অনুষ্ঠান
২৫/০৭/২০২২
নজরুল মঞ্চ, কলকাতা
•  কলকাতার নজরুল মঞ্চে এদিন বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদান করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। একই সঙ্গে কিংবদন্তী অভিনেতা উত্তম কুমার স্মরণে মহানায়ক সম্মান পুরস্কারও প্রদান করেন তিনি। সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী বক্তিত্বেরা এদিন পুরস্কৃত ও সংবর্ধিত হন। যথাযথ সমারোহে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন পালিত হল এই পুরস্কার প্রদান অনুষ্ঠান।