সফর
৩০/০১/২০১৯
মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস - ২০১৯
•  এদিন বীরভূম জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এদিন রামপুরহাটে প্রশাসনিক সভা করেন তিনি। নতুন প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি ১০ হাজারেরও বেশী উপভোক্তার হাতে তুলে দেন সরকারি পরিষেবা। এদিন তারাপীঠ মন্দিরে উন্নয়নের কাজ সম্পর্কেও খবরাখবর নেন তিনি।
২৩/০১/২০১৯
নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী
•  এদিন দার্জিলিংয়ের চৌরাস্তায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালিত হয়। রাজ্যস্তরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং জি টিএ প্রধান, বিভিন্ন জনজাতি উন্নয়ন পরিষদের সভাপতি ও সদস্যবৃন্দ, উচ্চপদস্থ আধিকারিক দার্জিলিং জেলার বিশিষ্ট জন এবং অসংখ্য সাধারণ মানুষ । মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন যে নেতাজী সুভাষ ছিলেন সত্যিকারের জাতীয় নায়ক। দেশপ্রেম ,জাতীয় ঐক্য, সৌভ্রাতৃত্ব, সম্প্রীতির মূর্ত প্রতীক।তাঁর দেশের জন্য ব্যক্তিস্বার্থহীন উদার চিন্তা, দেশের জন্য নিবেদিত প্রাণ, আজও আমাদের সকলের মাথা নত করে দেয়। তিনি আজও আমাদের কাছে মহানায়ক। তাঁর কাছে আমরা সত্যিকারের ঋণী। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী হিমল-তরাই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। এছাড়া, আলিপুরদুয়ার জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ বেশ কয়েকটি সরকারী প্রকল্পের সূচনা করেন এবং বিরাট সংখ্যক মানুষের হাতে বিভিন্ন জন কল্যাণমুখী প্রকল্পের পরিষেবা প্রদান করেন।
২১/০১/২০১৯
উত্তরবঙ্গ উৎসব - ২০১৯
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এইদিন উত্তরবঙ্গ উৎসব ২০১৯ -র উদ্বোধন করেন। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই উৎসব চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তরবঙ্গের ৮ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিংপং,আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর,দক্ষিনদিনাজপুর ও মালদা জুড়ে এই উৎসব পালন করা হবে। বিগত ২০১২ সাল থেকেই এই উৎসব চলছে, উত্তরবঙ্গের ঐতিহ্য, লোক সংস্কৃতি রক্ষা, প্রতিভার স্বীকৃতি প্রদানের মাধ্যমে। এদিন শিক্ষা, সংস্কৃতি, সামাজিক কাজ, সাংবাদিকতা ও খেলাধূলার ক্ষেত্রে উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্টজনকে ' বঙ্গ রত্ন ' পুরস্কার প্রদান করা হয়।
১১/০১/২০১৯
বারাসাত, উত্তর ২৪ পারগনা
•  উত্তর ২৪ পরগনা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন। একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি বহু মানুষকে সরকারি পরিষেবা প্রদান করেন তিনি। এদিন বারাসাতে একই মঞ্চ থেকে ২৩ তম যাত্রা উৎসবের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১০/০১/২০১৯
নদীয়া, কৃষ্ণনগর
•  নদীয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ গ্রাউন্ডে এক সরকারি অনুষ্ঠানে ‘কন্যাশ্রী’ বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন, বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার পাশাপাশি বহু মানুষকে সরকারি পরিষেবা প্রদান করেন তিনি।
০৯/০১/২০১৯
ছাতিমতলা, রানাঘাট
•  জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী এবার নদীয়ায়। এদিন রানাঘাটের ছাতিমতলায় জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন তিনি।
০২/০১/২০১৯
গীতাঞ্জলি অডিটোরিয়াম, বোলপুর
•  জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী এবার বীরভুমে। বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামে জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।