সফর
২৯/১২/২০১৫
ধরমপুর, উত্তর দিনাজপুর ও তপন, দক্ষিণ দিনাজপুর
•  একই দিনে দুটি পৃথক অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্য ‘সবুজ সাথী’ প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উত্তর দিনাজপুর জেলার ধরমপুরে এক সরকারি অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি আম্বেদকর দিবসের সূচনা করেন এবং ঘোষণা করেন যে আগামী ৩০ ডিসেম্বর রাজ্যজুড়ে পালিত হবে ডঃ বি আর আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী। এরপর তিনি দক্ষিণ দিনাজপুরে তপনে এক সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
২৮/১২/২০১৫
মথুরাপুর সার্কাস গ্রাউন্ড, দক্ষিণ ২৪ পরগণা
•  দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর সার্কাস গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে ‘সবুজ সাথী’সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কৃষি যন্ত্রপাতিসহ বেশ কিছু জনহিতকর পরিষেবা বিতরণ করা হয়।
২৩/১২/২০১৫
দীঘা, পূর্ব মেদিনীপুর
•  দীঘায় পূর্ব মেদিনীপুরের জেলা এবং দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন দীঘা-কলকাতা হেলিকপ্টর পরিষেবার উদ্বোধন করেন তিনি।
২২/১২/২০১৫
দীঘা , পূর্ব মেদিনীপুর
•  দীঘার সমুদ্রতট সরজমিনে পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, খুব তাড়াতাড়ি দীঘা এবং তৎসংলগ্ন এলাকাকে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে গড়ে তোলার কাজ সম্পন্ন হবে।
২১/১২/২০১৫
নয়াচর ও নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর
•  জেলা সফরের এই পর্বে, শিল্প প্রতিনিধিদের একটি দলসহ পূর্ব মেদিনীপুরের নয়াচর পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ইকোট্যুরিজমের জন্য আদর্শ স্থান হিসাবে চিহ্নিত করা হয় নয়াচরকে।

•   পূর্বমেদিনীপুর জেলার নন্দীগ্রামের তেখালিতে এক সরকারি জনসভায় ‘সবুজ সাথী’সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া জেলাবাসীদের জন্য বিবিধ পরিষেবা প্রদান করেন তিনি।
১৬/১২/২০১৫
সাগরদীঘি, মুর্শিদাবাদ
•  মুর্শিদাবাদের সাগরদীঘির ধামুয়া স্পোর্টস কমপ্লেক্সে ‘সবুজ সাথী’ প্রকল্পের শুভসূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫০০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটের উদ্বোধন করেন তিনি। জঙ্গিপুর এবং সাগরদীঘি ব্লকে দুটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ১০ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর শুভসূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। মডেল স্কুলগুলিতে জল সরবরাহ প্রকল্প সহ বিভিন্ন দপ্তরের সরকারি ভবন, ইউথ হোস্টেল, কর্মতীর্থ-র উদ্বোধন হয় এদিন। এদিন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কিষাণ ক্রেডিট কার্ডের মতো জনকল্যাণকর পরিষেবা প্রদান করা হয়।
১৫/১২/২০১৫
গাজোল, মালদা
•  মালদার গাজোলে এক জনসভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এ দিন মালদা জেলায় ‘সবুজ সাথী’ প্রকল্পের শুভসূচনা করেন তিনি। এছাড়াও কৃষি যন্ত্রপাতি সহ বেশকিছু জনহিতকর পরিষেবা প্রদান করেন তিনি।
০৭/১২/২০১৫
দুর্গাপুর, বর্ধমান
•  নবনির্মিত অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লিগামী বিমান পরিষেবার উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন ৩ দিনের সফরে দিল্লি যাওয়ার পথে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের উদ্যোগপতিদের একটি দল এবং আসানসোল চেম্বার অফ কমার্স এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
০৩/১২/২০১৫
সিউড়ি, বীরভূম
•  বীরভূমের সিউড়িতে ‘সবুজ সাথী’ সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০২/১২/২০১৫
বান্দোয়ান, পুরুলিয়া
•  পুরুলিয়ার বান্দোয়ানে এক সরকারি অনুষ্ঠানে ‘সবুজ সাথী’সহ একাধিক জনকল্যাণকর প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০২/১২/২০১৫
পাথর চাপুরিয়া, বীরভূম
•  বীরভূমের পাথর চাপুরিয়ায় ১২৫ বছরের পুরোনো দাতা সাহিব মাজার পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি জানান, মার্কেটিং হাব, পর্যটক আবাস, নিকাশী ব্যবস্থা, নলবাহিত পানীয় জল প্রকল্প সহ ওই এলাকার সার্বিক উন্নয়নের জন্য ‘মাস্টার প্ল্যান’ তৈরি করছে রাজ্য সরকার।
০১/১২/২০১৫
মঙ্গলকোট, বর্ধমান
•  বর্ধমান জেলাবাসীদের জন্য ‘সবুজ সাথী’ প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন তিনি বর্ধমানের মঙ্গলকোটে একটি সরকারি অনুষ্ঠানে ‘কন্যাশ্রী’, ‘যুবশ্রী’, ‘শিক্ষাশ্রী’ ও প্রাকৃতিক দুর্যোগে আর্থিক সহায়তাসহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।