খবর
২৯/০৯/২০১৪
•  সারাবছর প্রিয়জনদের থেকে দূরে নিঃসঙ্গ দিন কাটে ওঁদের। উৎসবের মরশুমে সেই একাকীত্ব যেন আরও তীব্র হয়ে ওঠে। তাই মহাষষ্ঠীর দিন ‘নবনীড়’ বৃদ্ধাবাসের প্রবীণদের সঙ্গ দিতে উপস্থিত হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। গানে- আড্ডায় আবাসিকদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটালেন তিনি। বৃদ্ধাবাসের আবাসিকরাও মাননীয়া মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশী।
২২/০৯/২০১৪
•  আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এই প্রথম এক অনুষ্ঠানের আয়োজন করল রাজ্যসরকার। নজরুল মঞ্চে আয়োজিত বর্ণাঢ্য এই ‘আগমনী’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। অল ইন্ডিয়া রেডিওয় সম্প্রচারিত প্রথম ‘মহিষাসুরমর্দিনী’-র তিন কিংবদন্তী শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অসীমা মুখোপাধ্যায়কে এই অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করেন তিনি। এই অনুষ্ঠানে মঞ্চস্থ হয় ‘মহিষাসুরমর্দ্দিনী’ নৃত্যনাট্য। এদিন রিমোট কন্ট্রোলের মাধ্যমে জনসাধারণের জন্য একগুচ্ছ স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্য ভূতল পরিবহণ বিভাগ পরিচালিত ফেরি যোগাযোগ ব্যবস্থা প্রকল্পের উদ্বোধনও করেন তিনি।

•  আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত ‘আগমনী’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৯/০৯/২০১৪
•  রাজ্যের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্যসরকার। যে পঞ্চায়েত এলাকাগুলিতে ব্যাঙ্ক নেই এমন অঞ্চলসমূহে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫১ টি শাখার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। গ্রামের মানুষকে আর্থিক সুরক্ষা দিতে রাজ্যসরকারের এই উদ্যোগে সামিল হল কানাড়া ব্যাঙ্ক। এদিন নবান্নে রাজ্যসচিবালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ এবং শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব সহ কানাড়া ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকরা।

•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিসের 'পূজা গাইড' উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কলকাতা পুলিশ এবং পুজো কমিটিগুলির মধ্যে সমন্বয় গড়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন।
১৫/০৯/২০১৪
•  নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম।
১২/০৯/২০১৪
•  আলুর দাম নিয়ন্ত্রণে আনতে ব্যবসায়ীদের শর্ত সাপেক্ষে ভিন রাজ্যে আলু রফতানির অনুমতি দিল রাজ্য সরকার। এদিন নবান্নে আলুব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বৈঠকে স্থির হয়, আপাতত ওড়িশা, ঝাড়খন্ড এবং অসমে সীমিত পরিমান আলু রফতনি করা যাবে। একই সঙ্গে রাজ্যে আলুর মূল্য সর্বসাধারণের নাগালের মধ্যে রাখতে ব্যবসায়ীরা প্রতিদিন রাজ্যকে সাধারন মানুষের প্রয়োজন অনুযায়ী আলু বিক্রি করবে।
১১/০৯/২০১৪
•   রাজ্যের শিল্পমানচিত্রে আন্তর্জাতিক বিনিয়োগের জোয়ার আনতে বদ্ধপরিকর রাজ্যসরকার। নবান্নে ৫২ জন কনসাল জেনারেল এবং হাই কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যে বিদেশী বিনিয়োগ পরিস্থিতি সুগম করতে এদিন বৈঠকে বিভিন্ন দেশের কনসাল জেনারেল এবং কনস্যুলেট আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠিত হয় । কমিটির নেতৃত্বে রয়েছেন জার্মানির কনসাল জেনারেল রাইনার স্মিডচেন। এ দিন সিঙ্গাপুর সিনার্জি সেন্টারের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ এবং সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সেন্টার। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের দপ্তর থেকেই সেন্টারটি পরিচালিত হবে।

•  নজরুলমঞ্চে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২১ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছিল রামকৃষ্ণ মিশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১০/০৯/২০১৪
•   কিংবদন্তী নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বুধবার রবীন্দ্রসদনে শিল্পীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

•  বেলুড় মঠ পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বেলুড় মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ এবং ওই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। বেলুড়ের মূল মন্দিরে শ্রদ্ধা নিবেদনের পর মাননীয়া মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দের ঘরটিও ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিব।
০৮/০৯/২০১৪
•   বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুচিত্রা মিত্রের নব্বইতম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ‘রবীতীর্থ প্রাক্তনী’ আয়োজিত আইসিসিআর- এ এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এদিন সুচিত্রা মিত্রের নামে কলকাতার একটি রাস্তার নামকরণের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৫/০৯/২০১৪
•  শিক্ষক দিবসের দিন রাজ্যের বিশিষ্ট শিক্ষক এবং সেরা স্কুলগুলিকে সম্মান জ্ঞাপন করল রাজ্যসরকার। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে স্কুল শিক্ষা দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে ১০০ জন শিক্ষককে শিক্ষা রত্ন সম্মানে ভূষিত করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। অনুষ্ঠানে রাজ্যের ৪২ টি স্কুলকে সেরা স্কুলের পুরষ্কারও প্রদান করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী এবং শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ আশিস ব্যানার্জ্জী।
০৪/০৯/২০১৪
•  এই পর্যায়ে উত্তরবঙ্গ সফরের শেষ দিনে প্রস্তাবিত সাফারি পার্কের জন্য নির্ধারিত ডাবগ্রামের সোরেয়া নেচার পার্ক পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ৭০০ একর জমি নিয়ে মাত্র দু বছরের মধ্যে তৈরি হবে এই সাফারি পার্ক। গত ১৭ই জুলাই দার্জিলিং সফরে গিয়ে এই প্রকল্পটির শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই প্রকল্পটি দ্য সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে।
০৩/০৯/২০১৪
•  কালিম্পং-এর রোনাল্ডসে পার্ক গ্রাউন্ডে মায়েল লেয়াঙ্গ লেপচা ডেভলপমেন্ট বোর্ডের তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। লেপচা, তামাং, ভুটিয়া, লিম্বু, মাঙ্গার, শেরপা, নেওয়ার, মুখিয়া, ভুজেল সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার মানুষ এই বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। পাশাপাশি উপভোক্তাদের বিভিন্ন পরিষেবা প্রদান করেন তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রীকে লেপচা সম্প্রদায় ‘কিংচুম ডারমিট’ বা ‘সমৃদ্ধির দেবী’ খেতাবে ভূষিত করেছে।
০২/০৯/২০১৪
•   পশ্চিমবঙ্গের পাহাড়বাসীদের জন্য সুখবর। পাহাড়ের বাসিন্দাদের কাছে প্রশাসনিক পরিষেবা আরও দ্রূত পৌঁছে দিতে দার্জিলিং-এ তৈরি হতে চলেছে মুখ্যমন্ত্রীর দপ্তরের শাখা কার্যালয়। দার্জিলিং সফরের দ্বিতীয় দিনে জিটিএ-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, এতে অন্যান্য পরিষেবার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ পাহাড়বাসীর কাছে পৌঁছনো সহজ হবে। এদিন পাহাড়ে এন এইচ পি সি-র সহযোগিতায় চারটি জলবিদ্যুৎ প্রকল্প এবং কার্শিয়াং-এ পিপিপি মডেলের একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এর পরে মাননীয়া মুখ্যমন্ত্রী পাহাড়ের বিভিন্ন জনজাতির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন।
০১/০৯/২০১৪
•  চার দিনের উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উত্তরকন্যায় পেনশন ডিরেক্টরেটের শাখা কার্যালয়ের উদ্বোধন সহ শিলিগুড়ির ভক্তিনগরের সার্কাস ময়দান থেকে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী বেশ কিছু পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেন। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী কাওয়াখালির বাস্তুচ্যুত পরিবারগুলির হাতে জমির পাট্টা তুলে দেন। পাহাড়ে পর্যটকদের সুবিধার্থে ১০০০টি নন রিফিউজাল ট্যাক্সির পারমিট বিলি করা হয় এদিনের অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পাহাড়ের মানুষের জন্য শিলিগুড়িতে তৈরি হতে চলেছে পাসপোর্ট পরিষেবা কেন্দ্র । উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে কোচবিহার, দুর্গাপুর এবং কলকাতার মধ্যে বিমান পরিষেবা চালু করার কথাও ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এর ফলে উত্তরবঙ্গের শিল্প বিকাশে গতি আসবে, বলে জানান তিনি।