অনুষ্ঠান
১৭/১০/২০১৯
‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ - ২০১৯
•  নবান্ন সভাঘরে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ প্রদান করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বাংলার সেরা দুর্গাপুজো গুলিকে সংবর্ধিত করতে ২০১৩ সালে বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান করা শুরু করেছিল রাজ্য সরকার । বাংলার দুর্গাপুজো উদ্যোক্তাদের উৎসাহিত করতে আজও এই সম্মাননা প্রদান চলছে।
১১/১০/২০১৯
দুর্গা কার্নিভাল - ২০১৯
•  কলকাতাসহ শহরতলির সেরা দুর্গাপুজোগুলির প্রতিমা নিরঞ্জন উপলক্ষে, রেড রোডে প্রতি বছরের মতো এবছরও দুর্গা কার্নিভ্যালের আয়োজন করেছিল রাজ্য পর্যটন ও তথ্য সংস্কৃতি দফতর। এই নিয়ে চতুর্থ বর্ষে পড়ল রেড রোডের এই বর্ণময় শোভাযাত্রা। ‘রাঙ্গামাটির বাংলা’- এই পোশাকি নামে এবার টেরাকোটার সাজে সেজে উঠেছিল রেড রোড। অনুষ্ঠান শুরু হয় কলকাতা পুলিশের কম্যান্ডো বাহিনী ‘টর্নেডো’-র কলাকৌশল প্রদর্শনের মাধ্যমে। ঢাকি, ছৌ নাচ আর চন্দননগরের আলোকসজ্জায় জমজমাট এই অনুষ্ঠানের সাক্ষী ছিলেন দেশী ভিনদেশি হাজার হাজার মানুষ।