সফর
২৫/০৮/২০১৫
চৌরাস্তা দার্জিলিং, দার্জিলিং
•  শৈলশহর দার্জিলিং-কে দূষণমুক্ত করে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ‘ক্লীন অ্যান্ড গ্রীন দার্জিলিং’ প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তিনি বলেন, ডাউ হিল ও কার্সিয়াং-এ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস তৈরি করা হবে। এডুকেশনাল হাব হিসাবে গড়ে তোলা হবে এই দুই ক্যাম্পাসকে।
২৪/০৮/২০১৫
রিচমণ্ড হিল, দার্জিলিং
•  তিনদিনের জেলাসফরে দার্জিলিং-এর রিচমণ্ড হিলে পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৭/০৮/২০১৫
বাসডোগ্রা, দার্জিলিং
•  উধমপুরে সেনা-জঙ্গী গুলির লড়াইয়ে নিহত বিএসএফ জওয়ানদের অন্যতম জলপাইগুড়ির শুভেন্দু রায়। বাগডোগরা বিমানবন্দরে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নিহত জওয়ানের পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করেন।
০৬/০৮/২০১৫
হলদিবাড়ি, কোচবিহার
•  হলদিবাড়ি এবং কোচবিহার মহকুমা সদর সংযোকারী বৃহত্তম সেতু ‘জয়ী’-র শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন হলদিবাড়িতে আয়োজিত জনসভায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস সহ নানা জনকল্যাণমুখী পরিষেবা প্রদান করেন তিনি।
০৩/০৮/২০১৫
অশোকনগর, উত্তর ২৪ পরগণা
•  উত্তর ২৪ পরগণার অশোকনগরে সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। কাজলায় ত্রাণশিবিরে ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।