সফর
২৩/০১/২০১৫
ম্যাল, দার্জিলিং
•  নেতাজী সুভাষচন্দ্র বসুর ১১৯ তম জন্মদিবসে দার্জিলিং-এ রাজ্যসরকারের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, শেরপা সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে পাহাড়ে একটি পৃথক উন্নয়ন পর্ষদ গঠন করা হবে। তিনি জানান, শেরপা সাংস্কৃতিক উন্নয়ন পর্ষদকে রাজ্যসরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সাহায্য প্রদান করা হবে।
২২/০১/২০১৫
দার্জিলিং
•  দার্জিলিংদার্জিলিং-এ তামাং উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের প্রথম বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী । তামাং জনজাতির উন্নয়নকল্পে আবাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য এই পর্ষদকে সহায়তা প্রদান করছে রাজ্য সরকার।
২১/০১/২০১৫
দার্জিলিং
•  ‘হিমল তরাই ডুয়ার্স ক্রীড়া উৎসব’-এর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। রাজ্যসরকার আয়োজিত এই উৎসবে ফুটবল, মার্শল আর্ট, তীরন্দাজি এবং ভলিবলে অংশ নেন পাহাড় এবং ডুয়ার্সের ৭০০০ জন ক্রীড়াবিদ।
২০/০১/২০১৫
শিলিগুড়ি, দার্জিলিং
•  শিলিগিড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সপ্তাহব্যাপী ‘উত্তরবঙ্গ উৎসব, ২০১৫’ –এর সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েকজন কৃতী ব্যক্তিকে ‘বঙ্গরত্ন’ সম্মান প্রদান করা হয়। বেশ কিছু উপভোক্তাকে আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে।
১৯/০১/২০১৫
শিলিগুড়ি, দার্জিলিং
•   উত্তরবঙ্গের শুল্ক প্রদানকারীদের সুবিধার্থে শিলিগুড়িতে ‘সেলস ট্যাক্স অ্যাপিলেট এবং রিভিশনাল বোর্ড’-এর একটি নতুন বেঞ্চের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মিউটেশন ও জমির চরিত্র বদলের জন্যে এদিন একটি ‘ ক্লিয়ারেন্স সেন্টার’- এরও শুভ সূচনা করেন তিনি।