অনুষ্ঠান
১৫/০৮/২০১৯
স্বাধীনতা দিবস - ২০১৯
•  ৭৩তম স্বাধীনতা দিবসে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের অনুষ্ঠানে আট পুলিশকর্তাকে পদক প্রদান করেন তিনি। প্রথামাফিক কলকাতা পুলিশের কুচকাওয়াজ ছাড়াও এদিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল বিভিন্ন দফতরের সুসজ্জিত ট্যাবলো। এবারের অনুষ্ঠানের থিম ছিল ‘মোদের গর্ব বাংলা’। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেয় এদিনের অনুষ্ঠানে।
১৪/০৮/২০১৯
কন্যাশ্রী দিবস - ২০১৯
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে কলকাতার নজরুল মঞ্চে ষষ্ঠ ‘কন্যাশ্রী দিবস’ পালিত হল। ইতিমধ্যেই সারা রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ লক্ষেরও বেশি মেয়ের ক্ষমতায়ন করেছে এই প্রকল্প। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কৃতী ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দিলেন।