অনুষ্ঠান
২৩/০১/২০১৪
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৮তম জন্মদিন পালন
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৮তম জন্মদিন পালিত হয় দার্জিলিং-এর ম্যালে।
২২/০১/২০১৪
দার্জিলিং-এ নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন
•  দার্জিলিং-এ, রামকৃষ্ণ মিশন আয়োজিত একটি অনুষ্ঠানে, নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং রাজ্য ক্রীড়া দপ্তরের যৌথ পরিচালনায় উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চলের বিভিন্ন জায়গায় দু’মাস ব্যাপী একটি ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। দার্জিলিং –এর লেবং স্টেডিয়ামে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২১/০১/২০১৪
তামাং সম্প্রদায়ের জাতীয় কনভেনশন
•  দার্জিলিং-এর মিরিকে তামাং সম্প্রদায়ের জাতীয় কনভেনশনে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২০/০১/২০১৪
‘উত্তরবঙ্গ উৎসব' - ২০১৫
•  শিলিগিড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সপ্তাহব্যাপী ‘উত্তরবঙ্গ উৎসব, ২০১৫’ –এর সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েকজন কৃতী ব্যক্তিকে ‘বঙ্গরত্ন’ সম্মান প্রদান করা হয়। উত্তরবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ২০১২ সাল থেকে শুরু করে প্রতি বছরই পালিত হয় এই উত্তরবঙ্গ উৎসব।
২০/০১/২০১৪
উত্তরবঙ্গ উৎসব
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পাঁচদিন ব্যাপী উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন। উত্তরবঙ্গের ৬টি জেলার ৭জন ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘বঙ্গসম্মান’ দিয়ে পুরস্কৃত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৮/০১/২০১৪
কলকাতা পুলিশের বার্ষিক সম্মানজ্ঞাপন অনুষ্ঠান
•  কলকাতা পুলিশের বার্ষিক সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কৃতি পুলিশকর্মীদের পুরস্কৃত করেন।
১০/০১/২০১৪
স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান
•  স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে রেড রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে মহা সমারোহে, কুচকাওয়াজ ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
০৩/০১/২০১৪
টেলি অ্যাওয়ার্ড
•  বাংলা টেলিভিশন জগতে ‘টেলি অ্যাওয়ার্ড’ সূচনা করল রাজ্য সরকার। টেলি অ্যাকাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে বাংলা টেলিভিশন জগতের বিশিষ্টদের সম্বর্ধনা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জোছন দস্তিদার ও যীশু দাশগুপ্তকে মরণোত্তর সম্মান এবং সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, মনোজ মিত্র ও সব্যসাচী চক্রবর্তীকে সর্বকালের অবদানের সম্মান প্রদান করা হয়। এছাড়া, টেলিভিশন-কলাকুশলীদের পুরস্কৃত করার পাশাপাশি তাঁদের স্বাস্থ্যবিমার কথাও বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।