খবর
৩১/০৭/২০১৯
•  সরকারি হাসপাতালগুলিতে সবরকম সুপার স্পেশালিটি পরিষেবা এক ছাতার তলায় আনতে চলেছে রাজ্য সরকার। মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এ ধরনের পরিষেবার সূচনা করা হচ্ছে। বেসরকারি হাসপাতালের তুলনায় অনেক কম খরচে একই রকম উচ্চ মানের চিকিৎসা পাবেন সাধারণ মানুষ।
২৮/০৭/২০১৯
•  এযাবৎ রাজ্যে অপর্যাপ্ত বৃষ্টির কারণে চাষবাসের প্রভূত ক্ষতি হচ্ছে। এ হেন পরিস্থিতিতে রাজ্য কৃষি দফতরকে বিকল্প কৃষিব্যবস্থার উপর জোর দেওয়ার কথা বললেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ইতিমধ্যেই কৃষকদের মধ্যে জল সংরক্ষণ করা ও অপচয় বন্ধ করার উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে।
২৬/০৭/২০১৯
•  মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে উত্তর ২৪ পরগণা জেলার জন্য প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৪/০৭/২০১৯
•  মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•   নজরুল মঞ্চে এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে 'চলচ্চিত্র সম্মান' প্রদান করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তাঁর একান্ত উদ্যোগে ২০১২ সাল থেকে এই পুরষ্কার প্রদান করা শুরু হয়। এক মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিচালিত হয় এই সম্মান প্রদান অনুষ্ঠান। বাংলা চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরষ্কার প্রদান করা হয়।
২০/০৭/২০১৯
•  দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৯/০৭/২০১৯
•  কবি, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৮/০৭/২০১৯
•  এদিন বানতলায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করার পাশাপাশি বিশ্বের অন্যতম ইন্টিগ্রেটেড চর্মনগরী ‘কর্ম দিগন্ত’-এর শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই চর্মনগরীতে চর্মজাত পণ্য, ফুটওয়্যার পার্ক, মাইক্রো ট্যানার হাব, প্রশিক্ষণ কেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা ও সহায়তা কেন্দ্র তৈরি করা হবে।
১৬/০৭/২০১৯
•  গুরু পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৫/০৭/২০১৯
•  স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ প্রদানের নিরিখে দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নাবার্ডের (NABARD) তথ্য অনুযায়ী ৯৭,৫৩৫টি স্বনির্ভর গোষ্ঠীকে ব্যাঙ্ক ঋণ দিয়েছে,পশ্চিমবঙ্গ সরকার যার ফলে বিপুল হারে বেড়েছে কর্মসংস্থান ও আয়। মহিলারাই বেশী উপকৃত বলে জানান তিনি।
১৪/০৭/২০১৯
•  'বন মহোৎসব' উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১২/০৭/২০১৯
•  'জল সংরক্ষণ দিবস' উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মেয়ো রোডের গান্ধী মূর্তি পর্যন্ত একটি পদযাত্রায় অংশগ্রহণ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জলের অপচয় থেকে বিরত থাকার অনুরোধ জানান এদিন তিনি।
১১/০৭/২০১৯
•  নজরুল মঞ্চে বেলতলা গার্লস হাই স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৮/০৭/২০১৯
•  তৃতীয় বর্ষে পড়ল রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ ’ প্রকল্প। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি জানান, রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৭% কমেছে এবং ২৭% দুর্ঘটনা কমেছে। এই উপলক্ষে কলকাতা পুলিশের তরফে সচেতনামূলক বাইক মিছিলের আয়োজন করা হয়।
০৪/০৭/২০১৯
•  কলকাতায় ইস্কন আয়োজিত রথযাত্রার শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি হুগলীর মাহেশের রথযাত্রা উৎসবেও অংশ নেন।
০৩/০৭/২০১৯
•  অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রীসভা। এই সংরক্ষণ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
০২/০৭/২০১৯
•  ২০১৭-১৮ অর্থবর্ষে রাজ্যে তপশিলি জাতির উন্নয়নে জাতীয় স্তর থেকে স্বীকৃতি পেল বাংলা। তপশিলি উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য পশ্চিমবঙ্গের হাতে উঠে এসেছে সেরার শিরোপা। এই সাফল্যের জন্য সকলকে অভিনন্দন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০১/০৭/২০১৯
•  চিকিৎসক দিবস উপলক্ষে এসএসকেএম হাসপাতালে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সম্মানীয় চিকিৎসকদের এদিন তিনি 'বিশিষ্ট চিকিৎসা সম্মান' প্রদান করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের ফার্স্ট লেভেল –১ ট্রমা কেয়ার সেন্টার-এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ডাক্তারদের ভূয়সী প্রশংসা ও তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এদিন তিনি।