খবর
৩১/০৫/২০১৬
•  মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কলকাতা সফরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত হওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা জানান মাননীয় রাষ্ট্রপতি।
২৮/০৫/২০১৬
•  রাজ্য বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ।
২৭/০৫/২০১৬
•  পশ্চিমবঙ্গবাসীর বিপুল জনাদেশের ভিত্তিতে দ্বিতীয় বারের জন্য কলকাতার রেড রোডে প্রকাশ্য বিশাল জনসমাবেশে মাননীয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন মমতা ব্যানার্জ্জী। এদিন শপথ নেন নতুন মন্ত্রীসভার ৪১ জন সদস্য। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশ-বিদেশের সম্মাননীয় অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন ভূটানের মাননীয় প্রধানমন্ত্রী শেরিং টোগবে, বাংলাদেশের মাননীয় শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, অশোক গজপতি রাজু, বাবুল সুপ্রিয়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, প্রবীণ জাতীয় নেতা ডঃ ফারুক আবদুল্লাহ, লালু প্রসাদ যাদব সহ, কানিমোঝি, থোটা নরসিংহ। ছিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি, জাতীয় এবং রাজ্যস্তরের বিভিন্নসংবাদ মাধ্যমের প্রধান ও সংস্কৃতি, ক্রীড়া এবং বিনোদন জগতের কৃতী ব্যক্তিত্বরা ।

•   নতুন সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠক হল নবান্নে । এদিনের বৈঠক স্থির হয় যে, বিগত ৫ বছরে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন কর্মসূচি চলছিল তাকে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ থাকবে নতুন মন্ত্রীসভার প্রত্যেক সদস্য । সার্বিক উন্নয়নের মাধ্যমে, সুখ –শান্তি- সমৃদ্ধিতে বাংলাকে বিশ্বসেরা করে তোলাই মন্ত্রীসভার মূল উদ্দেশ্য ।