অনুষ্ঠান
২৭/০১/২০১৭
খাদ্যসাথী দিবস - ২০১৭
•  রেড রোডে কলকাতা পুলিশের একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের অনুষ্ঠানে তিনি খাদ্যসাথী দিবসের সূচনা করেন।
২৬/০১/২০১৭
৬৮তম সাধারণতন্ত্র দিবস
•  স্ব-মহিমায় উদযাপিত হল ৬৮তম প্রজাতন্ত্র দিবস। কোলকাতার রেড রোডে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীসহ রাজ্যের সকল মন্ত্রীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করলেন মাননীয় রাজ্যপাল। রাজ্য পুলিশ ও সেনাবাহিনীর মার্চপাস্ট দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলার ঐতিহ্যমণ্ডিত সুসজ্জিত ট্যাবলো বর্ণাঢ্য শোভাযাত্রায় অন্য মাত্রা আনে এদিনের অনুষ্ঠানে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির মডেল প্রদর্শিত হয় এই শোভাযাত্রায়। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুল কলেজের পড়ুয়ারা মার্চপাস্টে অংশ নেয়।
২৫/০১/২০১৭
৪১তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা
•  কলকাতার মিলনমেলা প্রাঙ্গনে শুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ২০১৭। বিশ্বে সর্বাধিক বইপ্রেমিকদের সমাবেশ ঘটে এই বইমেলায়। মেলা চলবে ৫ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত। এ বছরের বইমেলার থিম - কোস্টা রিকা। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে মেলার উদ্বোধন করলেন কোস্টা রিকার প্রখ্যাত সাহিত্যিক রক্সানা পিন্টো লোপেজ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
২৩/০১/২০১৭
নেতাজীর ১২১ তম জন্মবার্ষিকী
•  উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দার্জিলিং ম্যালে, নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২১তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
২২/০১/২০১৭
‘হিমল তরাই ডুয়ার্স উৎসব’, - ২০১৭
•  কার্শিয়াং-এ ‘হিমল তরাই ডুয়ার্স উৎসব’, ২০১৭-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তীরন্দাজী, মার্শাল আর্টস, ফুটবল ও ভলিবল-এ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। ৭ দিনব্যাপী ‘উত্তরবঙ্গ উৎসব’-এর সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন। উত্তরবঙ্গের ৭ টি জেলা জুড়ে চলবে এই উৎসব। এই অনুষ্ঠানে ‘বঙ্গরত্ন’ পুরস্কার প্রদান করা হয়।
১০/০১/২০১৭
‘বাউল ও লোক উৎসব - ২০১৭
•  এদিন বীরভূমের জয়দেব-কেঁদুলিতে জয়দেব মেলায় বার্ষিক ‘বাউল ও লোক উৎসব’-এর সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক বাউলের সুর মূর্চ্ছনায় মুখর হয়ে ওঠে এই অনুষ্ঠান। বাংলার ঐতিহ্যমণ্ডিত বাউল ও লোকগানের সাক্ষ্য প্রকৃত অর্থেই বহন করে এই উৎসব। বাউল শিল্পীদের সাধনা ও অন্যান্য সুযোগ সুবিধার কথা মাথায় রেখে ‘বাউল বিতান’ নির্মানের পরিকল্পনা করা হয়। এছাড়া পর্যটকদেরও আকৃষ্ট করবে এই বাউল বিতান। এদিন ‘বাউল বিতান’এর শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এখন থেকে প্রতি বছর মকর সংক্রান্তির দিন পালিত হবে ‘লোক প্রসার শিল্পী দিবস’, বাংলার লোক সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এই লোক প্রসার শিল্প।
০৯/০১/২০১৭
মাটি উৎসব – ২০১৭
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী পূর্ব বর্ধমান জেলার ‘মাটি তীর্থ- কৃষি কথা’ প্রাঙ্গণে ‘মাটি উৎসব – ২০১৮’ –র শুভ সূচনা করলেন। মাটির সাথে মানুষের অস্তিত্ব মিলে মিশে আছে, জীবনধারণ থেকে জীবন যাপনে মিশে আছে মাটি! মাটি ছাড়া সভ্যতা অচল। এই ভাবনাকে মাথায় রেখে ২০১৩ সালে শুরু মাটি উৎসব। কৃষি ও কৃষি বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘কৃষক সম্মান’ প্রদান করেন।
০৩/০১/২০১৭
জঙ্গলমহল উৎসব - ২০১৭
•  বীরভূম জেলা সফরে, আহমদপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ‘জঙ্গলমহল উৎসব’-এর উদ্বোধন করেন। এই উৎসব ৩ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত চলবে ঝাড়গ্রামে।