অনুষ্ঠান
২১/০২/২০১৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১৪
•  ১৯৫২ সালে পূর্ব পাকিস্তান বাংলা ভাষার স্বীকৃতির দাবীতে উত্তাল হয়ে ওঠে। পাক সেনাবাহিনীর গুলিতে নিহত ভাষা-শহীদদের স্মরণে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষ প্রতিবাদে মুখর হন। বাংলা ভাষার দাবী পরবর্তীকালে মুক্তিযুদ্ধে পরিণত হয়। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে চিহ্নিত করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী কলকাতার দেশপ্রিয় পার্কে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি।
১৪/০২/২০১৪
চারুকলা উৎসব- ২০১৪
•  অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ রাজ্য চারুকলা উৎসব ২০১৪-এর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এই অনুষ্ঠানে ৮ জন প্রথিতযশা শিল্পীকে 'শিল্পী মহাসম্মান' ও 'শিল্পী সম্মান' পুরস্কার প্রদান করা হয়। 'শিল্পী মহাসম্মান' শিরোপা পেলেন ধীরেন্দ্রনাথ ব্রহ্ম, রবীন্দ্রনাথ মণ্ডল, কার্তিক পাইন, প্রকাশ কর্মকার ও ঊমা সিদ্ধান্ত এবং 'শিল্পী সম্মান' পেলেন সুনীল দে, অশোক ভৌমিক ও অরুণ কুমার চক্রবর্তী। শিল্পী যামিনী রায়ের আঁকা ছবির বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৪/০২/২০১৪
মাটি উৎসব- ২০১৪
•  বাংলার ঐতিহ্যশালী হস্তশিল্পকে পুণরুজ্জীবনের লক্ষ্যে বিগত বছরের মতো এবারও বর্ধমানের পানাগড়ের বীরুডিহায় মাটি উৎসব শুরু হল। উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মাটি উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাশ্বেতা দেবী ও অভিনেতা প্রসেনজিৎ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
১০/০২/২০১৪
বাংলা সঙ্গীত মেলা- ২০১৪
•  শুরু হল বাংলা সঙ্গীত মেলা ২০১৪। উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী সায়েন্স সিটির প্রেক্ষাগৃহে। মেলার উদ্বোধনী মঞ্চ থেকে বাংলা সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের 'সঙ্গীত সম্মান' ও 'সঙ্গীত মহাসম্মান' পুরস্কার দেওয়া হয়।
০৯/০২/২০১৪
টেকনিশিয়ান্স স্টুডিওর উদ্বোধন
•  টালিগঞ্জে সিনেমার নির্মাণশালা, ঐতিহ্যশালী টেকনিশিয়ান্স স্টুডিও সেজে উঠল নতুন করে। নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা।
০৬/০২/২০১৪
১৮তম যাত্রা উৎসবের শুভ উদ্বোধন
•  বারাসতের কাছারি ময়দানে ১৮তম যাত্রা উৎসবের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কাছারি ময়দানে এই উৎসব চলবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া বাগবাজারে ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে ৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রা উৎসব চলবে। পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় এই যাত্রা উৎসবে অংশগ্রহণ করছে রাজ্যের বিভিন্ন প্রান্তের যাত্রাদল। এদিনের অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দুঃস্থ যাত্রাশিল্পীদের পেনশন ৭,০০০টাকা থেকে বাড়িয়ে ৮,০০০টাকা করা হচ্ছে।