সফর
২৭/০২/২০১৮
বারাসাত, উত্তর ২৪ পারগনা
•  বারাসাতের কাছারি ময়দানে এক সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বড় সংখ্যক উপভোক্তা পান সরকারি পরিষেবা। এর আগে ব্লক ও রাজ্য স্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উন্নয়ন কার্যের খতিয়ান নেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২২/০২/২০১৮
হেমতাবাদ, উত্তর দিনাজপুর
•  সফরের চতুর্থ দিনে উত্তর দিনাজপুরের হেমতাবাদে এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে পরিকাঠামো সড়ক, সেতু, স্বনির্ভর প্রকল্পসহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নিঃসন্দেহে, জেলাকে সার্বিক উন্নয়নের পথে আরও খানিকটা এগিয়ে দেবে এই প্রকল্পগুলি। জেলার সহস্রাধিক মানুষের হাতে এদিন সরকারি পরিষেবা তুলে দেন তিনি।
২১/০২/২০১৮
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর
•  দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে, এক সরকারি পরিষেবা অনুষ্ঠানে উপস্থিত থেকে নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন তিনি। প্রায় ১০ হাজার মানুষকে সরকারি পরিষেবাও প্রদান করেন। এরপর, জেলা ও রাজ্যস্তরের আধিকারিকদের সঙ্গে রায়গঞ্জে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্যে প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের কাছে সময়মতো সরকারি পরিষেবা পৌঁছচ্ছে কিনা, উন্নয়নের কাজ দ্রুত এগোচ্ছে কিনা এই সকল বিষয়ে খোঁজখবর নেন তিনি এদিনের বৈঠকে।
২০/০২/২০১৮
মালদা, মালদা
•  সফরের দ্বিতীয় দিনে মালদায় এক সরকারি পরিষেবা অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী পরিকাঠামো, সড়ক যোগাযোগ, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বনির্ভরতা ছাড়াও বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। এর পাশাপাশি বেশ কিছু পরিষেবাও প্রদান করেন তিনি। এরপর জেলা আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করে উন্নয়ন কার্যের খতিয়ান নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৯/০২/২০১৮
বহরমপুর, মুর্শিদাবাদ
•  মাননীয়া মুখ্যমন্ত্রী এখন মুর্শিদাবাদে। এদিন বহরমপুরে এক সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো, বিদ্যুৎ ও সড়কসহ জেলার সার্বিক উন্নয়নে আরও দ্রুততা আনতে সহায়ক এই সরকারি প্রকল্পগুলি উদ্বোধনের পাশাপাশি সহস্রাধিক মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেন তিনি। এরপর জেলা আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করে উন্নয়ন কার্যের খতিয়ান নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৬/০২/২০১৮
বেলপাহাড়ী, ঝাড়গ্রাম
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন। জেলার সার্বিক উন্নয়নের গতি প্রকৃতি খতিয়ে দেখা হয়, এদিনের বৈঠকে।
১৫/০২/২০১৮
বেলপাহাড়ী, ঝাড়গ্রাম
•   মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী জঙ্গল মহলে। নব গঠিত জেলা ঝাড়গ্রামের বেলপাহাড়ীতে এক সরকারী অনুষ্ঠানে শতাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। সাধারণ মানুষের হাতে সরকারী পরিষেবা তুলে দেওয়া হয়। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী শিলদা ইএফআর ক্যাম্পে গিয়ে নিহত জওয়ানের প্রতি শ্রদ্ধা জানান। প্রসঙ্গত, ৮ বছর আগে আজকের দিনে শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র মাওবাদীদের এক বিশাল বাহিনী, সেই আক্রমণে ২৪জন ইএফআর জওয়ান নিহত হয়।
১৩/০২/২০১৮
কৃষ্ণনগর, নদীয়া
•  দুদিনের নদীয়া সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন কৃষ্ণনগরে এক পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ জনমুখী প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। এদিন সহস্রাধিক মানুষের হাতে সরকারী পরিষেবা তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১২/০২/২০১৮
কৃষ্ণনগর, নদীয়া
•  নদীয়া জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি ইস্কন মন্দির পরিদর্শনে যান। কৃষ্ণনগর যাওয়ার পথে তিনি চৈতন্য মঠ এবং চাঁদ কাজির মাজারও পরিদর্শন করেন।
১২/০২/২০১৮
কৃষ্ণনগর, নদীয়া
•  কৃষ্ণনগরে নদীয়া জেলার প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী
০৮/০২/২০১৮
দার্জিলিং, দার্জিলিং
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন দার্জিলিং - রাজভবনে পাহাড়ের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন ।
০৭/০২/২০১৮
দার্জিলিং, দার্জিলিং
•  উত্তরবঙ্গ সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন দার্জিলিং ম্যালে, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় হিমল-তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল, ২০১৮-তে উপস্থিত ছিলেন তিনি।