অনুষ্ঠান
২৩/১০/২০১৮
দুর্গা কার্নিভাল - 2018
•  কলকাতার রেড রোডে শহরের সেরা প্রতিমাগুলিকে নিয়ে বিশেষ বিসর্জন শোভাযাত্রা শুরু হয়েছিল ২০১৬ সাল থেকে। মানুষ যাতে বিসর্জনের আগে একসঙ্গে সেরা প্রতিমা দেখার সুযোগ পান সেই কারণেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এই উদ্যোগ নেন। আজ এই দুর্গা কার্নিভালের তৃতীয় বর্ষ।আলোর সাজে তুলে ধরা হল রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজ সাথী, শিশু সাথী, সেফ ড্রাইভ সেভ লাইফ, খাদ্যশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে। এছাড়াও বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা হল বাংলার সংস্কৃতি ও শিল্প ভাবনাকে। এবছর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে ৭৫টি পুজো কমিটি। এদিন রেড রোডের কার্নিভালে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের আধিকারিক সহ বিদেশী অতিথিরা এবং অগণিত সাধারণ মানুষ।
০২/১০/২০১৮
গান্ধী জয়ন্তী - ২০১৮
•  কলকাতার বেলেঘাটার গান্ধী ভবনে মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পূর্ব মেদিনীপুর জেলায় মহাত্মা গান্ধীর নামে একটি বিশ্ব বিদ্যালয়, গান্ধী ভবনের সংস্কার ও গান্ধী মিউজিয়ামের শিলান্যাস একই মঞ্চ থেকে করেন এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের হস্তক্ষেপে, পূর্বে ‘হায়দরি মঞ্জিল’ নামে পরিচিত গান্ধী ভবনের পূর্ণ সংস্কার এবং গান্ধীজী নামাঙ্কিত সংগ্রহশালা নির্মাণ করা হবে বলে জানান তিনি। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা দিবসে বেলেঘাটার এই ভবনেই উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে গান্ধীজীর লেখা ‘মাই অটোবায়োগ্রাফি’ বইটি সাঁওতালি (অলচিকি) লিপিতে (বাংলা অনুবাদসহ) প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন গান্ধীজীর নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন চেয়ার-এর সূচনা করা হবে শীঘ্রই। এছাড়া আগামী গান্ধী জয়ন্তীতে রাজ্যে ‘ডান্ডি অভিযান’-এর আদলে পদযাত্রার আয়োজন করা হবে।