অনুষ্ঠান
২৪/০৮/২০১৮
‘জয় হে’ - ২০১৮
•  প্রতি বছরের মত এবারও কলকাতা পুলিশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জয় হে’ অনুষ্ঠিত হয় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী । এই অনুষ্ঠানটি প্রতি বছরের মতো উৎসর্গ করা হয় মূলত পুলিশ কর্মীদের পরিবারের সকল সদস্যকে। যাঁরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে পরিবারের সদস্য, পুলিশ কর্মীদের সর্বদা উৎসাহ দেন। তাঁদের ত্যাগ ও সহযোগিতার জন্যই পুলিশ কর্মীরা প্রতিদিন জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারেন। এইদিন মাননীয়া মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে কলকাতা পুলিশের টর্নেডো টিমের সদস্যদের এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উল্লেখযোগ্য উপস্থাপনার জন্য পুরস্কৃত করেন।
১৫/০৮/২০১৮
৭২তম স্বাধীনতা দিবস
•  সারা দেশের মতোই মর্যাদা ও সম্মানের সঙ্গে রাজ্য জুড়ে স্বাধীনতা দিবস পালিত হয়। সরকারী মূল অনুষ্ঠান ছিল কলকাতায় রেড রোডে। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর কলকাতা ও রাজ্য পুলিশ বাহিনী সুসজ্জিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উল্লেখযোগ্য সামাজিক প্রকল্পের বর্ণাঢ্য ট্যাবলো প্রদর্শিত হয়। এছাড়া ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থাপনা অনুষ্ঠানের উজ্জলতা বৃদ্ধি করে। বাংলার লোকশিল্পীদের ‘লোকপ্রসার প্রকল্প’ বাংলার উন্নত বর্ণময় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এদিন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে পুলিশ বাহিনীর চলন্ত বাইকে নানান কসরত। পুলিশ বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য কাজের জন্য মেডেল প্রদান করা হয়। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী প্রথমে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে এবং তারপরে পুলিশ-স্মৃতি-স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
১৪/০৮/২০১৮
‘ কন্যাশ্রী দিবস ’ - ২০১৮
•  কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে পঞ্চম ‘ কন্যাশ্রী দিবস ’ পালিত হল। সারা রাজ্য থেকে আসা হাজার হাজার ‘কন্যাশ্রী’-র সমাবেশে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ঘোষণা করেন, কন্যাশ্রী-দের জন্য তৈরী হবে ‘ কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ’। এছাড়া কন্যাশ্রী-দের কর্ম সংস্থানের লক্ষ্যে উৎকর্ষতা বৃদ্ধি্র জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ ঘোষণা মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন করেন, এখন থেকে রাজ্যের সকল কন্যা সন্তানদের কন্যাশ্রী প্রকল্পের আওতাও নিয়ে আসার জন্য পরিবারের আয়ের উর্দ্ধ সীমা তুলে নেওয়া হচ্ছে। এর ফলে আরও বহু লাখো ছাত্রী/কিশোরী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন।
১৩/০৮/২০১৮
বেঙ্গল সিলিকন ভ্যালি হাব’ স্থাপন কলকাতার নিউটাউন
•   বাংলায় শিল্প ক্ষেত্রে নতুন এক উল্লেখযোগ্য সংযোজন ‘ বেঙ্গল সিলিকন ভ্যালি হাব’ স্থাপনের কাজ শুরু হওয়া। কলকাতার নিউটাউনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী উদ্বোধন করলেন আজ, এই বিপুল কর্মযজ্ঞের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল দেশের মুখ্য তথ্যপ্রযুক্তি শিল্প সংস্থাগুলি।
০৯/০৮/২০১৮
৭৫ বর্ষ পূর্তি বিশ্ব আদিবাসী দিবস এবং ‘ভারত ছাড়’ আন্দোলন
•  বিশ্ব আদিবাসী দিবস এবং ‘ভারত ছাড়’ আন্দোলনের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে এক রাজ্য স্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। ঝাড়গ্রাম স্টেডিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। স্থানীয় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও সুযোগ করে দিতে ঝাড়গ্রামে এক নতুন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন এদিন তিনি।