অনুষ্ঠান
২১/১২/২০২৩
কলকাতা ক্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন - ২০২৩
•  পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে কোলকাতা ক্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সকলকে বড়দিন ও ইংরেজী নববর্ষের আগাম শুভেচ্ছা জানান তিনি।
০৫/১২/২০২৩
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন - ২০২৩
•  ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের পরিচালক, জুরি সদস্য এবং অভিনেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি৷ বর্ণময় সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে সকলের মন ছুঁয়ে যায় এদিনের অনুষ্ঠান। ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ব্যক্তিত্ব সলমান খান, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, অনিল কাপুর এবং সোনাক্ষী সিনহা-র উজ্জ্বল উপস্থিতি, এদিনের উদ্বোধনী অনুষ্ঠানটিকে আরও মনোগ্রাহী করে তুলেছিল। কিংবদন্তি ক্রিকেটার এবং পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর সৌরভ গাঙ্গুলীকে অনুষ্ঠানে তাঁর মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। কলকাতা চলচ্চিত্র উৎসবের সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানটিকে সফল করে তুলতে সহযোগী সকলকে ধন্যবাদ জানান তিনি। ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।
০৪/১২/২০২৩
পশ্চিমবঙ্গ বিধানসভার মিউজিয়াম উদ্বোধন - ২০২৩
•  পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন পালক জুড়লো। এদিন রাজ্য বিধানসভায় বাংলার বিভিন্ন সময়ের নানান স্মৃতি বিজড়িত এক মিউজিয়ামের উদ্বোধন করা হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি সেই সকল কলাকুশলী এবং কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন যাঁদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলার স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী ইতিহাসকে তুলে ধরা হয় এই মিউজিয়ামের মাধ্যমে।