অনুষ্ঠান
২০/০৪/২০১৮
সিভিল সার্ভিস দিবস - ২০১৮
•  সিভিল সার্ভিস দিবস পালিত হল কলকাতার আলিপুরের ‘উত্তীর্ণ’ মঞ্চে। গত বছর ২০১৭ সালে রাজ্যে প্রথম সিভিল সার্ভিস দিবস পালন করা শুরু হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যের সিভিল সার্ভিসের সদস্যবৃন্দের বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সরকারের জনহিতকর কর্মসূচী ও প্রকল্পের রূপায়নে, ভাষণে বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তাদের অক্লান্ত পরিশ্রমে আদতে উপকৃত হন সাধারণ মানুষ। রাজ্যের উন্নয়নে গতি আনার ক্ষেত্রে সিভিল সার্ভিসের সদস্যরা বিশেষ ভূমিকা রেখেছেন। তাই, রাজ্যের সকল আইএএস, আইপিএস এবং রাজ্যের সিভিল সার্ভিসের সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের এদিন অভিনন্দন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।