অনুষ্ঠান
১৪/০৪/২০২৩
ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন - ২০২৩
•  কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ত্রিস্তরীয় এই স্টেট-অফ-দ্য-আর্ট প্রেক্ষাগৃহটির আকৃতি একটি সুবিশাল শঙ্খের মতো যা সৌভাগ্য, শান্তি এবং মঙ্গলের প্রতীক। মূল প্রেক্ষাগৃহটির আসন সংখ্যা ২,০০০। এছাড়াও আছে ৫৪০ আসনের একটি মিনি অডিটোরিয়াম, স্ট্রিট থিয়েটারের জন্য একটি অংশ, ব্যাঙ্কোয়েট হল, ফুড কোর্ট, ডরমিটরি, ক্যাফেটেরিয়া, কার পার্কিং এবং আরো অনেক কিছু। পরিকল্পনাটিকে সাকার করতে যাঁরা কাজ করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।