অনুষ্ঠান
২৮/০৫/২০১৫
‘তারানা ই হিন্দি’ সম্মান - ২০১৫
•  ‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তাঁ হামারা’- র স্রষ্টা কবি মহম্মদ ইকবালকে মরণোত্তর ‘ তারানা ই হিন্দি’ সম্মানে ভূষিত করল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতার নজরুল মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইকবালের পৌত্র অধ্যাপক ডঃ ওয়ালিদ ইকবালের হাতে স্মারক তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৬/০৫/২০১৫
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী
•  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে নজরুল মঞ্চে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মজয়ন্তী। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। প্রতিবছরের মতো এদিন বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিত্বদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২০/০৫/২০১৫
বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ - ২০১৫
•  রাজ্যের শ্রেষ্ঠ সম্মান ‘বঙ্গবিভূষণ’-এ ভূষিত হলেন শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া জগতের ৩৫জন বিশিষ্ট ব্যক্তি। এদিন নজরুল মঞ্চে মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির উপস্থিতিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পুরস্কার দিয়ে সম্মানিত করলেন দুই বাংলার সেরাদের। ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রাপকেরা হলেন ক্রীড়া জগতের লিয়েন্ডার পেজ, প্রাক্তন ফুটবল খেলোয়াড় নইমুদ্দিন।,বিশিষ্ট উদ্যোগপতি সত্যব্রত গাঙ্গুলি ও সঞ্জীব গোয়েঙ্কা। সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব গিরিজা দেবী, কবীর সুমন, রশিদ খান। সেতার শিল্পী মণিলাল নাগ, বুদ্ধদেব দাশগুপ্ত, বিশিষ্ট তবলিয়া পণ্ডিত শঙ্কর ঘোষ। সাহিত্যিক দিব্যেন্দু পালিত, সমাজসেবী লিয়াং সং তামাং এবং চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস এবং প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরি। এদিন মরণোত্তর ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হয় বাংলাদেশের প্রখ্যাত নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগমকে। এছাড়াও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হয়। ‘বঙ্গভূষণ’ সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন চিত্র পরিচালক সুজিত সরকার, কৌশিক গাঙ্গুলি, সরোদিয়া তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কার্তিক দাস বাউল, জনপ্রিয় অভিনেতা দেব, বডি বিল্ডার তুষার শীল, ক্রিকেটার মনোজ তিওয়ারি, লক্ষ্মী রতন শুক্লা, দাবাড়ু সূর্যশেখর গাঙ্গুলি, চিকিৎসক ডঃ ত্রিদিব ব্যানার্জী, ডঃ সুব্রত মৈত্র, কবি সুবোধ সরকার, সমাজসেবী নিমা ওয়াংড়ি শেরপা এবং কল্যাণব্রত চক্রবর্তী। সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আল আমিন মিশনকেও সম্মানিত করা হয় ‘বঙ্গভূষণ’ সম্মানে। প্রবীণ সাহিত্যিক রমাপদ চৌধুরি এবং বর্ষীয়ান বডি বিল্ডার শতায়ু মনোহর আইচকে ‘বঙ্গভূষণ’ সম্মান প্রদান করা হয়।
০৯/০৫/২০১৫
কবিগুরুর ১৫৫তম জন্মজয়ন্তী
•  কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পক্ষব্যাপী অনুষ্ঠান উদযাপন করবে রাজ্য। ক্যাথিড্রাল রোডে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।