অনুষ্ঠান
১৪/১১/২০১৮
বিশ্ব বাংলা শারদ সম্মান - ২০১৮
•  আজ নবান্ন সভাঘরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একই মঞ্চ থেকে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন, যার মধ্যে অন্যতম হলো বারুইপুরে নবনির্মিত সংশোধনাগার।
১০/১১/২০১৮
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - ২০১৮
•  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল। হাজার হাজার চলচ্চিত্রপ্রেমী মানুষের উপস্থিতিতে সিনেমা উৎসব, মানুষের উৎসব হয়ে উঠেছে বিগত কয়েক বছর ধরে। এবারেও তার উচ্ছলতা সমান ভাবেই চোখে পড়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যাক্তিত্ব মাজিদ মাজিদি, ফিলিপ নয়েস, জিল বিলকক এবং সাইমন বেকার। বিশিষ্ট অভিনেতা অমিতাভ বচ্চন, বিশ্বজিত, চলচ্চিত্র পরিচালক ব্যাক্তিত্ব মহেশ ভট্ট, বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রহমান, জয়া ভাদুড়ী, নন্দিতা দাস। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জানান যে আগামী ৭ দিন ৭০ টি দেশের ১৭০ টির বেশি ছায়াছবি ১৬ টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। এই ২৪তম কলকাতা ফোকাস কান্ট্রি হল অস্ট্রেলিয়া এবং স্পেশাল ফোকাস কান্ট্রি টিউনেশিয়া। এই বছর বাংলা সিনেমার ১০০ বছর পূর্তি উপলক্ষে বাংলা সিনেমার নস্টালজিয়া ও প্রতিনিধিত্ব মূলক এক ঝাঁক বাংলা ছবির প্রদর্শন হবে। এছাড়া একটি বাংলা ছায়াছবির পঞ্জি (১৯১৭-২০১৭) প্রকাশ করা হয়েছে এবারের উৎসবে। মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন যে সারা পৃথিবী আজ এক সূত্রে বাঁধা পড়েছে এই সিনেমা কার্নিভালে।