সফর
২৩/০১/২০১৪
ম্যাল, দার্জিলিং
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর উদ্যোগে এই প্রথমবার সরকারিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৮তম জন্মদিন পালিত হয় দার্জিলিং-এর ম্যালে। এটি ছিল তাঁর উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিন।
২২/০১/২০১৪
লেবং, দার্জিলিং
•  রামকৃষ্ণ মিশন আয়োজিত একটি অনুষ্ঠানে, নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এটি ছিল তাঁর উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিন। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং রাজ্য ক্রীড়া দপ্তরের যৌথ পরিচালনায় উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চলের বিভিন্ন জায়গায় দু’মাস ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। দার্জিলিং –এর লেবং স্টেডিয়ামে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২১/০১/২০১৪
মিরিক, দার্জিলিং
•  উত্তরবঙ্গ সফরের দ্বিতীয়দিনে দার্জিলিং-এর মিরিকে তামাং সম্প্রদায়ের জাতীয় কনভেনশনে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২০/০১/২০১৪
শিলিগুড়ি, দার্জিলিং
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাঁর ৪ দিনের উত্তরবঙ্গ সফর শুরু করলেন। শিলিগুড়িতে পৌঁছে তিনি উত্তরবঙ্গবাসীদের সুবিধার্থে উত্তরবঙ্গের প্রথম শাখা সচিবালয় ‘উত্তরকন্যা’-এর উদ্বোধন করেন। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তিনি কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন।
২০/০১/২০১৪
শিলিগুড়ি, দার্জিলিং
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর উত্তরবঙ্গ সফরের প্রথমদিনে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পাঁচদিন ব্যাপী উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন। উত্তরবঙ্গের ৬টি জেলার ৭জন ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘বঙ্গসম্মান’ দিয়ে পুরস্কৃত করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৮/০১/২০১৪
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর
•  জেলাসফরের দ্বিতীয় দিনে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ স্মরণে অনুষ্ঠিত হয় জঙ্গল মহল বিবেক চেতনা উৎসব।
০৭/০১/২০১৪
আমলাশোল, পশ্চিম মেদিনীপুর
•  জেলাসফরে মাননীয়া মুখ্যমন্ত্রী এবার পশ্চিম মেদিনীপুরের আমলাশোলে। দীর্ঘদিন অবহেলিত এই গ্রামে স্বাধীনতার পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী পৌঁছালেন। কাঁকড়াঝোড় থেকে আমলাশোল পর্যন্ত 'পাকা' রাস্তা তৈরির কাজ শুরু হল এদিন।