অনুষ্ঠান
২৪/০৮/২০২৩
টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড – ২০২৩
•  NULটেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ২০২৩-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সকল শিল্পী ও কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। মোট ৪১টি ক্যাটাগরিতে ৬৬ জন শিল্পীকে সম্মানিত করা হয় এদিনের অনুষ্ঠানে।L
২৩/০৮/২০২৩
হস্ত, তাঁত ও লোকশিল্প প্রদর্শনী – ২০২৩
•  বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের হস্ত, তাঁত ও লোকশিল্প প্রদর্শনী ঘুরে দেখেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ঢাকুরিয়ার দক্ষিণাপণ ও নিউ দীঘায় পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শাড়ির সম্ভারে সজ্জিত ‘বাংলার শাড়ি’-র শুভ উদ্বোধন করেন তিনি।
২২/০৮/২০২৩
ইমাম-মুয়াজ্জিন সমাবেশ - ২০২৩
•  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিন সমাবেশে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সমাবেশে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানান তিনি। এদিন ইমাম-মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৬/০৮/২০২৩
মহমেডান স্পোর্টিং ক্লাবের নবনির্মিত তাঁবুর উদ্বোধন - ২০২৩
•  মহমেডান স্পোর্টিং ক্লাবের নবনির্মিত তাঁবুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। এদিন স্বস্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে সেরার সেরাদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। স্পেশাল ডেয়ার-ডেভিল টিম হিসেবে পুরস্কৃত করা হল কলকাতা পুলিশকে। প্যারেড বিভাগে পুরুলিয়ার সৈনিক স্কুল পেল বিজয়ীর ট্রফি এবং দ্বিতীয় স্থান অর্জন করে সুন্দরবন বালিকা বিদ্যানিকেতন। পাশাপাশি, ট্যাবলো বিভাগে জয়ী হিসেবে বিবেচিত হয় পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর।
১৫/০৮/২০২৩
স্বাধীনতা দিবস উদযাপন – ২০২৩
•  ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। দেশের সকল স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিন রেড রোডে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের সকলকে অভিনন্দন জানান তিনি। ভারতবর্ষের সংস্কৃতি ও ঐতিহ্যের স্মারক হিসাবে সুসজ্জিত ট্যাবলোগুলি অনুষ্ঠানটিকে বর্ণময় করে তুলেছিল। এই অনুষ্ঠানে প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৪/০৮/২০২৩
কন্যাশ্রী প্রকল্প - ২০২৩
•  দশ বছর অতিক্রম করলো কন্যাশ্রী প্রকল্প। ২০১৩ সালে ঐতিহাসিক এই ‘কন্যাশ্রী’ প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২০১৭ সালে রাষ্ট্রসংঘের দ্বারা প্রথম পুরস্কারে ভূষিত হয় এই প্রকল্প। এদিন ‘দ্য কন্যাশ্রী স্টোরি’ নামে একটি বিশেষ বই-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন তিনি। পাশাপাশি, ২০২২-২৩ সালের কন্যাশ্রী প্রকল্পের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এছাড়াও, কন্যাশ্রীদের সুবিধার্থে ‘কন্যাশ্রী চ্যাটবট’-এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। মোট ৩৯ জন সেরার সেরা কন্যাশ্রীকে তাদের বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত করেন তিনি। সকল কন্যাশ্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৯/০৮/২০২৩
বিশ্ব আদিবাসী দিবস - ২০২৩
•  বিশ্ব আদিবাসী দিবসে সকলকে শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে অংশগ্রহণ করেন তিনি।