অনুষ্ঠান
১৫/০৮/২০১৪
৬৮তম স্বাধীনতা দিবস উদযাপন
•  আটষট্টিতম স্বাধীনতা দিবসে রাজ্যবাসীকে অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলনের পর কলকাতা পুলিসের কাছ থেকে গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি । দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পর্যটন দপ্তর , তথ্য ও সংস্কৃতি দপ্তর, মহিলা ও সমাজ কল্যাণ দপ্তর এবং শ্রম দপ্তরের পক্ষ থেকে বর্ণময় ট্যাবলোর পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পের একটি নজরকাড়া ট্যাবলোও অনুষ্ঠানে অংশ নেয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই প্রথমবার কাজে বিশেষ অবদানের জন্য পুলিশ আধিকারিকদের পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। রাজ্যসরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন , নারী ও শিশু কল্যাণ, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরকে উল্লেখযোগ্য অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হয়।
১৪/০৮/২০১৪
কন্যাশ্রী দিবস উদযাপন
•  রাজ্যের প্রত্যেক ব্লকে উদযাপিত হল প্রথম কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী দিবস উপলক্ষে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে কমপক্ষে চার লক্ষ ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কন্যাশ্রী প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়। বিভিন্ন প্রতিযোগীতায় সফল ছাত্রীদের সংবর্ধনা দেন মুখমন্ত্রী। এছাড়াও কন্যাশ্রী প্রকল্প রূপায়ণে অবদানের জন্য সেরা তিনটি জেলা, তিনটি স্কুল এবং তিনটি কলেজকে পুরস্কার প্রদান করেন তিনি।
১৪/০৮/২০১৪
‘বিশ্ব বাংলা’র দ্বিতীয় বিপণন কেন্দ্র
•  দক্ষিণ কলকাতার দক্ষিণাপণে ‘বিশ্ব বাংলা’র দ্বিতীয় বিপণন কেন্দ্রটি উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ।