অনুষ্ঠান
০৩/১০/২০১৭
দুর্গা কার্নিভাল - ২০১৭
•  পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রেড রোডে আয়োজিত হয়েছিল প্রতিমা শোভাযাত্রা ‘দুর্গা কার্নিভ্যাল’। অনন্য এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন প্রতিমাসহ বিশিষ্ট পুজো উদ্যোক্তারা। প্রতিমা প্রদর্শনের পাশাপাশি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এমনকি আসন্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপসহ এ রাজ্যের অন্যান্য আকর্ষণীয় বিষয়বস্তুও প্রদর্শিত হয় এদিনের শোভাযাত্রায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিসহ সমাজের সর্বস্তরের সহস্রাধিক মানুষ। প্রথম বছরের মত একইভাবে এই বছরেও দর্শকদের কাছে মনোগ্রাহী হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। সশরীরে উপস্থিত থাকতে না পারলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন এই অনুষ্ঠান উপভোগ করেন বহু মানুষ।