খবর
৩১/০৩/২০১৩
•  কিংদবদন্তি সঙ্গীতশিল্পী সনৎ সিংহ-এর প্রয়াণে শোকজ্ঞাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।

•  খ্রিস্টান ধর্মাবলম্বীসহ রাজ্যবাসীকে ইস্টারের শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৯/০৩/২০১৩
•  শান্তি ও সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক বিশ্ব, এই মর্মে - গুড ফ্রাইডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীসহ রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৭/০৩/২০১৩
•  রঙের উৎসব, প্রাণের উৎসব দোল উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি আশাপ্রকাশ করেন এই উৎসব রাজ্যে শান্তি ও সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করবে।
২৬/০৩/২০১৩
•  নজরুল মঞ্চে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি ও কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট আয়োজিত 'বসন্ত উৎসব'-এ যোগ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র, বনশ্রী সেনগুপ্ত, নচিকেতা চক্রবর্তী প্রমুখ।
২৫/০৩/২০১৩
•  দেশী বিদেশী চলচ্চিত্র নির্মাতাদের কাছে রাজ্যকে আউটডোর শ্যুটিং-এর জন্য আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মহাকরণে চিত্রপরিচালক গৌতম ঘোষ এবং অভিনেতা ও প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন।
২৪/০৩/২০১৩
•  হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তী সঙ্গীতশিল্পী সনৎ সিংহ-এর চিকিৎসার যাবতীয় দায়িত্বভার নেবে রাজ্য সরকার, জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৩/০৩/২০১৩
•  মহাকরণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী শহীদ ভগত সিং-এর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
২২/০৩/২০১৩
•  দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বাসন্তী মোড়, নোনাডাঙ্গা ও সোনারপুরে ৩টি অগ্নি নির্বাপন কেন্দ্র এবং ভাঙ্গর- কাটা খাল সেতুর শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এ ছাড়া তিনি ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নানা সুবিধাযুক্ত ২টি আশ্রয় কেন্দ্র ও বারুইপুরে একটি উড়ালপুলের উদ্বোধন করেন। এর পাশাপাশি তিনি সাধারণ মানুষের মধ্যে কিছু পরিষেবাও প্রদান করেন।
২১/০৩/২০১৩
•  সুলভ খাদ্যশস্য প্রকল্পের আওতায় দরিদ্র শ্রেণীর মানুষের জন্য ২ টাকা দরে চাল বণ্টন বন্ধ করার প্রতিবাদে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠাল রাজ্য সরকার।

•   কলকাতার ই এম বাইপাসের ধাপায় দুষ্কৃতীদের হাতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নিহতের পরিবারের একজনের চাকরি ও ২ লক্ষ টাকা অনুদানের কথা ঘোষণা করেন তিনি।
২০/০৩/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বাঁকুড়ার ঝিলিমিলির কারাপাড়া ময়দানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। এই দিন মাননীয়া মুখ্যমন্ত্রী খাতরা স্পোর্টস কমপ্লেক্স-এর হোস্টেল, চারটি ছাত্রীনিবাস এবং প্রাকৃতিক তন্তু মিশন কেন্দ্রের শিলান্যাস করেন। একই সঙ্গে তিনি তিনটি গার্লস হস্টেলেরও উদ্বোধন করেন। এ দিনের অনুষ্ঠানে পাট্টা, কিষান ক্রেডিট কার্ডসহ বিভিন্ন পরিষেবা প্রদান করেন তিনি। রাণীবাঁধ ব্লকে একটি নতুন কলেজ গড়ে তোলার পরিকল্পনার কথাও ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৯/০৩/২০১৩
•  জঙ্গলমহল সফরের দ্বিতীয় দিন ঝাড়গ্রামের বিনপুরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন। যেমন পশ্চিম মেদিনীপুর জেলায় দাঁতন ব্লক ২-এ কলেজ, মেদিনীপুর সদরে সাধারণ পরিষেবা কেন্দ্র, ঝাড়গ্রাম ও বিনপুর ব্লক ২-এ কিষান মান্ডি। পূর্ব মেদিনীপুরে শহীদ মাতঙ্গিনী মহিলা কলেজ, মায়াচরে কংক্রিট সেতু, স্কুলের জন্য নতুন বাড়ি, ১০টি নলবাহিত জলপ্রকল্প, দীঘার সমুদ্র সৈকতের উন্নয়ন, হিজলি ক্যানেলের নবরূপায়ন ও ৪টি পাকা সেতু হলদিয়ায় মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় ক্যাম্পাস, রামনগর ক্যানেলের উপর সেতু এবং আমদাবাদে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস করেন। ওই একই অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার ৪টি নলবাহিত জলপ্রকল্প, ৫টি ছাত্রীনিবাস এবং বেলপাহাড়ীতে একটি আই টি আই নির্মানের কথা ঘোষণা করেন। এ ছাড়া ‘নিজ ভূমি-নিজ গৃহ’ ও গীতাঞ্জলি প্রকল্পের আওতায় গৃহহীনদের পাট্টাপ্রদান করেন তিনি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রীদের সাইকেল প্রদান এবং কিষাণ ক্রেডিট কার্ডসহ অন্যান্য পরিষেবা প্রদান করা হয়।
১৮/০৩/২০১৩
•  রাজ্যে হেলিকপ্টার পরিবহণ ব্যবস্থা চালু করার বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পবনহংস লিমিটেডের মউ (মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) চুক্তি হল।

•   জঙ্গলমহলের উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর তিন দিনের সফর শুরু । মেদিনীপুর পৌঁছে ঝাড়গ্রাম রাজবাড়িতে রাত্রিবাস করেন তিনি। সন্ধেয় একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন জেলাশাসক ও পদস্থ জেলা আধিকারিকদের সঙ্গে।
১৬/০৩/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মহাকরণের অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগে ৮ টি ফায়ার ইঞ্জিনের উদ্বোধন করেন।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে মহাকরণে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।

•   কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী একটি ন্যায্যমূল্যের ওষুধের দোকানের উদ্বোধন করেন।
১৫/০৩/২০১৩
•  টাউন হলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলকাতা পুরসভা আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে কলকাতার বাগবাজারে অবস্থিত ভগিনী নিবেদিতার স্মৃতিবিজরিত বাড়ির চাবি রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দেওয়া হয়। সম্প্রতি নিবেদিতার এই বাড়ি রাজ্যসরকার অধিগ্রহণ করেছিল।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রীদের সঙ্গে রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে একটি বৈঠক করেন।
১৪/০৩/২০১৩
•  এসএসকেএম হাসপাতালে ঝটিকা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সরকারি নিয়ম মোতাবেক চিকিৎসকরা ওষুধের জেনেরিক নাম লিখছেন কিনা তা খতিয়ে দেখেন তিনি। হাসপাতাল সুপার ও অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন তীব্র ভাষায় তিনি জানিয়ে দেন যে চিকিৎসকরা সরকারি নিয়ম মানবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।
১৩/০৩/২০১৩
•  জলপাইগুড়ির চালসায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনদিনের উত্তরবঙ্গ সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মেটেলিতে একটি জনসভা করেন। তিনি ময়নাগুড়ি ও ফালাকাটায় দমকল কেন্দ্রের উদ্বোধন এবং মেটেলিতে আই টি আই ও দুটি জলসেচ প্রকল্পের শিলান্যাসও করেন। তীরন্দাজি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী । মাননীয়া মুখ্যমন্ত্রী জানান ন্যাশনাল ফাইবার মিশন-এর অন্তর্ভুক্ত প্রায় ১২৫ টি ক্ষুদ্র শিল্প প্রকল্প রাজ্যে আসতে চলেছে যা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বাঁশ, পাট শিল্পের প্রসারে এবং কর্ম সংস্থানে সাহায্য করবে। এছাড়াও রাজগঞ্জে একটি প্লাস্টিক প্রক্রিয়াকরণ কেন্দ্র ও ফালাকাটায় একটি শিল্পতালুক গড়ে তোলার কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি, মাল ও ফালাকাটায় তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ক্যানসার রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ২০১৩-র উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানান।
১২/০৩/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর তিনদিনের জেলা সফরে উত্তরবঙ্গ পৌঁছে পাহাড়বাসীকে শান্তি ও উন্নয়নের পথে চলার জন্য অভিনন্দন জানান। তিনি দার্জিলিং জেলার মংপং-এ নিজে পথে নেমে উন্নয়নের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

•   প্রখ্যাত চিত্রশিল্পী গনেশ পাইন-এর প্রয়াণে মাননীয়া মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করে জানান বাংলার শিল্প জগতে এক অপূরণীয় ক্ষতি হল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের স্ত্রী ও প্রাক্তন সাংসদ শ্রীমতি মায়া রায়-এর প্রয়াণে মাননীয়া মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।
১১/০৩/২০১৩
•  বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট, ২০১৩। এই অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নে বহু ক্ষেত্রেই রাজ্য, জাতীয় স্তরের থেকে এগিয়ে রয়েছে।
১০/০৩/২০১৩
•  প্রাক্তন রাজ্যপাল শ্রী বীরেন জে শাহ-এর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৯/০৩/২০১৩
•  টাউনহলে আয়োজিত একটি অনুষ্ঠানে দমকল দফতরের আধিকারিকদের প্রশংসনীয় কাজের জন্য সংবর্ধনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৮/০৩/২০১৩
•  আন্তর্জাতিক নারীদিবসে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বিশ্বের নারীসমাজের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও সম্মান জানান।
০৬/০৩/২০১৩
•  মহাকরণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ঘোষণা করেন যে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যসরকার তপশিলি জাতি ও জনজাতি এবং অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আসন সংরক্ষণের বিল পাশ করতে চলেছে। মন্ত্রীসভার বৈঠকে পশ্চিমবঙ্গ লোক পরিষেবা বিলটি অনুমোদন করা হয়েছে। জন্ম বা মৃত্যুর শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড এবং বি পি এল কার্ড ইত্যাদি পরিষেবা আরও উন্নত হবে এই বিলটি বিধানসভায় পাশ হলে। আন্তর্জাতিক নারীদিবসে রাজ্যসরকার আরও একটি প্রকল্প চালু করতে চলেছে কন্যাসন্তানদের উন্নতি কল্পে, যার নাম কন্যাশ্রী প্রকল্প। মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যে সকল পরিবারের বার্র্ষিক আয় ৫০০০০টাকা বা তার কম সে সকল পরিবারের কন্যা সন্তানদের অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বার্ষিক ৫০০টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে এবং ১৮ বছর বয়সে তাঁদের এককালীন ২৫০০০ টাকা দেওয়া হবে।
০৪/০৩/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী প্রখ্যাত সঙ্গীত শিল্পী পূর্ণিমা চৌধুরীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং প্রয়াত শিল্পীকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে সরকারি হাসপাতালগুলিতে ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে। এই উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। কলকাতাসহ রাজ্যে মোট ২৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু করা হয়েছে। বিভিন্ন রাজ্য হাসপাতাল, জেলা ও মহকুমা হাসপাতালে এই ন্যায্য মূল্যের ওষুধের দোকানের সুবিধা পাওয়া যাচ্ছে।
০২/০৩/২০১৩
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কলকাতার টাউনহলে রাজ্যের খাদ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে তাঁদের কাজের খতিয়ান নেন। এই সভায় প্রায় ১৬২ জন কৃষককে তিনি ৪৫ লক্ষ টাকা অনুদান দেন।