অনুষ্ঠান
১১/১১/২০১৬
২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
•  শুরু হল ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মুম্বই চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক অমিতাভ বচ্চন। এছাড়াও জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, পরিনীতি চোপড়া। বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। দেশ বিদেশের বিশিষ্ট অতিথিবর্গ বর্গ এবং চলচ্চিত্র অনুরাগীদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল এদিনের অনুষ্ঠান। কলকাতার ১৩টি প্রেক্ষাগৃহে মোট ১০৫টি স্ক্রিনে সারা বিশ্বের ৬৫টি দেশের মোট ১৫৫টি ছবি দেখানো হচ্ছে এ বারের চলচ্চিত্র উৎসবে। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হল ‘দ্য সং অফ লাইফ’ নামের একটি বাংলা ছবি। চলচ্চিত্র উৎসবে এই প্রথম উদ্বোধনী ছবি হিসাবে বাংলা ছবিকে নির্বাচিত করা হল।
১১/১১/২০১৬
নিউটাউনে মাদারস ওয়াক্স মিউজিয়ম ফেজ-২
•  নিউটাউনে মাদারস ওয়াক্স মিউজিয়ম ফেজ-২ এর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি উদ্বোধন করেন তিনি। আজ থেকে ঠিক ২ বছর আগে, ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে একইভাবে তিনি মাদারস ওয়াক্স মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন। মাত্র ২ বছরে প্রায় ৩.২৫ লক্ষ দর্শকের সমাগমে এক গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছে এই মাদারস ওয়াক্স মিউজিয়ম।
০৮/১১/২০১৬
‘বিশ্ব বাংলা শারদ সম্মান – ২০১৬’
•  ‘বিশ্ব বাংলা শারদ সম্মান – ২০১৬’ সেরা দুর্গাপুজোর উদ্যোক্তাদের পুরস্কৃত করা হল নজরুল মঞ্চে। এদিন নির্বাচিত ক্লাবগুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিদেশে আয়োজিত দুর্গাপুজোগুলিকেও এ বছর এই পুরস্কারের আওতায় আনা হয়েছে।