অনুষ্ঠান
২৭/০২/২০১৮
২২তম যাত্রা উৎসব - ২০১৮
•  যাত্রা, বাংলার এক ঐতিহ্যময় বিনোদন। এদিন উত্তর ২৪ পরগনার বারাসাতের কাছারি ময়দানে ২২তম যাত্রা উৎসবের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্য সরকার ও তার তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই যাত্রা উৎসব। রাজ্যের বিভিন্ন মঞ্চে ৩২ দিন ব্যাপী এই যাত্রানুষ্ঠান চলবে। সুদূর অতীত থেকে শুরু করে আজও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে বিনোদন করে চলেছে গ্রাম বাংলার এই যাত্রাপালা। যাত্রা জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এদিন রাজ্য সরকারের তরফ থেকে ‘শান্তিগোপাল-তপনকুমার’ সম্মান প্রদান করা হয়।
২১/০২/২০১৮
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০১৮
•  দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে, পূর্ণ মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
০৭/০২/২০১৮
হিমল-তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল - ২০১৮
•  উত্তরবঙ্গ সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন দার্জিলিং ম্যালে, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় হিমল-তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল, ২০১৮-তে উপস্থিত ছিলেন তিনি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার ৮০৫টি ক্লাব অংশগ্রহণ করেছিল এই ক্রীড়া উৎসবে। তীরন্দাজি, মার্শাল আর্ট, ফুটবল ও ভলিবলে অংশ নিয়েছিল প্রায় ১৮,৫০০ জন খেলোয়াড়। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, পাহাড় সকলে ভালবাসে। পাহাড়ে সুখ,শান্তি, সমৃদ্ধি বজায় রাখাটাই সকলের কাছেই অভিপ্রেত। পাহাড়ের ভাই-বোনেদের হাসি অক্ষুণ্ণ রাখতে রাজ্য সরকার সর্বদাই সচেষ্ট। উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে সকলকে আরও উদ্যমী হতে হবে। উচ্চ শিক্ষার মান উন্নয়নে উত্তরবঙ্গে নতুন বিশ্ববিদ্যালয় তৈরী করার কথা ঘোষনা করেন এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী।