খবর
৩০/১২/২০১৬
•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ‘ স্বাস্থ্য সাথী’ প্রকল্পের শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ‘আশা-কর্মী’, স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্য, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভল্যান্টিয়ার এবং তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে কমপক্ষে ৪৫ লক্ষ পরিবারের সদস্যরা উপকৃত হবেন। স্বাস্থ্য পরিষেবায় বিশেষ অবদানের জন্য এদিন চিকিৎসক এবং নার্সদের ‘স্বাস্থ্য সম্মান’ প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•   নবান্নে বছরের শেষ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের জনবিরোধী নোট বাতিলের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, নোট বাতিলের ফলে কৃষিজীবী, শ্রমজীবী এবং অ-সংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা চরম আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন। রাজ্যগুলির রাজস্ব আদায় কমপক্ষে ২৫ শতাংশ হ্রাসপ্রাপ্ত হয়েছে। এদিন তিনি রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ১০ শতাংশ ডিএ দেওয়ার কথাও ঘোষণা করেন।
২৫/১২/২০১৬
•  প্রতি বছরের মতো এবারও কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রালে ‘ মিড নাইট মাস’-এ অংশ গ্রহণ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা জানান।
২৩/১২/২০১৬
•  রবীন্দ্রসদন চত্বরে দ্বিতীয় বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবের শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত এই উৎসব চলবে মধুসূদন মঞ্চ চত্বরে। লোকশিল্প- সংস্কৃতি এবং হস্তশিল্পকে তুলে ধরা হবে এই উৎসবে।
২১/১২/২০১৬
•  পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শুভসূচনা হল একটি পাওয়ার সাব স্টেশন, কিষাণ বাজার, সৌরশক্তি চালিত সেচ প্রকল্প, সরকারি কার্যালয়, পাকা রাস্তা এবং দীঘায় সিসিটিভি কন্ট্রোল রুমের। এছাড়াও কলেজ, পাওয়ার স্টেশন, পাকা রাস্তা, নদীর পাড় সংস্কার, হোস্টেল এবং শস্য গুদামসহ বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এদিনের অনুষ্ঠানে সবুজসাথী প্রকল্পের আওতায় সাইকেল, গীতাঞ্জলি, শিক্ষাশ্রী, মৎস্যচাষের বিভিন্ন সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি এবং বৃত্তি ও অনুদান প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২০/১২/২০১৬
•  বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। প্রশাসনকে বেআইনি বালি খাদান বন্ধ করার কড়া নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানশেষে তিনি বলেন নোট বাতিলের জেরে ব্যাহত হচ্ছে ১০০ দিনের কাজ। কর্মীরা সময়মতো পারিশ্রমিক পাচ্ছেন না। ১০০ দিনের কাজে মাসে প্রায় ৫,০০০টাকা পাওয়ার কথা এই কর্মীদের। গ্রামীণ অর্থনীতি নির্ভর করে সমবায় ব্যাঙ্কের উপর। সেই ব্যাঙ্কগুলিই যদি টাকা না পায় তবে স্বাভাবিকভাবেই এই দিন-মজুরদের অন্ন সংস্থানের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
১৯/১২/২০১৬
•  বন দপ্তরের নতুন প্রকল্প ‘সবুজশ্রী’ প্রকল্পের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন রায়পুর ব্লকের ফুলকুসমায় একটি সরকারি অনুষ্ঠানে ‘সবুজশ্রী’সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই প্রকল্প অনুযায়ী, প্রত্যেক সদ্যোজাত-এর জন্য একটি করে বহুমূল্য চারাগাছ বরাদ্দ করা করা হবে। প্রাথমিকভাবে ১৫ লক্ষ পরিবার এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। এছাড়া সরকারি ভবন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ভ্রমণ কেন্দ্র, হোস্টেল, সড়ক, সেতু ও পশু চিকিৎসা কেন্দ্র এবং মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার সরকারি হাসপাতালগুলিতে এসএনসিইউ এবং কলকাতার বেশ কয়েকটি হাসপাতালে ওয়াটার এটিএম-এর উদ্বোধন করেন তিনি। এছাড়া সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেতু, খাল সংস্কার, মিনি ইন্ডোর গেম কমপ্লেক্স, সড়ক নির্মাণসহ বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করেন তিনি। পরিষেবা প্রদানের মধ্যে উল্লেখযোগ্য হল সবুজ সাথী ও কন্যাশ্রী প্রকল্পের চেক, সৌর লন্ঠন, ক্রীড়া সামগ্রী এবং কৃষি পাট্টা।
১৬/১২/২০১৬
•  কলকাতার অ্যালেন পার্কে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ষষ্ঠ ‘ক্রিসমাস ফেষ্টিভ্যাল’-এর উদ্বোধন করলেন মাননীয়া মুখমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এই অনুষ্ঠানে ‘গতিধারা’ প্রকল্পের আওতায় পরিবহণ ক্ষেত্রে ১১০০ জন তরুণ উদ্যোগপতিকে সহায়তা প্রদান করা হয়।
১৫/১২/২০১৬
•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৪/১২/২০১৬
•  কলকাতার নজরুল মঞ্চে ‘বাংলা সংগীত মেলা ২০১৬’-র উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ১৫ ডিসেম্বর থেকে ২১ শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই সংগীত মেলা। এবারের উৎসবে অংশ নেবেন পশ্চিমবঙ্গ এবং ভিনরাজ্যসহ মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং বাংলাদেশের কমপক্ষে ১৮০০ জন গায়ক-গায়িকা এবং ৩০০ জন যন্ত্রশিল্পী। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য প্রতিবারের মতো এবারও বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গীত মহাসম্মান এবং সঙ্গীত সম্মান প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এ বছর ‘সঙ্গীত মহাসম্মান’ পেলেন পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত মণিলাল নাগ এবং পণ্ডিত বুধাদিত্য মুখোপাধ্যায়। এছাড়া ইন্দ্রদীপ দাশগুপ্ত, শম্পা কুণ্ডু, নূপুরছন্দা ঘোষ, অদিতি মুন্সি, অমিত দত্ত, বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়, দীপঙ্কর আচার্য্য, পানমনি বেসরা, রঞ্জন জানা, তন্ময় ওনজন, হরেকৃষ্ণ হালদার, সুমন ভট্টাচার্য্য, মণিমালা চিত্রকর, আয়েষা সরকার এবং মা তারা বাউল সংস্থাকে প্রদান করা হল ‘সংগীত সম্মান’। এই প্রথমবার বাংলা সংগীত মেলা কলকাতার পাশাপাশি একই সঙ্গে চলবে উত্তরবঙ্গের কার্সিয়ং, কালিম্পং, দার্জিলিং এবং শিলিগুড়িতে। কলকাতার রবীন্দ্রসদন, রবীন্দ্রসদন মুক্তমঞ্চ, শিশির মঞ্চ, মধুসূদন মঞ্চ, হেদুয়া পার্ক, দেশপ্রিয় পার্ক, ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চ, রবীন্দ্র-ওকাকুরা ভবন এবং মোহরকুঞ্জে চলবে সঙ্গীত মেলা। এদিন সভামঞ্চ থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিধাননগরে নবরূপে সজ্জিত রবীন্দ্র-ওকাকুরা ভবনের শুভ উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১২/১২/২০১৬
•  কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে হঠকারী ও বিবেচনাহীন আখ্যা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি বলেন রাতারাতি এই নোট বাতিলের নির্দেশ, দেশে এক বিরাট অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে যার শিকার প্রায় ৫ কোটি শ্রমিক-কর্মচারী। স্বাধীনতার পর থেকে এ যাবৎ কালে এই রকম অর্থনৈতিক বিপর্যয়ের নজির বিরল। অসংগঠিত ক্ষেত্র এবং ই-কমার্স, চর্ম, পাট, বয়ন, কাচ, বিড়ি, গয়না ব্যবসাসহ ১০০ দিনের কাজে যুক্ত প্রায় ১.২৫ কোটি মানুষ হয় চাকরি খোয়াচ্ছেন অথবা চূড়ান্ত অর্থাভাবে ভুগছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী এও জানান যে, বৃহৎ শিল্পের ক্ষেত্রে কর্মী সংকোচন করার প্রক্রিয়া চলছে যার ফলে অদূর ভবিষ্যতেই কাজ হারাতে চলেছেন বহু কর্মচারী।
০৮/১২/২০১৬
•  নোট বাতিলের হঠকারি সিদ্ধান্তের ফলে দেশে ‘অর্থনৈতিক বিপর্যয়’ নেমে এসেছে। সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হচ্ছে। নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা বললেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, ‘একজন মানুষ’-এর তৈরি করা এই বিপর্যয়ের ফলে দেশের আর্থিক বৃদ্ধি এবং বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
০৬/১২/২০১৬
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রতি সম্মান প্রদর্শন করে এদিন রাজ্য বিধানসভা অধিবেশন মুলতুবি রাখা হল।
০৫/১২/২০১৬
•  সদ্যোজাত- শিশু পাচার রুখতে রাজ্য সরকারের আধিকারিক এবং বিধানসভার সদস্যদের নিয়ে একটি কমিটি গঠনের কথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কমিটির চেয়ারম্যান হবেন পরিষদ বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং আহ্বায়ক হবেন রাজ্যের মুখ্য সচিব। এছাড়াও কমিটিতে থাকছেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং সিপিআই(এম) বিধায়ক সুজন চক্রবর্তী ।

•   পরিকল্পনাবিহীন ভাবে নোট বাতিলের সিদ্ধান্তের ফলে দেশে গত ২১ দিন ধরে দেশে অঘোষিত অর্থনৈতিক জরুরী অবস্থা সৃষ্টি হয়েছে। এদিন রাজ্য বিধানসভায় নোট বাতিল নিয়ে আলোচনার সময় একথা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, ২১ দিনে বারবার নিয়ম পরিবর্তনের ফলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে অবিলম্বে কেন্দ্র পদক্ষেপ না নিলে খাদ্য সমস্যা সৃষ্টি হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, কলকারখানা, চা বাগান, পাট শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক-কর্মচারীরা তাঁদের মজুরী ও বেতন পাচ্ছেন না। একশো দিনের কাজেরও মজুরী দেওয়া যাচ্ছে না। প্রচুর শ্রমদিবস নষ্ট হচ্ছে এবং ব্যাহত হচ্ছে উৎপাদন।

•   প্রয়াত হলেন তামিলনাড়ুর মাননীয়া মুখ্যমন্ত্রী জয়ললিতা। এই জনপ্রিয় নেত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০২/১২/২০১৬
•  আকস্মিকভাবে নোট বাতিল হওয়ায় আর্থিক সংকটে ভুগছে সারা দেশ। নোট বাতিলের ফলে চরম দুরবস্থায় রয়েছেন উত্তরবঙ্গের চা শ্রমিকেরাও। এ প্রসঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মোট ২৮৭ টি চা বাগানের মধ্যে ১১৯ টি বাগানের প্রায় ২.৫ লক্ষ শ্রমিক সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় শোচনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তিনি এও জানান, রাজ্যের সমবায় সংস্থাগুলিও অর্থাভাবে ধুঁকছে। রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে বকেয়া ১২৬১ কোটি টাকার যোগান এখনও পর্যন্ত নেই।
০১/১২/২০১৬
•  ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার পর থেকে সাধারণ মানুষের দুর্ভোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সংগঠিত ও অসংগঠিত উভয় ক্ষেত্রেই বিপুল সমস্যা দেখা দিয়েছে। অপর্যাপ্ত নোট সরবরাহের তীব্র নিন্দা করে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বলেন, প্রতিশ্রুতি দিয়েও কথা রাখছে না রিজার্ভ ব্যাঙ্ক। তিনি বলেন নোট সরবরাহের ক্ষেত্রে অন্যায় ভাবে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এর প্রতিবাদে মাননীয়া মুখ্যমন্ত্রী দাবি করেন, রিজার্ভ ব্যাঙ্ক একটি তালিকা প্রকাশ করে জানাক, কোন রাজ্যকে তারা কত কারেন্সি নোট এদিন পর্যন্ত সরবরাহ করেছে।

•   রাজ্যসরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সেনা নামলো রাজ্যের বিভিন্ন প্রান্তে। এরপর কলকাতা পুলিশের আপত্তি না মেনেই রাজ্যের মুখ্য সচিবালয় নবান্নের কাছে বিদ্যাসাগর টোল প্লাজায় সেনা মোতায়েন করে সেনা কর্তৃপক্ষ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া জলপাইগুড়ি, দার্জিলিং উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলী, কলকাতা, মুর্শিদাবাদ ও বর্ধমানের বিভিন্ন টোল প্লাজায় সেনা মোতায়েন করা হয়।