অনুষ্ঠান
১০/১১/২০১৭
২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে নেতাজী ইনডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হল ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের উজ্জ্বল উপস্থিতি ছিল অন্যান্য বছরের মতোই। প্রবীণ চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট, প্রখ্যাত অভিনেতা কামাল হাসান, অভিনেত্রী কাজল, জনপ্রিয় অভিনেতা তথা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুমার শানু ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রপরিচালক মাইকেল উইন্টারবটমের বর্ণময় উপস্থিতির এই বিরল অভিজ্ঞতার স্বাক্ষী হয়ে থাকেন ১৫ হাজারের বেশী চলচ্চিত্রপ্রেমী দর্শক। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উদ্বোধনী ভাষণে এদিন বলেন, “কলকাতা চলচ্চিত্র উৎসব আক্ষরিক অর্থেই হলিউড-বলিউড- টলিউড-টেলিউডের তারকাদের মিলন মেলা”। এই বছর উৎসবের বিশেষ আকর্ষণ হল ইউনাইটেড কিংডম। ১০-১৭ নভেম্বর পর্যন্ত কলকাতাসহ রাজ্যজুড়ে ১২টি অনুষ্ঠান স্থলে মোট ১৪৩টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি, ৮৭টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং ৫১টি তথ্যচিত্র দেখানো হচ্ছে। গারো, খাসি, চাকমা, মৈথিলী প্রভৃতি আঞ্চলিক ভাষায় নির্মিত ছবি দেখানোর সিদ্ধান্ত নিয়ে নজির সৃষ্টি করল কলকাতা চলচ্চিত্র উৎসব।