খবর
২৮/০২/২০১৪
•   প্রখ্যাত নাট্যকার ও শিল্পী গিরিশ চন্দ্র ঘোষের ১৭০তম জন্মবার্ষিকীতে নবান্নে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৭/০২/২০১৪
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নবান্নে দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে টাস্ক ফোর্সের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। এই বৈঠকে তিনি অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন, যারা অকারণে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করে। প্রতি ২ সপ্তাহ অন্তর এই টাস্ক ফোর্সের বৈঠক হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর অফিসাররা কালোবাজারি রুখতে প্রত্যেকটি বাজারে নজরদারি আরও তীক্ষ্ণ করবেন। মাননীয়া মুখ্যমন্ত্রী নিজে নিয়মিত সেই রিপোর্ট দেখবেন। এদিনের বৈঠকে রাজ্যে মৎস্যচাষ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এদিন সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যে 'প্রাণীবন্ধু'-র মতই 'মৎস্যবন্ধু' প্রকল্প চালু করা হবে। মাছের চাষ বৃদ্ধিতে সহায়তার জন্য 'অ্যাকোয়াশপ' তৈরি করা হবে। যেখানে মাছ চাষের প্রয়োজনীয় সবকিছু পাওয়া যাবে। মাছ সংরক্ষণের জন্য বিষাক্ত রাসায়নিক 'ফরম্যালডিহাইড' ব্যবহার রুখতে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে।
২৪/০২/২০১৪
•  ভবানী ভবনে রাজ্য পুলিশের নতুন ডাইরেক্টরেট-এর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এখন থেকে জেলার পুলিশ প্রশাসন ব্যবস্থা ভবানী ভবন থেকেই নিয়ন্ত্রণ করা হবে।
২২/০২/২০১৪
•   দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২০১৪-১৫ সালের মধ্যে রাজ্য সরকার ১৬ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা ধার্য করেছে বলে, মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি রিমোট কন্ট্রোলের সাহায্যে কলকাতা বিমানবন্দরে প্রথম 'বিশ্ব বাংলা' বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন। বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প দেশের ও আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেবে এই বিপণন কেন্দ্র। এছাড়া বাংলার চিরায়ত খাবার, মিষ্টি, চা, ঢেঁকিছাটা চাল, বই এবং শাড়ি সহ বিভিন্ন ধরনের দ্রব্য এই 'বিশ্ব বাংলা' বিপণন কেন্দ্রে পাওয়া যাবে। এদিন রায়দিঘিতে মাননীয়া মুখ্যমন্ত্রী কন্যাশ্রী মেলার উদ্বোধন ও সুন্দরবন কাপের পুরস্কার বিতরণও করেন।
২১/০২/২০১৪
•  আন্তর্জাতিক ভাষাদিবসে নবান্নে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  ১৯৫২ সালে পূর্ব পাকিস্তান বাংলা ভাষার স্বীকৃতির দাবীতে উত্তাল হয়ে ওঠে। পাক সেনাবাহিনীর গুলিতে নিহত ভাষা-শহীদদের স্মরণে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষ প্রতিবাদে মুখর হন। বাংলা ভাষার দাবী পরবর্তীকালে মুক্তিযুদ্ধে পরিণত হয়। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে চিহ্নিত করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কলকাতার দেশপ্রিয় পার্কে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। সকল ভাষার প্রতি তাঁর শ্রদ্ধা প্রকাশ করে তিনি জানান ২১ ফেব্রুয়ারির শহীদদের স্মরণে কলকাতায় একটি শহীদ মিনার তৈরি করার পরিকল্পনা নিয়েছে সরকার।
২০/০২/২০১৪
•  কলকাতার স্কুল অফ ট্রপিকাল মেডিসিন-এ ভারতে প্রথম কর্ডব্লাড ও গর্ভসঞ্চারজনিত অন্যান্য উৎপাদিত জৈববস্তুর সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া সেন্টার অফ এক্সেলেন্স ফর এইচআইভি অ্যান্ড এড্স, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে টেলি অপথ্যালমোলজি ব্যবস্থা, লেডি ডাফরিন হাসপাতালে এসএনসিইউ, এম আর বাঙুর হাসপাতাল ও বেলেঘাটা হাসপাতালে ন্যায্যমূল্যের রোগনির্ণয় কেন্দ্রের ডায়ালিসিস ইউনিট এবং পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নতুন ভবনের উদ্বোধন করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন কোচবিহার, রামপুরহাট, পুরুলিয়া এবং রায়গঞ্জে নতুন চারটি মেডিকেল কলেজ তৈরি হতে চলেছে। এর ফলে রাজ্যে চিকিৎসা বিজ্ঞানের পঠনপাঠনের পরিধি বিস্তৃত হবে। এছাড়া আরও ২৪টি সুপারস্পেশালিটি হাসপাতালের শিলান্যাস করেন তিনি। এই অনুষ্ঠানে জেলাশাসকদের হাতে সিভিল ডিফেন্স রেসকিউ ভেহিকেলের চাবি তুলে দেন।
১৭/০২/২০১৪
•  চলতি রাজ্য বাজেট অধিবেশনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর জবাবী ভাষণে জানান, কৃষিপণ্য উৎপাদনে এ বছর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে রাজ্যে। খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২৩ লক্ষ কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে কিষান ক্রেডিট কার্ড। ১০৭টি নতুন কৃষি বাজার চালু হয়েছে। ১০০ দিনের কাজে লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গেছে রাজ্য। ১০০ দিনের কাজের নিরিখে দেশের মধ্যে বাঁকুড়া জেলা শ্রেষ্ঠ জেলা হিসাবে বিবেচিত হয়েছে। রাজ্যের প্রত্যন্ত জেলাগুলিতে পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। লক্ষাধিক গৃহহীন মানুষকে জমির পাট্টা দেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এর ফলে রাজ্যে আর্থিক বিকাশের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতির খতিয়ান দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্যে উচ্চশিক্ষার পরিসর বৃদ্ধি পেয়েছে। রাজ্যে কন্যা সন্তানদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে এবং 'সুকন্যা' নামে আরও একটি প্রকল্পের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। স্থানীয়ভাবে মহিলাদের মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য ৪টি থানা এলাকায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
১৪/০২/২০১৪
•  বাংলার ঐতিহ্যশালী হস্তশিল্পকে পুণরুজ্জীবনের লক্ষ্যে বিগত বছরের মতো এবারও বর্ধমানের পানাগড়ের বীরুডিহায় মাটি উৎসব শুরু হল। উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মাটি উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাশ্বেতা দেবী ও অভিনেতা প্রসেনজিৎ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ বছর মাটি উৎসবের থিম বা মূল ভাবনা বাংলার চিরায়ত 'ধানের গোলা'। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান সরকারী উদ্যোগে তাঁত শিল্পীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং এখন থেকে তাঁতশিল্পীদের কাছ থেকে সরাসরি উৎপাদিত পণ্য কিনবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে উপকৃত হবেন বাংলার তাঁতশিল্প ও কয়েক লক্ষ তাঁতশিল্পী। বাংলার হস্তশিল্পের বিপুল সম্ভারের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মাটি উৎসব প্রাঙ্গণে থাকছে লোকগানের আসর। মাটি উৎসব চলবে আগামী ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত।

•  অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ রাজ্য চারুকলা উৎসব ২০১৪-এর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এই অনুষ্ঠানে ৮ জন প্রথিতযশা শিল্পীকে 'শিল্পী মহাসম্মান' ও 'শিল্পী সম্মান' পুরস্কার প্রদান করা হয়। 'শিল্পী মহাসম্মান' শিরোপা পেলেন ধীরেন্দ্রনাথ ব্রহ্ম, রবীন্দ্রনাথ মণ্ডল, কার্তিক পাইন, প্রকাশ কর্মকার ও ঊমা সিদ্ধান্ত এবং 'শিল্পী সম্মান' পেলেন সুনীল দে, অশোক ভৌমিক ও অরুণ কুমার চক্রবর্তী। শিল্পী যামিনী রায়ের আঁকা ছবির বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১২/০২/২০১৪
•   জলপাইগুড়ি জেলার মালবাজারে এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন উত্তরবঙ্গবাসীদের সুবিধার্থে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। এর পাশাপাশি তিনি এদিন বেশ কিছু পরিষেবা প্রদান করেন।

•  এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীকে আদিবাসী সমাজের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান 'সিনগি দাই' এবং 'মারাং গোমকে' শিরোপা দিয়ে সম্মাননা জ্ঞাপন করে আদিবাসীদের একটি সামাজিক সংগঠন। আদিবাসী সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, এই বিশেষ সম্মান পেয়ে তিনি অত্যন্ত গর্বিত।
১১/০২/২০১৪
•  উত্তরবঙ্গে নতুন সচিবালয় উত্তরকন্যা-র উদ্বোধনের পর সেখানে মন্ত্রীসভার প্রথম বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ৩১ জন মন্ত্রী এদিন বৈঠকে উপস্থিত ছিলেন। বিধানসভা চালু থাকায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ অন্য মন্ত্রীরা প্রশাসনিক ও বিধানসভার কাজ সামলাতে কলকাতায় ছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান যে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে - উত্তর বঙ্গের কাঁঠালগুড়ি, রেড ব্যাঙ্ক, ডাল মোড়, সুরেন্দ্রনগর ও ঢেকলাপাড়া ৫টি চা বাগানে রেশন দোকান খোলা হবে। গরীব মানুষের জন্য পাওয়া যাবে ২ টাকা কেজি দরে চাল। এছাড়া, পরিবহণ বিভাগে ৩৭১৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে ১৮৫০টি পদে চাকরি পাবেন উত্তরবঙ্গের মানুষ। তিনি আরও জানান যে, উত্তরবঙ্গের জন্য গঠিত হতে চলেছে পৃথক স্বাস্থ্য অধিকার। এছাড়া কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে জমি এবং কয়লা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০/০২/২০১৪
•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর সঙ্গে নবান্নে সৌজন্য সাক্ষাৎকার করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

•  শুরু হল বাংলা সঙ্গীত মেলা ২০১৪। উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সায়েন্স সিটির প্রেক্ষাগৃহে। ১১ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার ৯টি স্থানে অনুষ্ঠিত হবে এ বছরের সঙ্গীত মেলা। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মোহর কুঞ্জ, দেশপ্রিয় পার্ক, প্রিন্সেপ ঘাট, হরিশ পার্ক, হেদুয়া পার্ক, অহিন্দ্র মঞ্চ ও রবীন্দ্র তীর্থে অনুষ্ঠানের পাশাপাশি রবীন্দ্রসদনে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। প্রায় ১২০০ জন শিল্পী অংশ গ্রহণ করছেন এ বছরের সঙ্গীত মেলায়। মেলার উদ্বোধনী মঞ্চ থেকে বাংলা সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের 'সঙ্গীত সম্মান' ও 'সঙ্গীত মহাসম্মান' পুরস্কার দেওয়া হয়। ২০১৪ সালের 'সঙ্গীত মহাসম্মান' প্রাপকেরা হলেন প্রভাতী মুখোপাধ্যায়, তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং অরুণ কুমার ভাদুড়ি। 'সঙ্গীত সম্মান' প্রাপকেরা হলেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী অরিন্দম গাঙ্গুলি, দুর্গা বাউল, অলোক রায়চৌধুরি এবং রূপঙ্কর বাগচি। এই প্রথম, শিল্পী সম্প্রদায়কেও 'সঙ্গীত সম্মান' পুরস্কার প্রদান করা হল। ভাওয়াইয়া গানে সরোজিনী বর্মন ও সম্প্রদায়। বাউল গানে পানমনি বেসরা ও সম্প্রদায় এবং তুলিকা মণ্ডল ও সম্প্রদায়। জনজাতি লোকগানে সোনম শেরিং লেপচা ও সম্প্রদায়। ধামসা বাদ্যে শ্রীমৎ সোরেন ও সম্প্রদায়-কে 'সঙ্গীত সম্মান' পুরস্কার প্রদান করা হয়।
০৯/০২/২০১৪
•   টালিগঞ্জে সিনেমার নির্মাণশালা, ঐতিহ্যশালী টেকনিশিয়ান্স স্টুডিও সেজে উঠল নতুন করে। নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা। টেকনিশিয়ান্স স্টুডিওর অত্যাধুনিক ৬টি ফ্লোর উৎসর্গ করা হল বাংলা সিনেমার ছয় দিকপাল সত্যজিত রায়, ঋত্বিক ঘটক, তপন সিনহা, উত্তম কুমার, সুচিত্রা সেন এবং ঋতুপর্ণ ঘোষের নামে। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, উত্তর ও দক্ষিণবঙ্গে নতুন ২টি ফিল্ম সিটি তৈরি করা হবে।
০৭/০২/২০১৪
•  পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের বার্ষিক অলংকরণ সমারোহ অনুষ্ঠিত হয় নেতাজী ইনডোর স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে কৃতি পুলিশকর্মীদের পুরস্কৃত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সাহসিকতার জন্য চার জন নাগরিককেও পুরস্কৃত করেন তিনি। এদিন নেতাজী ইনডোর স্টেডিয়ামে শহর সৌন্দর্য্যায়ন ও উন্নত নাগরিক পরিষেবা প্রদানের জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন তিনি। এর মধ্যে অন্যতম জিঞ্জিরাবাজার থেকে বাটানগর সংযোগকারী কলকাতার দীর্ঘতম উড়ালপুল।
০৬/০২/২০১৪
•  বারাসতের কাছারি ময়দানে ১৮তম যাত্রা উৎসবের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কাছারি ময়দানে এই উৎসব চলবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া বাগবাজারে ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে ৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রা উৎসব চলবে। পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় এই যাত্রা উৎসবে অংশগ্রহণ করছে রাজ্যের বিভিন্ন প্রান্তের যাত্রাদল। এদিনের অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দুঃস্থ যাত্রাশিল্পীদের পেনশন ৭,০০০টাকা থেকে বাড়িয়ে ৮,০০০টাকা করা হচ্ছে।

•  রাজারহাটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ১০ একর জমির উপর তৈরি হতে চলেছে এই ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে রাজ্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী ২০১৭ সালে ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি কলেজের দু'শো বছর পূর্তি। সেই বছরেই যাতে দ্বিতীয় ক্যাম্পাসে পঠন পাঠনের কাজ শুরু করা যায় সেই লক্ষ্যে এই ক্যাম্পাস তৈরির কাজে গতি আনার নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বিশ্ব শিক্ষা উৎসবের মধ্যে দিয়ে পালিত হবে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠার দ্বিশতবর্ষ, যেখানে অংশ নেবেন বিশ্বের সেরা শিক্ষাবিদরা, এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ডঃ অমর্ত্য সেন এবং অধ্যাপক সুগত বসুর তত্ত্বাবধানে মেন্টর গ্রুপ কাজ করবে।
০৫/০২/২০১৪
•  প্রখ্যাত সঙ্গীতশিল্পী যূথিকা রায়ের জীবনাবসানে শোক জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০২/০২/২০১৪
•  দু'শো বছরে পা রাখলো ভারতীয় জাদুঘর। দ্বিশতবর্ষ পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এছাড়া উপস্থিত ছিলেন মাননীয় রাজ্যপাল এম. কে. নারায়ণনসহ কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী চন্দ্রেশ কুমারী কাটোচ, যোগাযোগ ও তথ্য প্রযুক্তির রাষ্ট্রমন্ত্রী কৃপারানী কিল্লী, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ আলুওয়ালিয়া, বিশিষ্ট ঐতিহাসিক রোমিলা থাপার এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তাঁর ভাষণে মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার ১৬৬টি ঐতিহাসিক এলাকা সংরক্ষণের কাজ শুরু করেছে, এই স্থানগুলিকে ঘিরে পর্যটন সার্কিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া জেলায় জেলায় গ্রামীণ সংগ্রহশালাগুলির সংস্কারের কাজ চলছে।