খবর
২৭/০৪/২০১৭
•  আজ আলিপুরদুয়ার জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ফলাকাটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগ, বীরপাড়া জেনারেল হাসপাতালে এসএনসিইউ, জয়গাঁতে দ্বিতীয় ভুটান প্রবেশদ্বার, ফালাকাটা পুলিশ স্টেশনে নতুন প্রশাসনিক ভবন, কর্ম তীর্থ, স্কুল, রাস্তা, ব্রিজ, হোম স্টে, স্বাস্থ্য পরিষেবা সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পাওয়ার সাব স্টেশন, প্রশাসনিক ভবন, ফায়ার স্টেশন, জয়গাঁতে বাস টার্মিনাস, স্কুল, রাস্তা, ইকো ট্যুরিজম প্রজেক্ট সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন মাননীয়া মুখ্যমন্ত্রী । এছাড়া কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন পরিষেবাও প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৬/০৪/২০১৭
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী আজ আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠক করেন।
২৫/০৪/২০১৭
•  আজ কোচবিহারের চকচকাতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সভামঞ্চ থেকে মানুষকে পরিষেবা প্রদান করা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী আজ কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের শিলান্যাস করেন। এছাড়াও পুলিশ স্টেশন, স্বাস্থ্যকেন্দ্র, রাস্তা, হোস্টেল, ব্রিজ, স্টেডিয়াম, বাস টার্মিনাস সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আজকের এই সভা থেকে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, বিভিন্ন কৃষি যন্ত্রপাতিসহ বেশ কিছু পরিষেবা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৪/০৪/২০১৭
•  আজ উত্তরবঙ্গ সফর শুরু করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কোচবিহার-এ পৌঁছে জেলার প্রশাসনিক বৈঠক করলেন তিনি।
২১/০৪/২০১৭
•  আজ আলিপুরে ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২০০০ আসন বিশিষ্ট এই ৫ তলা মুক্তমঞ্চটি পূর্ত দপ্তরের ‘ধনধান্য’ প্রকল্পের অন্তর্গত। ‘উত্তীর্ণ’ তে থাকছে একটি স্টেজ, গ্রীন রুম, ব্যাংকোয়েট হল, কনফারেন্স রুম, মিডিয়া সেন্টার, ক্যাফেটেরিয়া, ফুড কোর্ট ও অন্যান্য পরিষেবা। আজ ‘উত্তীর্ণ’ তে রাজ্য সরকার সিভিল সার্ভিস দিবস উদযাপন করে। রাজ্যে এই প্রথমবারের জন্য পালিত হল সিভিল সার্ভিস দিবস। ‘উত্তীর্ণ' স্টেডিয়ামটি, রাজ্যের অ-সামরিক প্রতিষ্ঠানকে উৎসর্গ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পশ্চিমবঙ্গ ও বঙ্গবাসীর প্রতি অসামরিক কর্মীদের অবদানের স্বীকৃতি হিসাবে এই উৎসর্গীকরণ। এই অনুষ্ঠানে, মাননীয়া মুখ্যমন্ত্রী সারা বিশ্বের অসামরিক কর্মী ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
১৭/০৪/২০১৭
•  অনলাইন ই-পেনশন ব্যবস্থার মাধ্যমে উপকৃত হতে চলেছেন প্রায় ৪ লক্ষ শিক্ষাকর্মী। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অবসরকালীন পরিষেবার সুব্যবস্থা করতে রাজ্য সরকারের এই পরিকল্পনা। বিভিন্ন স্তরের আধিকারিকদের দ্বারা এই প্রক্রিয়ায় এখন প্রায় ২-৩ বছর সময় লেগে যায় পেনশন চালু হতে। এই অনলাইন ই-পেনশন পোর্টালের দ্বারা শিক্ষাকর্মীরা অবসরকালীন যাবতীয় সুবিধা পাবেন অনেক কম সময়ে এবং আরও স্বচ্ছতার সঙ্গে। এখন থেকে অবসরের দিনই গ্র্যাচুইটির পুরো টাকা পাওয়া যাবে এবং অবসরের পরের মাস থেকেই চালু হয়ে যাবে পেনশন, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জে।
১৪/০৪/২০১৭
•  সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৩/০৪/২০১৭
•  আজ মুর্শিদাবাদের ডোমকলে একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৬০ মেগাওয়াটের চতুর্থ ইউনিট সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জঙ্গিপুরে নার্সিং ট্রেনিং স্কুল, কুলি মোড় থেকে মোড়গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার, ডোমকলে পুরভবন নির্মাণ, জেলা পরিষদের ১৩৬ কিলোমিটার রাস্তা, নওদার আমতলায় জলঙ্গি নদীর উপর সেতু নির্মাণ, ডোমকলে গোরস্থানে সীমানাপ্রাচীর দেওয়া, শ্মশানে বৈদ্যুতিন চুল্লিসহ প্রায় ১৭০টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এছাড়া বেশ কিছু গ্রামীণ রাস্তা, পানীয় জল প্রকল্প, কর্মতীর্থ, স্কুল সহ প্রায় ৭৫টি প্রকল্পের উদ্বোধনও করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর সাইকেল, প্রাণী মিত্র, গীতাঞ্জলী, শিল্পীদের ক্রেডিট কার্ড, ট্রাক্টর, কৃষি যন্ত্রপাতিসহ আরও অনেক সুযোগ সুবিধা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১২/০৪/২০১৭
•  ভারত সরকার কর্তৃক আবারও কৃষিদক্ষতার স্বীকৃতি পেল এ রাজ্য। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান, এই নিয়ে পাঁচবার ‘কৃষি কর্মণ’ সম্মানে ভূষিত হল বাংলা। ২০১৫-১৬ বর্ষের বিধ্বংসী বন্যার ক্ষয়ক্ষতি সামলেও দানাশস্য উৎপাদনে নজির সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ।
১০/০৪/২০১৭
•  বাংলার বিভিন্ন আর্থিক দাবিদাওয়া নিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিগত বাম সরকারের বিপুল অঙ্কের ঋণ শোধ করতে হচ্ছে রাজ্যকে। তার উপরে বেশ কিছু প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অনেক প্রকল্পে কমেছে কেন্দ্রীয় বরাদ্দ। প্রায় আধ ঘণ্টাব্যাপী বৈঠকের পর মাননীয়া মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বাংলার বিপুল ঋণের বোঝার পাশাপাশি বিভিন্ন প্রকল্পে বরাদ্দের কথাও উঠে এসেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রায় ১০,৪৫৯ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র, তার একটি তালিকা এবং সেইসঙ্গে বকেয়াজনিত সমস্যার কথাও তুলে ধরেন তিনি প্রধানমন্ত্রীর কাছে। রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সুনিশ্চিত করার আবেদন জানান এদিন, মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৮/০৪/২০১৭
•  দুই বাংলার মৈত্রীর সম্পর্কে আজ যুক্ত হল এক নতুন মাইলফলক। চালু হল কলকাতা – খুলনা – ঢাকা বাস পরিষেবা। পরীক্ষামূলক ভাবে শুরু হল কলকাতা – খুলনা ট্রেন চলাচল। স্থাপিত হল রাধিকাপুর - বিরল রেল যোগাযোগ। ঐতিহাসিক এই মুহুর্তটির সাক্ষী থাকলেন বাংলাদেশের মাননীয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনা, ভারতের মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আগাম বাংলার নববর্ষের শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে বাংলাদেশের মাননীয়া প্রধান মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৭/০৪/২০১৭
•  আজ ২৩ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল বর্ধমান। আসানসোলের একটি জনসভা থেকে ‘পশ্চিম বর্ধমান’কে নতুন জেলা হিসেবে ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। আসানসোল ও দুর্গাপুরকে নিয়ে তৈরী এই নতুন জেলা ‘পশ্চিম বর্ধমান’। এছাড়া মিষ্টি হাব সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এদিন ৩৪টি প্রকল্পের উদ্বোধন এবং ৪৮টি প্রকল্পের শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক আটতলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবনের শিলান্যাস করার পাশাপাশি জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতে নানা সরকারি প্রকল্পের পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী।

•   জেলা সফর শেষে দিল্লীর উদ্দেশ্যে রওনা হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। দিল্লী পৌঁছে বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। দিল্লী সফরকালে, ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতির ডাকা নৈশভোজেও যোগ দেবেন তিনি।
০৬/০৪/২০১৭
•  ঝালদা ও মানবাজারকে পুরুলিয়া জেলার মহকুমা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন বেলকুড়ি হাট ময়দানে একটি জনসভায় এই ঘোষণা করেন তিনি। এদিন পুরুলিয়ায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া জঙ্গলমহলে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ২০ শয্যার একটি এসএনসিইউ-এর উদ্বোধন করেন তিনি। এদিনের সভামঞ্চ থেকে কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রী ও সবুজ সাথীসহ বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন কয়েকজন সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী জানান পুরুলিয়ায় মাহাতো গোষ্ঠীর জন্য কেন্দ্রীয় কার্যালয়সহ সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মাহাতো ও কুর্মীদের ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণ ও প্রচারের দায়িত্ব থাকবে এই প্রতিষ্ঠানের উপর।
০৫/০৪/২০১৭
•  জেলা সফরের তৃতীয় দিনে বাঁকুড়ার শুনুকপাহাড়ী মাঠে একটি জনসভা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের সভা থেকে সড়ক, সেতু, চেক ড্যাম, হোস্টেল, বস্ত্র উন্নয়ন প্রকল্পসহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এর পাশাপাশি, আইটিআই, বাস টার্মিনাস, সড়ক, ইকো-ট্যুরিজম, কৃষি, সরকারী বাসভবনসহ বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করেন। এছাড়া কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী ও শিক্ষাশ্রী, যন্ত্রপাতি ও ঋণসহ বেশ কিছু সরকারী পরিষেবা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৪/০৪/২০১৭
•  রাজ্যের মানচিত্রে নতুন সংযোজন ঝাড়গ্রাম জেলা। এদিন ঝাড়্গ্রামের রাজ কলেজ প্রাঙ্গণে ঝাড়্গ্রামকে রাজ্যের ২২তম জেলা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রসঙ্গত, বলা যায়, একদা উগ্রবাদী প্রভাবিত এই অঞ্চলটি ২০১১ সাল থেকে শান্তি ও উন্নয়নের মডেল হিসাবে বিবেচিত হয়। সরকারি সহায়তায় স্কুল-কলেজ-হাসপাতাল, গৃহ-রাস্তাঘাট-সেতু নির্মাণ, বিদ্যুৎ, জল সংরক্ষণ, খাদ্য সুরক্ষা, কর্ম সংস্থান, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, ভাষা, সংস্কৃতি – সকল ক্ষেত্রেই উৎকর্ষতা লাভ করেছে ঝাড়গ্রাম।
০৩/০৪/২০১৭
•  হাওড়ার ডুমুরজোলা থেকে বেশ কয়েকটি হেলিপ্যাডের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, জয়গাঁও, চালসা, বালুরঘাট, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিনিকেতন, বাঁকুড়া, ছররা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দীঘা, হলদিয়া, আরামবাগ, চুঁচুড়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, সাগর, ডুমুরজোলা ও বেহালায় নির্মিত হয়েছে এই হেলিপ্যাডগুলি। এছাড়া ফালাকাটা ও মুকুটমণিপুরে হেলিপ্যাড তৈরীর কাজ শেষের পথে।

•   পশ্চিম মেদিনীপুরের রেলশহর খড়গপু্রের কলেজ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জেলার আর্থিক উন্নতির লক্ষ্যে এবং সাধারণ মানুষের সুবিধার্থে পাওয়ার সাব স্টেশন, সড়ক প্রকল্প, বিভিন্ন কৃষি প্রকল্পসহ একাধিক জল সরবরাহ প্রকল্প, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়স্থলসহ আরও অনেক জনকল্যাণকারী প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। খড়্গপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে বেলদা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাসও করেন তিনি। এছাড়া কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর সাইকেল, প্রাণী মিত্র, গীতাঞ্জলী, শিল্পীদের ক্রেডিট কার্ড, ট্রাক্টর, কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য পরিষেবা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।