অনুষ্ঠান
২১/০৫/২০১৮
বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ - ২০১৮
•  এদিন বাংলার সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বাংলার বিভিন্ন ক্ষেত্রের গুণীজন এবং বাংলার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিশিষ্ট জনকে পুরস্কৃত করার এই অনুষ্ঠান শুরু হয়েছিল ২০১১ সালে মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে। সপ্তম বর্ষে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকা – বঙ্গবিভূষণ: প্রবাদপ্রতীম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে, গিরিজা শঙ্কর রায়(শিক্ষাবিদ),সুহৃদ কুমার ভৌমিক (ভাষাতাত্ত্বিক), সমরেশ মজুমদার(সাহিত্যিক), সুব্রত ভট্টাচার্য (ফুটবলার), মহম্মদ হাবিব(ফুটবলার), প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(অভিনেতা) এবং অবসর প্রাপ্ত বিচারপতি শ্যামল কুমার সেন। বঙ্গভূষণ: শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী(সঙ্গীত শিল্পী),পার্থ ঘোষ(বাচিক শিল্পী)। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যের মুখ্যসচিব স্বয়ং, বরেণ্য কত্থক শিল্পী বিরজু মহারাজকে তাঁর বাসগৃহে গিয়ে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করবেন।
০৯/০৫/২০১৮
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস - ২০১৮
•  রাজ্য জুড়ে পালিত হল ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস । মূল অনুষ্ঠানটি ছিল কলকাতার রবীন্দ্রসদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বাংলার শিল্প-সংস্কৃতি জগতের গুণীজনের সমাবেশ ঘটেছিল এদিন কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে। প্রতি বছরের মতই বিপুল জনসমাবেশ ছিল, এদিন থেকে নন্দন চত্বরে শুরু হল কবিপক্ষের অনুষ্ঠান। ১০ মে থেকে আগামী ২২ মে,২০১৮ পর্যন্ত নন্দনের মুক্তমঞ্চ, শিশির মঞ্চ, রবীন্দ্র সদনে চলবে কবি প্রণাম।