খবর
২৬/০৬/২০১৮
•  সর্বাধিক স্কচ(Skoch) পুরস্কার জিতে নজির গড়ল বাংলা । জাতীয় স্তরে প্লাটিনাম পুরস্কার পেল –অর্থ, নগরোন্নয়ন, গ্রামোন্নয়ন, পর্যটন ও সংস্কৃতি দফতর। প্লাটিনাম পুরস্কার পেল – নগরোন্নয়ন দফতর (আসানসোল –দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ই-পরিষেবার জন্য), পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর (জি আই নির্ভর পরিকল্পনা ও পর্যবেক্ষণ, স্কুল-ইউনিফর্ম তৈরি ও সরবরাহ করার ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষমতায়ন), পেনশন অধিদপ্তর (ই-পেনশন পরিষেবা), তথ্য সংস্কৃতি দফতর(লোক প্রসার প্রকল্প)। স্বর্ণ পুরস্কার পেল – বাঁকুড়া জেলা প্রশাসন (অপুষ্টির প্রতিরোধে সাফল্য), তথ্য প্রযুক্তি দফতরের ওয়েবেল ইনফরমেটিকস (বিদ্যালয় স্তরে তথ্য প্রযুক্তিকে পৌঁছে দেওয়ার জন্য), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর (ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টারের কাজ পর্যবেক্ষণ), নগরোন্নয়ন দফতর(কলকাতার সবুজায়ন), পরিবহণ দফতর(গতিধারা প্রকল্প), ক্ষুদ্র কুটির ও বস্ত্র দফতর(প্রতিটি জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পে সহায়তা), পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ( ফিল্ড স্টাফদের জিপিএস নির্ভর ই-অ্যাটেন্ডেন্স), গ্রামবাসীদের সুবিধার্থে ই-অভিযোগ ব্যবস্থাপনা), (আনন্দধারা প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ প্রদান), (গ্রাম বিকাশ প্রকল্প, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার এবং ই-গভর্ন্যান্স দফতর (আর এফ আই ডি নির্ভর ট্যাক্সি ব্যবস্থা), তথ্য প্রযুক্তি দফতরের অন্তর্গত ওয়েবেল ( ‘মাটির কথা’ প্রকল্প)। রৌপ্য পুরস্কার পেয়েছে – পূর্ব বর্ধমান জেলা প্রশাসন (বৃক্ষ পাট্টা), কোচবিহার জেলা প্রশাসন (গ্রামীন জীবিকার উন্নয়ন), দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন (মহিলাদের ক্ষমতায়ন), জলপাইগুড়ি জেলা প্রশাসন ( উদ্ভাবনের মাধ্যমে জীবিকা), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর (অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা), নগরোন্নয়ন দফতর (জয়গাঁও-তে সৌর বাতি স্থাপন), (পুরুলিয়ার সাহেব বাঁধে ইকো ট্যুরিজম প্রকল্প), পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর (পঞ্চায়েতি রাজ তথ্য ব্যবস্থা), জল সম্পদ উন্নয়ন ও অনুসন্ধান (ওয়েবজিস প্রযুক্তিতে ই-প্রকল্প ব্যবস্থাপনা), ক্ষুদ্র কুটির ও বস্ত্র দফতর (মোবাইল অ্যাপ ‘SWAS’- ভিত্তিক পরিষেবা প্রদান)।
২২/০৬/২০১৮
•  চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের সঙ্গে একটি বিনিময় কর্মসূচিতে অংশ নিতে বিদেশ মন্ত্রকের তরফে চলতি বছরের মার্চ মাসে তাঁকে অনুরোধ করা হয়, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। দেশে স্বার্থেই তিনি বিদেশমন্ত্রীর এ প্রস্তাবে সম্মত হন এবং জুনের শেষ সপ্তাহে চীন সফরের সিদ্ধান্ত নেন। চীন ও ভারতের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধি পেলে দু’দেশের স্বার্থই রক্ষিত হবে। সেই মর্মে একটি প্রতিনিধি দল নিয়ে চীনে যাওয়া স্থির হয়। শেষ পর্যায়ে এসে চীনের রাজনৈতিক বৈঠকগুলি হওয়ার বিষয়ে চীন সরকারের তরফে কোনও নিশ্চয়তা পাওয়া যায় নি। এমন পরিস্থিতিতে এই সফর অর্থহীন হয়ে পড়ে। ফলে সফর বাতিল করা ছাড়া উপায় ছিল না বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। তবে, ভবিষ্যতে চীন-ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদী তিনি।
১৯/০৬/২০১৮
•  রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আগামী বছর জানুয়ারি মাস থেকে ১৮ শতাংশ বর্ধিত হারে ডি এ পাচ্ছেন তাঁরা। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরাও এই সুবিধা পাবেন।
১৭/০৬/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নয়াদিল্লীতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেন। এদিনের বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের ন্যায্য বকেয়া অর্থের দাবী তোলেন। এছাড়া তিনি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও কেরালার মাননীয় মুখ্যমন্ত্রীদের সঙ্গে একযোগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন অবিলম্বে দিল্লী সরকার ও লেফটানেন্ট গভর্নর –এর মধ্যে চলা সাংবিধানিক সংকট নিরসনে কেন্দ্র যথাযথ পদক্ষেপ করুক।
১৬/০৬/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কলকাতার রেড রোডে ঈদের নমাজ উপলক্ষে এক সমাবেশে উপস্থিত ছিলেন। রমজানের শেষে খুশীর ঈদের দিনে উপস্থিত সকলকে এবং রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান।
১২/০৬/২০১৮
•  আলিম, ফাজিল ও হাই মাদ্রাসা পরীক্ষা, ২০১৮-র কৃতীদের নবান্নে সংবর্ধনা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়র, শিক্ষক অথবা আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস পদে কাজ করার ইচ্ছাকে সাধুবাদ জানিযান তাঁদের শুভেচ্ছা জানান। ছাত্রছাত্রীদের পাশাপাশি তাঁদের পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদেরও শুচেচ্ছা ও অভিনন্দন জানান।

•   গুরুত্বপূর্ণ দশটি মন্ত্রকে, যুগ্মসচিব পদে সরাসরি বেসরকারি ক্ষেত্রের প্রতিভাবান পেশাদারদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই নিয়োগ নিয়ে বৃহত্তর পর্যালোচনার দাবি করে সামাজিক মাধ্যমে খোলাখুলি আলোচনা করেছেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন যে প্রশাসনিক কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে এই নিয়োগে অনেকে মনে করতে পারেন যে আপত্তিকর কিছু নেই। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রীর মতে, বর্তমানে যে সকল সরকারি উচ্চপদস্থ আধিকারিকেরা কাজ করছেন, তাঁরা ইউপিএসসির মত সংবিধান স্বীকৃত সংস্থার স্বচ্ছ নিয়োগ পদ্ধতির মাধ্যমে নিযুক্ত। কর্মক্ষেত্রে তাঁরা রাজনৈতিকভাবে নিরপেক্ষ বলেই মনে করা হয়। নয়া পদ্ধতিতে যুগ্ম সচিব স্তরে নিয়োগের ক্ষেত্রে সেই আদর্শ থেকে বিচ্যুত হলে তা দেশের স্বার্থের পক্ষে ক্ষতিকর হবে এই বলে মাননীয়া মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন।
১১/০৬/২০১৮
•  বোর্ড পরীক্ষা ২০১৮-র সেরার সেরাদের সংবর্ধনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কৃতীদের হাতে পুরস্কার ও সংশাপত্র তুলে দেন তিনি। ছাত্রছাত্রীদের শিক্ষক ও পরিবারকেও শুভেচ্ছা জানান তিনি।
১০/০৬/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানিয়েছেন যে রাজ্যে পরিকাঠামো উন্নয়নে গতি এসেছে। তিনি বলেন যে ২০১১ সালের তুলনায় ‘প্রকৃত পরিকাঠামো উন্নয়ন’ (physical infrastructure) প্রায় চতুর্গুণ বৃদ্ধি পেয়েছে । সম্প্রতি রাজ্য সরকার ১৮ হাজার কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় বরাদ্দ করেছে। উড়ালপুল, গ্রামীন ও পুর এলাকায় পানীয় জল-সরবরাহ, রাস্তা, সেতু, বিদ্যুৎ প্রকল্প, সাধ্যবিত্তের জন্য আবাসন, সেচ ইত্যাদি। মাননীয়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয়েছে ২৫,৭৫৫ কোটি টাকা ( Capital expenditure ) এই অর্থ ব্যয় করা হবে চলতি আর্থিক বর্ষে। এছাড়া, পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ফলে নিশ্চিত ভাবেই রাজ্যে কর্মসংস্থানের হার বৃদ্ধি পাবে।
০৯/০৬/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন জানান যে রাজ্য সরকারের উদ্যোগে তফশিলি জাতি ও জনজাতির ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চ মানের পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল এন্ট্রান্সের পরীক্ষার প্রস্তুতি পর্বে। মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান মোট ৯৩৯ জন ছাত্রছাত্রী চলতি বছরে প্রশিক্ষণ নিয়েছিল। তারমধ্যে ৩৪৮ জন তফশিলি এবং ৭৬জন জনজাতির ছাত্রছাত্রী ইঞ্জিরিয়ারিং শাখায় উত্তীর্ণ হয়েছে। প্রথম ১০০০ জনের তালিকায় ৯৫ জন এই প্রশিক্ষণ শিবিরের ছাত্রছাত্রী স্থান পেয়েছে। মেডিক্যালের ক্ষেত্রে ১২৫ জন তফশিলি জাতি ও জনজাতির ছাত্রছাত্রী নিট ( NEET) পরীক্ষায় সস্মমানে উত্তীর্ণ হয়ে সরকারী মেডিক্যাল কলেজে ভর্তি হবার যোগ্যতা অর্জন করেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি এদিন ঘোষণা করেন যে আগামী বছরের জন্য সরকারী উদ্যোগে আরও বেশী সংখ্যক ছাত্রছাত্রী যাতে সুযোগ পায় তার ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে আগামী দিনে রাজ্যের অনেক বেশী সংখ্যায় ছাত্রছাত্রী পেশাদারী শিক্ষার অঙ্গনে প্রবেশ করতে পারবে।
০৮/০৬/২০১৮
•  দীর্ঘ তিন বছর প্রতীক্ষার পর বীরভূম জেলার দেওচা পাচামি কয়লাখনিতে খননকার্য চালানোর জন্য কেন্দ্রীয় কয়লামন্ত্রকের অনুমতি পাওয়া গেল। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, ২,১০২ মিলিয়ন টন সংরক্ষণ ক্ষমতাবিশিষ্ট এই খনিটি কয়লা সংরক্ষণে বিশ্বে ২য় স্থানাধিকারী। বীরভূম ও সংলগ্ন জেলাগুলিতে প্রায় এক লক্ষ কর্মসংস্থানের সম্ভবনা রয়েছে এই খনন প্রকল্পে। এছাড়া এই প্রকল্পে প্রায় ১২ হাজার কোটি টাকা লগ্নীর সম্ভবনাও প্রবল, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। শুধুমাত্র বীরভূম বা প্রতিবেশী জেলাগুলিই নয়, সামগ্রিকভাবে গোটা রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে এই প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে। খননের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পরিকাঠামোও তৈরি।

•   উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৭/০৬/২০১৮
•  হাওড়া শরৎসদনে এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন হাওড়া জেলার ঐতিহ্য বহনকারী একটি সংগ্রহশালার উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। হাওড়া অঞ্চলের ৫০০বছর পুরনো ঐতিহাসিক সামগ্রীসহ বহু বিখ্যাত মানুষের ব্যবহৃত সামগ্রী দিয়ে সাজানো হয়েছে এই সংগ্রহশালা। বর্তমান প্রশাসনের সাত বছর পূর্তিতে প্রকাশিত বইটির উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন। এরপর হাওড়া জেলায় উন্নয়নের কাজ খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৬/০৬/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি ছাত্রছাত্রীদের আগামী উজ্জ্বল ভবিষ্যতের সাফল্য কামনা করেন।
০৫/০৬/২০১৮
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন।

•   রাজ্য স্বাস্থ্য দফতর ও বিভিন্ন হাসপাতালের পদস্থ আধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন নবান্ন সভাঘরে এই বৈঠকের আয়োজন করা হয়। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল হকিকতের খোঁজ খবর নেন তিনি। সরকারি স্বাস্থ্য বিভাগে চিকিৎসক নিয়োগের জন্যে ক্যাম্পাস ইন্টারভিউ নেওয়ার পরামর্শ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০১/০৬/২০১৮
•  আলিম, ফাজিল ও হাই মাদ্রাসা পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।