ তাঁদের মধ্যে প্রবল উদ্দীপনার সঞ্চার করেছে। সফল প্রতিযোগীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন, গঙ্গাসাগর ও তার পারিপার্শ্বিক অঞ্চলের উন্নতিকল্পে একগুচ্ছ প্রকল্পের সূচনা করেন তিনি। এছাড়া সরকারি পরিষেবা প্রদান করা হয় বিপুল সংখ্যক উপভোক্তাকে।
২৭/১২/২০১৮
•  দক্ষিণ ২৪ পরগণা জেলা সফরের দ্বিতীয় দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নামখানার ইন্দিরা বাজারে জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন। এদিনের সভায় জেলার উন্নয়ন কর্মসূচী পর্যালোচনা করে দেখা হয়, প্রকল্পগুলির সুফল কত দ্রুত মানুষের কাছে কিভাবে পৌছাচ্ছে এবং সাধারণ মানুষ জনমুখী প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে কি বলছেন।
২৬/১২/২০১৮
•  গঙ্গাসাগর মেলার প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগণা জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জ্জী। মেলার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সাগর দ্বীপে গেলেন তিনি। তার আগে মন্দিরবাজারে এক সরকারী অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী বিপুল সংখ্যক জনকল্যাণমুখী প্রকল্পের শুভ সূচনা করেন। এর মধ্যে পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, সেচ, শিক্ষা, উৎকর্ষতা বৃদ্ধি ইত্যাদি। এছাড়া কর্মসংস্থানের দিকে লক্ষ্য রেখে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
২৪/১২/২০১৮
•  বড়দিনের প্রাক্কালে, প্রতি বছরের মতো এ বছরও ‘মিডনাইট মাস’-এ অংশ নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সকলকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
২১/১২/২০১৮
•  পার্ক স্ট্রীটের অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস ফেস্টিভাল-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিগত ২০১১ সাল থেকে এই উৎসব সরকারী উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। শীতকালীন এই উৎসব প্রাঙ্গণে ক্রিসমাস ক্যারল, নানারকম খাওয়া দাওয়ার ব্যবস্থা ছাড়াও অন্যতম আকর্ষণ হলো সারা পার্ক স্ট্রীট জুড়ে অনন্য আলোকসজ্জা। আসন্ন বড়দিন উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সামাজিক শান্তি-ঐক্য-সমন্বয় ও পরধর্মের প্রতি সহনশীলতা এবং প্রতিটি ব্যক্তির স্বাধীনতা ও সম্মানের বিষয়ে সচেতন থাকার বার্তা দেন। এরপর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের ক্রিসমাস উপলক্ষে এক সমাবেশে যোগ দেন।
১৮/১২/২০১৮
•  আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিব স্তরে। আগামী ২০১৯ এর গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের নির্দিষ্ট দায়িত্ব বন্টন করা হয় এদিনের বৈঠকে। অসঙ্খ্য পুণ্যার্থী প্রতি বছর গঙ্গাসাগরে আসেন। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন যে বিগত কয়েক বছর গুলোর মতো এবছরেও গঙ্গাসাগরে আগত তীর্থযাত্রীদের বীমার আওতায় রাখা হবে। তীর্থ যাত্রীদের এবারের বীমা মূল্য ৫ লক্ষ টাকা।
১৪/১২/২০১৮
•  সঙ্গীত অনুরাগীদের বর্ষব্যাপী দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সূচনা হল এবছরের বাংলা সঙ্গীত মেলা । এদিন কলকাতার উত্তীর্ণ মঞ্চে এক ঝাঁক শিল্পী ও অগণিত সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে সাত দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২০১১ সাল থেকে শুরু করে প্রতি বছর উদ্বোধনের দিনে সঙ্গীত মেলার সূচনা লগ্নে সম্মানিত করা হয়, বাংলার প্রথিতযশা বহু শিল্পীকে। এ বছর মাননীয়া মুখ্যমন্ত্রী সঙ্গীত মহাসম্মানে ভূষিত করলেন শান, অরিজিৎ সিং, প্রতীক চৌধুরী, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, শ্রাবণী সেন, দেবজ্যোতি বোস, দেবজ্যোতি মিশ্র ও সৈকত মিত্রকে। সঙ্গীত সম্মানে ভূষিত হলেন গীতা চৌধুরী, জোজো, শ্রীকুমার চট্টোপাধ্যায়, মানব মুখার্জী, রাহুল চ্যাটার্জী, দুর্গা রায়, অসীম রায়, মহিম ফকির, বিভা হাঁসদা, সরস্বতী দেবী এবং শিবসুন্দর দাস। বাংলার ঐতিহ্যমণ্ডিত লোকশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে রাজ্য সরকার আজ থেকে ঠিক তিন বছর আগে সূচনা করেছিল বাংলা লোক সংস্কৃতি উৎসবের। এদিন একই অনুষ্ঠান মঞ্চ থেকে উদ্বোধন হল এই অনুষ্ঠানেরও। সারা রাজ্যের সহস্রাধিক লোকশিল্পী অংশগ্রহণ করছেন এই লোকসংস্কৃতি অনুষ্ঠানে। আগামী দিনগুলিতে সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলা সঙ্গীতরসে সিক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৬/১২/২০১৮
•  দীঘায় পূর্ব মেদিনীপুর জেলার জন্য প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকের উদ্দেশ্য ছিল, উন্নয়নের কাজ খতিয়ে দেখা এবং সাধারণ মানুষের কাছে নির্ধারিত সময়ে পরিষেবা পৌঁছচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া।
০৫/১২/২০১৮
•  পশ্চিম মেদিনীপুরের পর একগুচ্ছ উন্নয়ন প্রকল্প উপহার নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী এবার পূর্ব মেদিনীপুরে। এদিন বাজকুলে এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি পরিকাঠামো, পরিবহণ, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ, পানীয় জল, সড়ক যোগাযোগ, পর্যটন, নগর সৌন্দর্যায়ন, কর্ম সংস্থান ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বহু প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ১০ হাজারেরও বেশী সংখ্যক উপভোক্তাকে এদিন সরকারি পরিষেবা প্রদান করা হয়।
০৪/১২/২০১৮
•  রাজ্য ও জেলা আধিকারিকদের উপস্থিতিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকের উদ্দেশ্য ছিল, উন্নয়নের কাজ খতিয়ে দেখা এবং সাধারণ মানুষের কাছে নির্ধারিত সময়ে পরিষেবা পৌঁছচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া।
০৩/১২/২০১৮
•  পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এদিন রাজ্য সরকারের পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শহীদ ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকীতে এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। একগুচ্ছ নতুন প্রকল্পের সূচনা করার পাশাপাশি ১০ হাজারেরও বেশী মানুষকে সরকারি পরিষেবা প্রদান করেন এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যবাসীর সার্বিক উন্নয়ন সরকারের অঙ্গীকার, তাই উন্নয়নের স্বার্থে সরকারের সবরকম প্রচেষ্টা অব্যাহত থাকবে।