অনুষ্ঠান
১৩/০২/২০১৫
বাংলা সঙ্গীত মেলা - ২০১৫
•  নজরুল মঞ্চে বাংলা সঙ্গীত মেলার উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার নয়টি স্থানে অনুষ্ঠিত হবে এই মেলা, অংশগ্রহণ করবেন বাংলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা। সঙ্গীত মেলার উদ্বোধনের পাশাপাশি মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন বিশিষ্ট শিল্পীদের ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘সঙ্গীত সম্মান’ প্রদান করেন।
০২/০২/২০১৫
টেলি আকাদেমি সম্মান - ২০১৫
•  নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল দ্বিতীয় টেলি আকাদেমি সম্মান প্রদান অনুষ্ঠান। এদিন শিল্পী, নির্দেশক, প্রযোজক এবং কলাকুশলীদের সম্মান প্রদান করা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী টেলিভিশন শিল্পে সারা জীবনের অবদানের জন্য অভিনেতা মনু মুখোপাধ্যায়, দীপঙ্কর দে এবং অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়ের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রদানের পর এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন টেলিউডের শিল্পীরা।