অনুষ্ঠান
০৫/০৯/২০১৭
শিক্ষক দিবস - ২০১৭
•  শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্যের বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের হাতে ‘শিক্ষা রত্ন’ পুরস্কার তুলে দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শিক্ষক দিবস উপলক্ষে এদিন কোলকাতার নজরুল মঞ্চে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুরস্কৃত করা হয় শ্রেষ্ঠ স্কুলকেও । শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এলেন রাজ্যের সকল শিক্ষক-শিক্ষিকারা। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান বিগত দিনে রাজ্যের ৪০ লক্ষ ছেলেকে সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে, এবছরে আরও ৩০ লক্ষ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান যে আর্থিক সঙ্কুলান হলে আগামী আর্থিক বর্ষ থেকে অষ্টম শ্রেণীকে এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।