অনুষ্ঠান
২৪/০৭/২০১৮
‘মহানায়ক উত্তমকুমার স্মরণে’ - ২০১৮
•  বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রদান করা হল ‘মহানায়ক উত্তমকুমার স্মরণে’ অনুষ্ঠানে। এদিন কলকাতার নজরুল মঞ্চে এই সম্মান প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মঞ্চে প্রথমেই নজর কেড়ে নিল দুই শিশুশিল্পী নুর ইসলাম ও সামিউল আলম। মানস মুকুল পালের পরিচালনায় ‘সহজ পাঠের গপ্পো’ ছবিতে অভিনয়ের জন্যে এই দুই অভিনেতার হাতে সেরা শিশুশিল্পীর পুরস্কার তুলে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর সেই ছবির পরিচালক মানসমুকুল পাল পেলেন সেরা পরিচালকের সম্মান। আর মহানায়ক সম্মান পেলেন পরান বন্দ্যোপাধ্যায়। মহানায়িকা সম্মান পেলেন অপর্ণা সেন। সেরা চিত্রগ্রাহক হলেন শীর্ষ রায়। আর বছরের সেরা চিত্রনাট্যকারের সম্মান পেলেন কৌশিক গাঙ্গুলি তাঁর ‘বিসর্জন’ ছবির জন্যে। সিনেমার একটা গুরুত্বপূর্ণ অংশ সঙ্গীত পরিচালনা। বছরের সেরা সঙ্গীত পরিচালকের সম্মান পেলেন - অনুপম রায় ‘প্রজাপতি বিস্কুট’ ছবির জন্যে আর জিৎ গাঙ্গুলি ‘চ্যাম্প’ ছবির জন্যে। সেরা প্রযোজকের সম্মান পেল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এস ভি এফের হয়ে সেই সম্মান গ্রহণ করলেন শ্রীকান্ত মোহতা। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘বিসর্জন’ ছবিতে নাসির আলির চরিত্রে অভিনয়ের জন্যে সেরা অভিনেতার সম্মান পেলেন আবির চট্টোপাধ্যায় আর ‘ধনঞ্জয়’ ছবিতে উকিলের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিমি চক্রবর্তী। সম্মান প্রদানের পর ছিল প্রতিষ্ঠিত শিল্পীদের কণ্ঠে উত্তমকুমার অভিনীত ছবির বিখ্যাত গান।