অনুষ্ঠান
২১/১০/২০১৬
পুলিশ কমেমোরেশন ডে - ২০১৬
•  পুলিশ কমেমোরেশন ডে উপলক্ষে রেড রোড ও মেয়ো রোডের মোড়ে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কর্তব্য পালন করতে গিয়ে মৃত পুলিশ - কর্মীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জানান তিনি।
১৪/১০/২০১৬
দুর্গা কার্নিভাল - ২০১৬
•  শারদোৎসবের শেষে বাংলার উৎসবে তালিকাভুক্ত হল অভিনব দুর্গা কার্নিভাল। সুসজ্জিত ট্যাবলোসহ প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা, এই কার্নিভালের মুখ্য আকর্ষণ। বিশ্বের পর্যটন মানচিত্রে রাজ্যের গুরুত্ব বৃদ্ধি করতে এবং বিশ্ব বাংলা ব্র্যান্ডকে তুলে ধরতে মাননীয়া মুখ্যমন্ত্রীর এই অভিনব উদ্যোগ। পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের সহযোগিতায় তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নিয়েছিল বিশ্ব বাংলা সম্মানপ্রাপ্ত ৩৯টি প্রতিমা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি অভ্যাগতরা। বহু বিদেশী পর্যটকসহ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এক অভিনব শোভাযাত্রার সাক্ষী থাকল কলকাতা।