অনুষ্ঠান
২৮/০৭/২০১৭
কন্যাশ্রী উৎসব
•  বিশ্বের দরবারে সেরা নির্বাচিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্প। এই সাফল্যের অংশীদার হিসাবে হাজার হাজার কন্যাশ্রী এদিন উপস্থিত হয়েছিল কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, জয়ের আনন্দ ভাগ করে নিতে। এদিন কৃতী কন্যাশ্রী’দের সংবর্ধনা দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এদিন (কন্যাশ্রী) কে-৩ প্রকল্পের সূচনা করেন তিনি। কে-৩ প্রকল্পের অধীনে, ৪৫ শতাংশ নম্বর পাওয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অ্যাকাউন্টে মাসে ২,৫০০টাকা করে জমা পড়বে, রাজ্য সরকারের তরফ থেকে। এদিনের উজ্জ্বল বর্ণময় অনুষ্ঠানে সামিল হয়েছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও।
২৪/০৭/২০১৭
‘মহানায়ক সম্মান - ২০১৭
•  মহানায়ক উত্তমকুমারের ৩৭তম প্রয়াণ দিবসে নজরুল মঞ্চে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘মহানায়ক সম্মাননা’ প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। প্রবীণ অভিনেত্রী শকুন্তলাবড়ুয়াকে ‘মহানায়িকা’ সম্মান প্রদান করা হয়। এছাড়া চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সাথে যুক্ত অভিনেতা ও কলাকুশলীদেরও প্রতি বছরের মতো সম্মান জ্ঞাপন করা হয়। ২০১৭ সালের পুরস্কারপ্রাপক–শ্রেষ্ঠচলচ্চিত্র-বিসর্জন,সেরাপরিচালক-অরিন্দম শীল, সেরাঅভিনেতা-প্রসেনজিৎ, বর্ষসেরাঅভিনেত্রী-নুসরৎ,বর্ষসেরা চিত্রগ্রাহক-সৌমিক হালদার সেরাচিত্রনাট্যকার-পদ্মনাভ দাশগুপ্ত,সংগীতে সেরা বিক্রম ঘোষ।