অনুষ্ঠান
২২/১১/২০২৩
বিশ্ব বঙ্গ বাণিজ‌্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান – ২০২৩
•  এ দিন ছিল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, ২০২৩-এর সমাপনী অনুষ্ঠান। বাণিজ্য সম্মেলনের এই সফল ৭ম সংস্করণ, রাজ্যে বিনিয়োগ আনার পাশাপাশি বিশ্বের কাছে বাংলায় বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা জানায় এবং বেশ কয়েকটি দেশের সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব সুদৃঢ় করে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, দু’ দিনের এই সম্মেলনে, বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে মোট ১৮৮টি মউ স্বাক্ষর হয় এবং বিনিয়োগ আসে ৩,৭৬,২৮৮ কোটি টাকা।
২১/১১/২০২৩
বিশ্ব বঙ্গ বাণিজ‌্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান – ২০২৩
•  নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল দু’দিনব্যাপী বিশ্ব বঙ্গ বাণিজ‌্য সম্মেলন। মাননীয়া মুখ‌্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর আহ্বানে যোগ দেন রাজ‌্য তথা দেশের সমস্ত বণিকসভা ও শিল্প সংস্থার কর্তারা। এদিনের সম্মেলনে সহযোগী দেশ ইংল‌্যান্ড, আমেরিকা, জাপান, মালয়েশিয়া ও লুক্সেমবার্গসহ মোট ১৭টি দেশ এবং অন্যান্য ৩০টি দেশ থেকে এসেছেন বণিকসভার কর্মকর্তারা। অনুষ্ঠানে, একদিকে যেমন রাজ্যের শিল্পকর্তারা এই রাজ্যে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন, তেমনই দেশের শিল্পমহল তাঁদেরও বাংলা সম্পর্কে অভিজ্ঞতার কথা বলেন। এরপর মাননীয়া মুখ‌্যমন্ত্রী লগ্নির আহ্বান জানিয়ে বক্তব‌্য পেশ করবেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ করার জন্য কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে অভিনন্দন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। তিনি সকলকে তাঁদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং সেইসঙ্গে, পশ্চিমবঙ্গকে আরও গৌরবোজ্জ্বল রাজ্য হিসাবে গড়ে তুলতে তাঁদের সহযোগিতার আবেদন করেন।