অনুষ্ঠান
১৫/১১/২০১৯
২৫ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান - ২০১৯
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে, নজরুল মঞ্চে, এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটল ২৫ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। গত ৮ই নভেম্বর এই অনুষ্ঠানের সূচনা হয় নেতাজী ইনডোর স্টেডিয়ামে। বিজয়ী চলচ্চিত্রকারদের গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার ও হীরালাল সেন স্মৃতি পুরস্কার প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাবানা আজমি। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবে অংশগ্রহণকারী দেশ ও বিদেশের প্রতিনিধিগণ। সকলকে আন্তরিক ধন্যবাদ জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৮/১১/২০১৯
২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন - ২০১৯
•  কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী । এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা এবং দেশ ও বিদেশের চলচ্চিত্র তারকা, পরিচালক ও কলাকুশলীরা। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড আম্বাস্যাডর শাহরুখ খান, বাংলার অত্যন্ত আপন সৌরভ গাঙ্গুলী, অস্কার বিজয়ী চিত্র তারকা ও পরিচালকের সমাগমে আজ এক কথায় চাঁদের হাট বসেছিল এই উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠান মঞ্চ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে, আগামী দিনে বাংলা সিনেমাকে আরও সুদূরপ্রসারী করার কথা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বিশিষ্ট অতিথি রাখি গুলজার, মহেশ ভট্ট এবং অতিথি ভোলার শ্লানডর্ফ এবং অ্যান্ডি ম্যাকডওয়েল তাঁদের স্বল্প বক্তৃতায় উপস্থিত সকল দর্শককে মুগ্ধ করেন। আগামী আট দিন ধরে কলকাতার ১৭টি বিভিন্ন পেক্ষাগৃহে প্রদর্শিত হবে দেশ বিদেশের মোট ৩৬৬টি ছবি।