অনুষ্ঠান
২৬/০১/২০১৬
৬৭তম সাধারণতন্ত্র দিবস
•  ৬৭তম সাধারণতন্ত্র দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের মন্ত্রীসহ বহু বিশিষ্ট ব্যক্তি। সকলকে আন্তরিক অভিনন্দন জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কুচকাওয়াজ ছাড়াও এদিনের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্য বহনকারী বর্ণময় ট্যাবলোগুলি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীরা এ দিনের শোভাযাত্রায় অংশ নেয়।
২৫/০১/২০১৬
৪০তম ‘আন্তর্জাতিক কলকাতা বই মেলা’
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উপস্থিতিতে মিলন মেলা প্রাঙ্গণে শুরু হল ৪০ তম ‘আন্তর্জাতিক কলকাতা বই মেলা’। বইমেলার এ বছরের থিম বলিভিয়া। উপস্থিত ছিলেন বলিভিয়ার প্রথিতযশা সাহিত্যিক ম্যাগেলা বাওদোইন। ভিয়েতনামও এ বছর প্রথম যুক্ত হল কলকাতা বই মেলার সঙ্গে। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি,২০১৬ পর্যন্ত।
২৩/০১/২০১৬
নেতাজীর ১২০ তম জন্মবার্ষিকী
•  নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২০তম জন্মদিবসে দার্জিলিং ম্যালে ‘দেশনায়ক’-এর স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উপস্থিত ছিলেন আবাসন ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য আধিকারিকরা। নেতাজীর প্রতি শ্রদ্ধা জানাতে ম্যালে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
২২/০১/২০১৬
শেরপা উন্নয়ন পর্ষদের প্রথম বর্ষ পূর্তি
•  দার্জিলিং-এর সিংমারির কাছে নর্থপয়েন্টে শেরপা উন্নয়ন পর্ষদের প্রথম বর্ষ পূর্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে ‘হিমল- তরাই- ডুয়ার্স ক্রীড়া উৎসব’ –এর পুরস্কার প্রদান করেন তিনি। পুরস্কার বিতরণের পর ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনই বিকেলে দার্জিলিং ম্যালে অনুষ্ঠিত ‘উত্তর বাংলা উৎসব’-এ যোগ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৯/০১/২০১৬
মাটি তীর্থ কৃষি কথা ও মাটি উৎসব - ২০১৬
•  ‘মাটি উৎসব ২০১৬’–এর সূচনা হল বর্ধমানের সাধনপুরে। উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া মাটি এবং কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ, গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার স্থায়ী ঠিকানা ‘মাটি তীর্থ কৃষি কথা’–এর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ২৫ জানুয়ারি, ২০১৬ পর্যন্ত চলবে মাটি উৎসব।
১৮/০১/২০১৬
বাউল ও লোক উৎসব - ২০১৬
•  ‘বাউল ও লোক উৎসব’-এর শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। একহাজার বাউল শিল্পী সমবেত সঙ্গীত পরিবেশন করেন এই অনুষ্ঠানে। বাংলার এই লোক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারের উদ্দেশ্যে কেন্দুলিতে ‘জয়দেব বাউল অ্যাকাডেমি’র শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৩/০১/২০১৬
২০তম যাত্রা উৎসব - ২০১৬
•  ‘বাংলার জীবনে যাত্রা’ – এই নাম নিয়ে বারাসতের কাছারি ময়দানে শুরু হল ২০তম যাত্রা উৎসব। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কাছারি ময়দান ছাড়াও বাগবাজারের ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে ৩২ দিন ধরে চলবে এই যাত্রা উৎসব। নির্মল মুখার্জী, জয়শ্রী মুখার্জীসহ ১৬ জন বিশিষ্ট যাত্রা শিল্পীকে সম্বর্ধনা এবং ৩১১ জন দুঃস্থ যাত্রা শিল্পীকে আর্থিক অনুদান দেওয়া হয় এই অনুষ্ঠানে। এ বছর ‘যাত্রা সম্রাজ্ঞী বীণা দাশগুপ্ত’ নামাঙ্কিত পুরস্কার পেলেন মীনাক্ষী দে।
১২/০১/২০১৬
মিলন উৎসব ২০১৬’তে গুলাম আলিকে সম্বর্ধনা
•  নেতাজী ইন্ডোরে স্বামী বিবেকানন্দের জন্মদিনে ‘মিলন উৎসব ২০১৬’-র মঞ্চে কিংবদন্তী গজল গায়ক গুলাম আলিকে সংবর্ধনা জ্ঞাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, সঙ্গীতের কোনও সীমা নেই, দেশ নেই, সঙ্গীত সারা পৃথিবীর। এদিন অনবদ্য গজল পরিবেশনের ভিতর দিয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেন গুলাম আলি।
১০/০১/২০১৬
বিবেক চেতনা উৎসব - ২০১৬
•  ১৫৪ তম বর্ষে পদার্পন করলেন যুগনায়ক স্বামী বিবেকানন্দ। তাঁর আদর্শ প্রচারের উদ্দেশ্যে শুরু হল ‘বিবেক চেতনা উৎসব’। আগামী ২ দিন ধরে সারা রাজ্যে পালিত হবে এই উৎসব।
০৯/০১/২০১৬
‘ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৬’-এর সমাপ্তি অনুষ্ঠান
•  দু দিনের আন্তর্জাতিক স্তরের বাণিজ্য সম্মেলন থেকে ২ কোটি, ৫০ লক্ষ, ১০৪ কোটি টাকার নতুন বিনিয়োগ প্রস্তাব এল রাজ্যে। ‘ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৬’-এর শেষ দিনে তাঁর ভাষণে এ কথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৮/০১/২০১৬
‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৬’- এর উদ্বোধন
•  কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৬’ এর শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণময় উপস্থিতি ছিল ভূটানের মাননীয় প্রধানমন্ত্রী শেরিং টোবগে, ব্রিটেনের মাননীয়া শ্রমমন্ত্রী প্রীতি প্যাটেল ভূটানের মাননীয় অর্থমন্ত্রী নরবু ওয়াংচুক, বাংলাদেশের মাননীয় বাণিজ্য মন্ত্রী তোফাই আহমেদ। এছাড়া, কেন্দ্রীয় অর্থ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অরুণ জেটলি, জাহাজ ও সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু, কেন্দ্রীয় কয়লা মন্ত্রী পীযূষ গোয়েল এবং দিল্লীর মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। বিশিষ্ট শিল্পপতিদের মধ্যে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, ডঃ সুভাষ চন্দ্র, নিরঞ্জন হিরনআন্দানি, সজ্জন জিন্দল, রাকেশ ভারতী মিত্তল, মোহনদাস পাই, ওয়াই সি দেবেশ্বর, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষবর্ধন নেওটিয়া সহ দেশ-বিদেশের উদ্যোগপতিরা। এই বাণিজ্য সম্মেলনে ২৫ টি দেশের রাষ্ট্রদূত, বণিক সভার সদস্য সিআইআই, ফিকি, অ্যাসোচেম-এর প্রতিনিধি সহ বাণিজ্যবিশ্বের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিত্বরা অংশ নেন।