অনুষ্ঠান
২৮/০১/২০১৫
‘মাটি উৎসব’ - ২০১৫
•  এই নিয়ে তিন বছরে পা দিল ‘মাটি উৎসব’। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে, ২০১৩ সাল থেকেই পালিত হচ্ছে এই ‘মাটি উৎসব’। বর্ধমানের পানাগড়ের বিরুডিহায় এই উৎসবের সূচনা করলেন তিনি। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির মূলে রয়েছে ‘মাটি’, এই বার্তাই তুলে ধরা হয় মাটি উৎসবে।
২৭/০১/২০১৫
৩৯তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা
•  মিলন মেলা প্রাঙ্গণের এসবিআই অডিটোরিয়ামে ৩৯তম আন্তর্জাতিক কলকাতা বই মেলার সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং বৃটিশ সাংবাদিক অনিতা আনন্দ। কলকাতা বইমেলার এবারের থিম ইংল্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃটিশ কাউন্সিলের ডিরেক্টর রব লাইন্স এবং সাহিত্যিক নিমাই ভট্টাচার্য।
২৬/০১/২০১৫
৬৬ তম সাধারণতন্ত্র দিবস
•  ৬৬ তম সাধারণতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী রাজ্যবাসীকে সংবিধানের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের কথা স্মরণ করান ।
২৩/০১/২০১৫
নেতাজী সুভাষচন্দ্র বসুর ১১৯ তম জন্মদিবস
•  রাজ্যজুড়ে উদযাপিত হল দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১১৯ তম জন্মদিবস। দার্জিলিং-এ রাজ্যসরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগদান করেন শেরপা এবং লেপচা সম্প্রদায়ের মানুষ।
২২/০১/২০১৫
তামাং উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের প্রথম বার্ষিক অনুষ্ঠান - ২০১৫
•  তামাং উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের প্রথম বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী । গত বছর জানুয়ারি মাসে মাননীয়া মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় তৈরি হয় এই পর্ষদ। নতুন বছরকে বরন করতে এদিন পালিত হয় এক বর্ণময় অনুষ্ঠান ‘লোচার’। তামাং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী ‘দুম্ফু’ পরিবাশিত হয় এই অনুষ্ঠানে।
২১/০১/২০১৫
‘হিমল তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব’ - ২০১৫
•   ‘হিমল তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব’-এর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যসরকার আয়োজিত এই উৎসবে ফুটবল, মার্শল আর্ট, তীরন্দাজি এবং ভলিবলে অংশ নেন পাহাড় এবং ডুয়ার্সের ৭০০০ জন ক্রীড়াবিদ। ‘ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিউট’ -এর মহিলা পর্বতারোহীদের জন্য একটি হোস্টেলের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০২/০১/২০১৫
১৯তম যাত্রা উৎসব - ২০১৫
•  উত্তর ২৪ পরগনার বারাসতের কাছারি ময়দানে ১৯তম যাত্রা উৎসবের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।