অনুষ্ঠান
১৪/০৩/২০১৫
কৃষক দিবস - ২০১৫
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে রাজ্যের সকল ব্লকে পালিত হল কৃষক দিবস। কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কৃষকদের ‘কৃষক রত্ন’ প্রদান করা হয় এদিন।
০৪/০৩/২০১৫
বসন্ত সন্ধ্যা - ২০১৫
•  তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেণ্ট অথরিটির যৌথ উদ্যোগে নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল বসন্তসন্ধ্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৩/০৩/২০১৫
চারু কলা উৎসব - ২০১৫
•  ২৭ শে ফেব্রুয়ারি থেকে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পশ্চিমবঙ্গ চারু কলা আকাদেমির যৌথ উদ্যোগে নন্দন চত্বরে চলছে চারু কলা উৎসব। এদিন রবীন্দ্রসদনে চারু কলা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের শিল্পী সম্মান প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।