খবর
৩১/১০/২০১৩
•  মানুষের নিত্যব্যবহার্য সামগ্রী ও সবজির ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে, নবান্নে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী টাস্ক ফোর্সের বৈঠক ডাকলেন। এই বৈঠকে স্থির হয়, যেকোনও মূল্যে ফাটকা মূল্যবৃদ্ধি রুখতে এনফোর্মেন্ট ব্রাঞ্চ ও পুলিশ প্রশাসন যৌথভাবে নজরদারি চালাবে বাজারে বাজারে। এদিন টাস্ক ফোর্সের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, খোলা বাজারে আলুর কালোবাজারি রুখতে দাম নির্দিষ্ট করে দেওয়া হল। এই দিন থেকে আলুর দাম যথাক্রমে (প্রতি কিলো) পাইকিরি ১১ টাকা ও খুচরো ১৩ টাকা বেঁধে দেওয়া হল। কাঁচা সব্জির কালোবাজারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৯/১০/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে নবান্ন-এ 'ভেষজ উদ্ভিদ উৎপাদন ও বিপণন' টাস্ক ফোর্সের বৈঠকে স্থির হয় যে, রাজ্য জুড়ে আয়ুর্বেদিক হাব গড়ে তোলা হবে। এই কাজের জন্য দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জ্জী, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জ্জী এবং ক্ষুদ্র কুটির ও বস্ত্র শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী স্বপন দেবনাথ।
২৮/১০/২০১৩
•  ভগিনী নিবেদিতার ১৪৭তম জন্মদিনে নতুন সচিবালয় নবান্ন-এ তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৬/১০/২০১৩
•  শিলিগুড়ির মাটিগাড়ায় এক সরকারি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এই মঞ্চ থেকে তিনি স্থানীয় মানুষের মধ্যে একাধিক পরিষেবা প্রদান করেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গ পর্যটন শিল্পের উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে এবং অন্যান্য উন্নয়নমূলক বিষয়গুলির পাশাপাশি, উত্তরবঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও যথাযথ ভূমিকা পালন করছে।
২৫/১০/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দার্জিলিং-এ রিচমন্ড হিলে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, মোর্চা নেতৃত্ব জিটিএ-র মাধ্যমে পাহাড়ের উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সম্মত হয়েছে।
২৪/১০/২০১৩
•  কিংবদন্তী সংগীত শিল্পী, মান্না দে-র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে দার্জিলিং-এ ডি এম বাংলোতে একটি শোকসভার আয়োজন করা হয়। শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। মান্না দে তাঁর সুদীর্ঘ সঙ্গীত জীবনে একই সঙ্গে বাংলা, হিন্দিসহ একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে প্রয়াত শিল্পীর বেঙ্গালুরুর বাসভবনে নিজে গিয়ে রাজ্য সরকারের তরফে বিশেষ সঙ্গীত মহাসম্মান প্রদান করেন । এছাড়া তাঁকে বাংলার শ্রেষ্ঠ নাগরিক সম্মান ‘বঙ্গবিভূষণ’ সম্মানেও সম্মানিত করা হয়েছিল।
২৩/১০/২০১৩
•  উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কার্শিয়াং-এ লেপচা উন্নয়ন পর্ষদ-এর সঙ্গে একটি বৈঠক করেন। মুখ্যমন্ত্রী কার্শিয়াং-এ একটি সরকারি অনুষ্ঠানে লেপচা সম্প্রদায়ের ১ হাজার দরিদ্র পরিবারকে, তাঁদের বাসস্থান নির্মাণ বাবদ ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন। এই দিন ঘুম-এ একটি বৌদ্ধ মঠও পরিদর্শন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২২/১০/২০১৩
•  ‘নবান্ন’য় মহাকরণ স্থানান্তকরণের পর এই প্রথম মন্ত্রীসভার বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।

•  দার্জিলিং-এ পাঁচদিনের সফরের প্রথম দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উত্তরবঙ্গের তিন জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন।
২১/১০/২০১৩
•  ‘আজাদ হিন্দ ফৌজ’-এর ৭০ তম প্রতিষ্ঠা বর্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নবান্ন-য় নেতাজি সুভাষ চন্দ্র বসু-র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
১৬/১০/২০১৩
•  পশ্চিমবঙ্গের চারটি জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী গতকাল পশ্চিম মেদিনীপুর পৌঁছান। মুখ্যমন্ত্রী নিজে গোপীবল্লভপুরে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিলি করেন। তিনি বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে ও ক্ষতিগ্রস্থ এলাকার পুণর্গঠনে প্রশাসনিক কর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের সঙ্গে কোন আলোচনা না করেই ঝাড়খণ্ড সরকার এবং ডিভিসি নিজেদের খেয়াল খুশি মতো জল ছেড়েছে। যার ফলে বাংলার মানুষ আজ এই বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়খণ্ডের বন্যা দুর্গত মানুষের প্রতি তাঁর সমবেদনা আছে, প্রয়োজনে তিনি তাঁদের পাশেও আছেন। কিন্তু বাংলার মানুষের কথা না ভেবে ঝাড়খণ্ড সরকার ও ডিভিসি-র এই আচরণে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। এরপর তিনি কোলাঘাটে একটি প্রশাসনিক বৈঠক করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলি ও হাওড়ার উদয়নারায়ণপুরেও যান।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রাজ্যবাসীকে ‘ঈদ উজ জোহা’-র শুভেচ্ছা জানান।
১৫/১০/২০১৩
•  ঘূর্ণিঝড় পিলিনের দাপটে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গত কয়েকদিন প্রবল বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিপাতের মধ্যেই দামোদর ভ্যালে কর্পোরেশন (ডিভিসি)-এর জলাধারগুলি থেকে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ড সরকারের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, রাজ্যের সঙ্গে কোন আলোচনা না করে খেয়াল খুশি মতো জল ছাড়া হয়েছে। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে প্রতিবাদপত্র পাঠান। প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর আগে এই বন্যা পরিস্থিতি সম্পর্কে জরুরী আলোচনার জন্য মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এবং জরুরী ব্যবস্থাপনা ও পরিষেবা বিভাগের মন্ত্রীর সঙ্গে একটি সচিব পর্যায়ের বৈঠক করেন। এরপর বন্যা বিধ্বস্ত জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে মাননীয়া মুখ্যমন্ত্রী দ্রুত পশ্চিম মেদিনীপুরে পৌঁছে যান।
১৪/১০/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রাজ্যবাসীকে শুভ বিজয়া এবং দশেরা-র শুভেচ্ছা জানান।
০৯/১০/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন দক্ষিণ কলকাতার একটি পুজো মন্ডপে উত্তরপ্রদেশের বৃন্দাবনের দীর্ঘদিনের বাসিন্দা পশ্চিমবঙ্গের ৫০ জন বৃদ্ধার সঙ্গে দেখা করেন। এই ৫০ জন বৃদ্ধা কলকাতার একটি পুজোয় অংশগ্রহণ করতেই এবছর শহরে আসেন। মুখ্যমন্ত্রী নিজে তাঁদের হাতে শাড়ি তুলে দেন এবং কিছুক্ষণ সময় কাটান তাঁদের সঙ্গে। মাননীয়া মুখ্যমন্ত্রীকে বৃন্দাবন থেকে আনা কৃষ্ণ মূর্তি এবং ভগবত্‌ গীতা উপহার তুলে দেন বৃদ্ধারা। মুখ্যমন্ত্রী বৃন্দাবনের এই বৃদ্ধাদের আশ্বাস দেন, যদি তাঁরা পশ্চিমবঙ্গে ফিরতে চান, তাহলে তাঁদের পুনর্বাসনের জন্য তিনি যথোপযুক্ত সাহায্য করবেন।
০৩/১০/২০১৩
•  নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শ্রম দফতর আয়োজিত একটি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যুবশ্রী প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় ১ লক্ষ বেকার যুবককে মাসে ১,৫০০ টাকা করে বেকারভাতা দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে কিছু যুবককে এ দিন বেকারভাতার চেক তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্য শ্রম দফতর, উপভোক্তাদের এই তালিকা তৈরি করেছে বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি এবং উপভোক্তাদের নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে। চাকরি পাওয়ার জন্য নিজেদের উপযোগী করে তুলতে এই ভাতা তাঁরা পেশাদারী প্রশিক্ষণের কাজে লাগাতে পারবেন।
০১/১০/২০১৩
•  সারদা গোষ্ঠীর ভুয়ো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে টাকা রেখে প্রতারিত ব্যক্তিদের মধ্যে ৯২৯ জনের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী । গত ৩০ সেপ্টেম্বর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রথম দফায় কিছু ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন কমিশন দ্বারা সুপারিশ করা হয়েছে এরকম প্রার্থীরাই ক্ষতিপূরণ পেয়েছেন। প্রতারিত বিনিয়োগকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করতে এই কমিশন গঠন করেছে রাজ্য সরকার।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল নারী উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর। আধুনিক প্রক্রিয়ায় বৈদ্যুতিন মাধ্যমে ১০,০০০ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো হয়। কন্যাশ্রী প্রকল্পটিকে বাস্তবায়িত করতে রাজ্য সরকারকে সহায়তা করেছে ইউনিসেফ। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ইউনিসেফ-এর প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সমস্ত মানুষের উদ্দেশ্যে তিনি জানান, সরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ২৪ লক্ষ ছাত্রীকে এই প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের ব্যয় বরাদ্দ হয়েছে ১০০০ কোটি টাকা। কন্যাশ্রী প্রকল্পের প্রচারে বিনা পারিশ্রমিকে কাজ করায় এ দিন বাংলা চলচ্চিত্র জগতের তারকাদের আন্তরিক ধন্যবাদ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।