অনুষ্ঠান
২০/০৫/২০১৭
বর্তমান সরকারের ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান
•  রাজ্য সরকারের ছ’বছর পূর্তি উপলক্ষে উন্নয়ন ও সম্প্রীতির বার্তা বহনকারী ২টি ট্যাবলোর যাত্রা শুরু হল নবান্ন থেকে। ট্যাবলোদুটির উদ্বোধন করেন মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এবং মাননীয় অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। ‘একতাই সম্প্রীতি’ ও ‘প্রাউড বেঙ্গল’ শীর্ষক এই ট্যাবলো দুটির একটির বিষয় হল লোকপ্রসার প্রকল্প এবং দ্বিতীয়টির বিষয় রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। প্রতিটি জেলার মুখ্য কার্যালয় থেকে যাত্রা করবে এ জাতীয় ট্যাবলো এবং ২০ জুন পর্যন্ত চলবে এই ট্যাবলো যাত্রা।
২০/০৫/২০১৭
বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ - ২০১৭
•  বাংলার শ্রেষ্ঠ নাগরিক সম্মান ‘বঙ্গ বিভূষণ’ ও ‘বঙ্গ ভূষণ’ পুরষ্কারে ভূষিত করা হল সাহিত্য, শিল্প, চিকিৎসা বিদ্যা, সংস্কৃতি, চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের। কলকাতার নজরুল মঞ্চে এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান পালিত হয়। ‘বঙ্গ বিভূষণ’ সম্মান দেওয়া হল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শিল্পী বাপ্পি লাহিড়ী, শিল্পপতি ওয়াই সি দেবেশ্বর, অভিনেতা সৌমিত্র চ্যাটার্জী, ডঃ ধীমান গাঙ্গুলী এবং অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অরুণ প্রসাদকে। ‘বঙ্গ ভূষণ’ সম্মান পেলেন ডঃ অভিজিত চৌধুরী, অভিনেতা চপল ভাদুরি, বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সঙ্গীত শিল্পী লক্ষ্মণ দাস বাউল, ফকির ও দরবেশ শিল্পী খিদমৎ ফকির এবং লোকশিল্পী গনত রব্বা।